নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলায় মাটির দেওয়াল ধসে নিঝুম আক্তার (৮) নামের ১ মেয়ে শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (১৯ আগস্ট) সকাল ৭টায় উপজেলার ছনহরা ইউনিয়নের চাটরা গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: সৈকতে যুবকের লাশ উদ্ধার
নিহত শিশু, চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নের চাটরা গ্রামের নোমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্রী ছিলো।
স্থানীয়রা বলেন, রোববার রাতভর ভারী বৃষ্টির পরে সোমবার সকালে তাদের মাটির ঘরের দেওয়ালটি ভেঙে পড়ে। এ সময় ঘুমন্ত অবস্থায় মাটির নিচে চাপা পড়ে শিশুটি মারা যায়।
সান নিউজ/এমএইচ
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            