জেলা প্রতিনিধি: কক্সবাজার জেলা সৈকতে গোসল করতে নেমে সমুদ্রের ঢেউয়ে ডুবে মাহমুদ (১৭) নামে ১ কিশোরের মৃত্যু হয়েছে।
শনিবার (২৬ অক্টোবর) দুপুর ১২টায় কক্সবাজার সৈকতের সিগাল পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।
আরও পডুন: নিখোঁজ শিক্ষার্থীর লাশ উদ্ধার
নিহত কিশোর, কক্সবাজার সদরের পিএমখালী এলাকার দিদারুল ইসলামের ছেলে।
কক্সবাজার সি সেইফ লাইফ গার্ডের সিনিয়র ইনচার্জ ওসমান গনী বলেন, শনিবার সকাল ১১টায় কক্সবাজার সৈকতের সিগাল পয়েন্টে বন্ধুদের সাথে ফুটবল খেলে সমুদ্রে গোসল করতে নামে নিহত মাহমুদ। এরই একপর্যায়ে সমুদ্রের ঢেউয়ে ডুবে যায় তিনি। এরপর তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটক সেলের ম্যাজিস্ট্রেট তানভীর হোসাইন জানান, সৈকতে গোসল করতে নেমে ১ কিশোরের মৃত্যু হয়েছে। তার লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
সান নিউজ/এমএইচ
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            