জেলা প্রতিনিধি: ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক এলাকায় প্রায় ২ ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে যান চলাচল।
আরও পড়ুন : পুকুরে ভাসছিল শিশুর মরদেহ
শুক্রবার (১৯ এপ্রিল) সকাল ৯টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়েছে।
এদিন সকাল ৭টার দিকে মহাসড়কের টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কামাক্ষার মোড় এলাকায় ট্রাক-কাভার্ডভ্যানের সংঘর্ষে তীব্র যানজট সৃষ্টি হয়। এতে করে মহাসড়কের কালিহাতী উপজেলার এলেঙ্গা থেকে জোকারচর পর্যন্ত মোট ১০ কিলোমিটার এলাকা পর্যন্ত যানজটের সমস্যা দেখা যায়। এতে করে যাত্রী ও চালকদের চরম ভোগান্তি পোহাতে হয়েছে।
আরও পড়ুন : পালিয়ে এল আরও ১৩ বিজিপি সদস্য
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) মো. লিটন মিয়া বলেন, এই সংঘর্ষের পর ট্রাক ও কাভার্ডভ্যান সড়কের মাঝখানে চলে আসলে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় সড়ক থেকে গাড়ি দু’টি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হলে সকাল ৯টার পর থেকে যান চলাচল স্বাভাবিক হয়েছে।
সান নিউজ/এএ