ছবি: সংগৃহিত
সারাদেশ

বগুড়ায় বসতবাড়িতে বিস্ফোরণ

জেলা প্রতিনিধি: বগুড়ার একটি বসতবাড়িতে রহস্যজনক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ ও দেয়াল চাপায় শিশুসহ ৪ জন আহত হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

আরও পড়ুন: ওষুধের মূল্যবৃদ্ধি রোধে ব্যবস্থার নির্দেশ

রোববার (২৮ এপ্রিল) রাত ৯টার দিকে পৌর শহরের মালতিনগর দক্ষিণপাড়া এলাকার রেজাউল ইসলামের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

এ ঘটনায় আহতরা হলেন- রেজাউল করিমের স্ত্রী রেবেকা সুলতানা (৪০), তার মেয়ে সুমাইয়া আক্তার (১৪), রেজাউলের ছোট ভাই মোহাম্মদ রাশেদুল ইসলামের মেয়ে জিম (১৬) ও প্রতিবেশী আলী হোসেন বাবুর মেয়ে তাসনিম বুশরা (১৪)।

স্থানীয়রা বলেন, হঠাৎ বিকট শব্দ শুনতে পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরণে বাড়ির দুটো ঘর, আসবাবপত্র, ভেঙে চুরমার দেখতে পান তারা। এ ঘটনায় ৩ শিশুসহ ৪ জন আহত হয়েছে। তাদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: রাজধানীতে ট্রেনে কাটা পড়ে নিহত ১

ওই বাড়ির মালিক রেজাউল করিম জানান, তিনি এশার নামাজে গিয়ে নামাজরত অবস্থায় বিকট শব্দ শুনতে পান। নামাজ শেষে জানতে পারেন, তার বাড়িতেই বিস্ফোরণ হয়েছে। গিয়ে দেখেন, তার বাড়ি বিধ্বস্ত হয়েছে।

তিনি জানান, আমার স্ত্রী, মেয়ে, ভাতিজী ও প্রতিবেশী আহত হয়েছে। কীভাবে বিস্ফোরণ হয়েছে বুঝতে পারছি না।

বগুড়ার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক খন্দকার আব্দুল জলিল জানান, ধারণা করেছিলাম, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটেছে। তবে ওই বাড়ি থেকে ৩টি গ্যাস সিলিন্ডার অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

তবে সিলিন্ডার লিকেজ থেকে এ বিস্ফোরণ হয়েছে কিনা, সেটিও তদন্ত করা হচ্ছে। বিস্ফোরণের উৎস সম্পর্কে এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।

বগুড়া সদরের বনানী ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) আলী আশরাফ জানান, ঢাকা থেকে বোম স্কোয়াড টিম আসবে। তারা পরিদর্শনের পর বিস্তারিত জানা যাবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নেপালের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কারকি অন্তর্বর্তী সরকারের প্রধান !

নেপালে তীব্র বিক্ষোভের পর প্রধানমন্ত্রী কে পি শর্মা পদত্যাগের পর দেশটিতে অন্ত...

জাকসু নির্বাচনে ভোট দিচ্ছেন শিক্ষার্থীরা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-জাকসু নির্বাচনে ভোট দিচ্ছেন শ...

নেপালে রক্তক্ষয়ী বিক্ষোভ, বাংলাদেশ দলের ফ্লাইট স্থগিত, হোটেলেই ফুটবলাররা

নেপালে ‎স্থানীয় সময় আজ দুপুর ৩টায় টিম হোটেল থেকে ত্রিভুবন আন্তর্জাতিক বিম...

এলইডি স্ক্রিন চালু, ভোট গণনা দেখছেন শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে...

আগে থেকেই সাদিক কায়েমের ব্যালটে ভোটের অভিযোগ রূপাইয়া’র

ডাকসু নির্বাচনে টিএসসির কেন্দ্রে পূর্বে ক্রস দেওয়া ব্যালট দেওয়ার অভিযোগ তুলেছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা