জেলা প্রতিনিধি : টাঙ্গাইলের ধনবাড়ীতে ডাম্প ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় অটোরিকশায় থাকা আরও একজন আহত হয়েছেন।
আরও পড়ুন : বাম-ডান সরকার উৎখাতে কাজ করছে
মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকেলে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের পাথালিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার খিলপাড়া গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে ও অটোরিকশা চালক বাবুল হোসেন (৪৫) এবং অটোরিকশার যাত্রী বলিভদ্র গ্রামের আজিজুর রহমানের স্ত্রী স্বপ্না আক্তার (৩১)। এতে স্বপন মিয়া (২০) একজন আহত হয়েছে।
আরও পড়ুন : চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড
ধনবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) ইদ্রিস মিয়া বলেন, ডাম্প ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অটোরিকশাটি ছিটকে সড়ক থেকে খাদে পড়ে যায়। এতে অটোরিকশার চালক ও এক নারী যাত্রী নিহত হয়েছেন। পরে ঘাটক ট্রাকটি আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
সান নিউজ/এমআর