জেলা প্রতিনিধি: পার্বত্য জেলা রাঙ্গামাটিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জারিকৃত ১৪৪ ধারা এবং গণপরিবহনের অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট প্রত্যাহারের পর থেকেই স্বাভাবিক হতে শুরু করেছে এই জেলার মানব জীবন।
সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল থেকেই শহরে সিএনজিচালিত অটোরিকশা চলাচল করছে। সেই সাথে শহরে খুলতে শুরু করেছে ব্যবসা প্রতিষ্ঠানও। কিন্তু রাঙ্গামাটি-চট্টগ্রাম ও রাঙ্গামাটি-বান্দরবানের বাস চলাচল করলেও রাঙ্গামাটি-খাগড়াছড়ির কোনো বাস ছেড়ে যায়নি।
আরও পড়ুন: সাবেক মেয়র আতাউর রিমান্ডে
স্থানীয়রা বলেন, সোমবার থেকে ধীরে ধীরে স্বাভাবিক হয়ে একদম আগের মতো অবস্থায় ফিরবে রাঙ্গামাটি। এতে আর কোনো সমস্যা থাকবে না।
এদিকে অবরোধের কারণে সাজেক ভ্যালিতে আটকে পড়েছেন ৮ শতাধিক পর্যটক। এ সময় অবরোধ প্রত্যাহার হলেই তাদেরকে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছে বাঘাইছড়ি উপজেলা প্রশাসন।
সান নিউজ/এমএইচ
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            