কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে আজ বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
আরও পড়ুন: ট্রাকচাপায় তিন বাইক আরোহী নিহত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২৪-২৫ অর্থ বছরে রবি প্রণোদনায় গম, ভূট্টা, সরিষা, চীনাবাদাম, পেঁয়াজ, মুগ, মসুর, খেসারি ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৬ হাজার ৭৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে এসব বীজ ও সার বিতরণ করা হয়।
প্রত্যেককে এক কেজি সরিষা বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে। দুই হাজার জনকে গম, ৫০ জনকে ভূট্টা, ৫০ জনকে চীনাবাদাম, ১৩৫০ জনকে মসুর, ৩০ জনকে মুগ, ১২০০ জনকে শীতকালীন পেঁয়াজ, ২০০০ জনকে সরিষা এবং ১০০ জনকে খেসারি দেয়া হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তানভীর হাসান চৌধুরী, উপজেলা কৃষি অফিসার এসএম রাশেদুল হাসান, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার, উপজেলা সমাজসেবা অফিসার কারিজুল ইসলামসহ বীজ ও সার প্রাপ্তির জন্য তালিকাভূক্ত কৃষকগণ।
সান নিউজ/এএন
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            