জেলা প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় অভিযান চালিয়ে তৌহিদুল ইসলাম মামুন (৩৪) নামে এক যুবককে একটি আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড গুলিসহ আটক করা হয়েছে।
আরও পড়ুন: কক্সবাজারে আটকা পড়েছেন পর্যটক
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কের রানীরহাট বাজার এলাকার কেবিএস কনভেনশন হলের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটক তৌহিদুল রাঙ্গুনিয়া উপজেলার বগাবিল এলাকার আইয়ুব আলীর ছেলে।
চট্টগ্রাম র্যাবের সিনিয়র সহকারী পরিচালক মো. শরীফ উল আলম বলেন, আটক যুবক তার কাছ থেকে উদ্ধার হওয়া অস্ত্রের কোনো কাগজপত্র দেখাতে পারেননি। অবৈধ এই অস্ত্র দিয়ে অভিযুক্ত যুবক দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে আসছিল। আইনানুগ ব্যবস্থা গ্রহণের তাকে রাঙ্গুনিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
সান নিউজ/এএন
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            