জেলা প্রতিনিধি: ফরিদপুরে গণপিটুনিতে আশরাফুল খান (১৭) ও আশাদুল খান (১৫) নামে দুই ভাই নিহত হয়েছেন। এরা দুজনই নির্মাণ শ্রমিক। এ ঘটনায় পুলিশসহ আহত হয়েছেন আরও অন্তত ৭ জন।
আরও পড়ুন: পুকুরে ভাসছিল শিশুর মরদেহ
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) রাতে ডুমাইন ইউনিয়নের পঞ্চপল্লীতে এ ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত নির্মাণ শ্রমিক আশরাফুল খান ও আশাদুল খান মধুখালী উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের ঘোপেরঘাট গ্রামের শাহজাহান খানের ছেলে।
আরও পড়ুন: কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনা, নিহত ২
জানা যায়, পঞ্চপল্লী গ্রামে একটি কালী মন্দিরে আগুন দেওয়ার খবরে ঘটনার সূত্রপাত হয়। গ্রামবাসীর সন্দেহ এখানে একটি নির্মাণাধীন স্কুলের নির্মাণ শ্রমিকরা আগুন দিয়েছেন। তারা এই শ্রমিকদের বেদম পিটিয়ে ও ইট দিয়ে থেতলিয়ে গুরুতর আহত করে। এদের মধ্যে দু'জন নিহত হয়েছেন। পঞ্চপল্লী এলাকাটি হিন্দু অধ্যুষিত। কে বা কারা আগুন দিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ইউনিয়নের চেয়ারম্যান মো. আসাদুজ্জামান তপন বলেন, পাঁচ গ্রাম নিয়ে সেখানে পঞ্চপল্লী অবস্থিত। এলাকাটি হিন্দু বসতি অধ্যুষিত। এর মাঝে কৃষ্ণনগর নামে এক গ্রামে একটি বিদ্যালয়ের নির্মাণকাজের জন্য সেখানে কয়েকজন নির্মাণ শ্রমিক কাজ করছিলেন। পঞ্চপল্লীর একদল মানুষ ওই নির্মাণ শ্রমিকদের পিটিয়ে আহত করে নির্মাণাধীন স্কুল ঘরে আটকে রাখে। এর মধ্যে নির্মাণ শ্রমিক আপন দুই ভাই গণপিটুনিতে নিহত হয়েছেন।
সান নিউজ/এএন
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            