জেলা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলার জীবননগরে তেলবাহী ট্রেনের ৮টি ট্যাংকার লাইনচ্যুত হয়েছে। এ ঘটনার ফলে খুলনার সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
বুধবার (২৩ অক্টোবর) ভোরে উপজেলার উথলী রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: আজ গ্যাস থাকবে না যেসব এলাকায়
জানা যায়, বুধবার ভোরে ট্রেন দুর্ঘটনার কারণে খুলনাগামী চিত্রা এবং সীমান্ত এক্সপ্রেস ট্রেন আটকা পড়ে আছে। এই জন্য ২টি ট্রেনের কয়েক শ’ যাত্রী ভোগান্তিতে পড়েছেন।
এই ব্যাপারে উথলী রেলওয়ে স্টেশন মাস্টার মিন্টু কুমার রায় জানান, একটি তেলবাহী ট্রেন খুলনা যাচ্ছিলো। এরপর ট্রেনটি উথলী রেলওয়ে স্টেশনের ডাউন সিগনাল পয়েন্টের কাছাকাছি পৌঁছালে ট্রেনটি লাইনচ্যুত হয়। এ সময় উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করবে।
সান নিউজ/এমএইচ
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            