কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি, ফের বন্যার আশঙ্কা
সারাদেশ

কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি, ফের বন্যার আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক:

টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কুড়িগ্রামের সবকটি নদ-নদীর পানি আবারও বৃদ্ধি পেতে শুরু করেছে। ফলে এ জেলায় চতুর্থ দফায় বন্যা শেষ হতে না হতেই ফের বন্যা পরিস্থিতির আশঙ্কা তৈরি হচ্ছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানায়, গত ২৪ ঘণ্টায় আবারও ধরলা নদীর পানি অনেক বেড়ে বিপদসীমার ৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। চারদিন আগে চতুর্থ দফা বন্যায় জেলার প্রায় সাড়ে ৪ হাজার হেক্টর আবাদি জমির ফসল নিমজ্জিত হয়। নতুন করে বন্যা পরিস্থিতির সৃষ্টিতে নদ-নদী পাড়ের মানুষের মধ্যে বন্যার আশঙ্কায় হতাশা দেখা দিয়েছে।

ধরলা নদী অববাহিকার বাসিন্দা সেকেন্দার আলী জানান, আর কতো বন্যা হবে। তিনবার বন্যা হয়ে অনেক ক্ষতি হয়েছে। তিন চারদিন আগে পানি বেড়ে বন্যা দেখা দেয়। মনে করেছিলাম এটাই বুঝি শেষ বন্যা। বুধবার (২৩ সেপ্টেম্বর) দিন থেকে আাবারও ধরলার পানি অনেক বাড়তেছে। এবার বন্যা হলে আমাদের এতো ক্ষতি সামলাব কি করে।

এদিকে,পানি বেড়ে চর ও দ্বীপচরসহ নিম্নাঞ্চলসমূহ প্লাবিত হয়ে পড়েছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে বন্যায় জনজীবন আবারও মারাত্নক ক্ষতিতে পড়ার আশঙ্কা করা হচ্ছে।

অন্যদিকে, নদনদীর পানি কমা-বাড়ার মধ্যে জেলার কয়েকটি পয়েন্টে নদী ভাঙন চলছে। ঘরবাড়ি, ফসলি জমিসহ নানা স্থাপনা ইতোমধ্যেই নদীগর্ভে চলে গিয়ে শতশত মানুষ গৃহহীন হয়ে পড়েছে। এখন জেলার উলিপুর, রাজারহাট, ভুরুঙ্গামারী ও সদর উপজেলার বেশ কিছু পয়েন্টে নদী ভাঙন দেখা দেয়ায় সেখানকার মানুষজন কষ্টে দিনাতিপাত করছেন।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে ধরলা নদীর পানি বেড়ে বিপদসীমা অতিক্রম করছে। অন্যান্য নদ-নদীর পানিও বাড়ছে। তবে কয়েকদিন পানি আরও বাড়বে বলে তিনি জানান।

সান নিউজ/আরএইচ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধিপত্য বিস্তার নিয়ে নোয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক যুবককে পিটিয়ে ও ম...

নতুন লুকে ‘গোঁফ’ নিয়ে হাজির শাকিব খান

শাকিব খানের আসন্ন সিনেমা ‘সোলজার’-এর লুক প্রকাশ্যে আসে; আর এতে দর...

‘পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম, কেউ নিয়ে যাবেন’– হাসপাতালের শিশু

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে সম্প...

ঘরোয়া লিগ না হওয়ায় ক্ষুব্ধ নেপালি ফুটবলারদের বিক্ষোভ

গত দুই বছরেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে নেপাল ফুটবলের 'এ' ডিভিশন লিগ। এ...

উত্তেজনা চাই না, কিন্তু বাংলাদেশ প্রসঙ্গে স্পষ্ট বার্তা দিলেন রাজনাথ সিং

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, বাং...

রোববার থেকে সারাদেশে প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি

দশম গ্রেডে বেতনসহ তিন দফা দাবি আদায়ে রোববার (৯ নভেম্বর) থেকে সারাদেশে অনির্দি...

বিএনপির এক নেতা আরেক নেতাকে বললেন সন্ত্রাসের গডফাদার–চাঁদাবাজ 

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক বজলুল করিম চৌ...

দলীয় স্বার্থ বাস্তবায়ন করা অন্তর্বর্তী সরকারের কাজ নয়

কারও দলীয় স্বার্থ বাস্তবায়ন করা অন্তর্বর্তী সরকারের কাজ নয় বলে মন্তব্য করেছেন...

ভালুকায় মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করায় বিক্ষোভ

ময়মনসিংহের ভালুকায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিমকে প্রকাশ্যে লাঞ্ছিত করা, মুক্...

কালকিনি উপজেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

সন্ত্রাস বিরোধী আইনে মাদারীপুরের কালকিনি উপজেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক মো....

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা