জেলা প্রতিনিধি: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন এলাকায় পাহাড় কেটে সুইমিপুল তৈরি করায় মেঘপল্লী ইকো রিসোর্টকে ২ লাখ টাকা জরিমানা বাঘাইছড়ি উপজেলা প্রশাসন। সেই সঙ্গে অনির্দিষ্টকালের জন্য রিসোর্টটির নির্মাণ কাজ বন্ধ ঘোষণা করা হয়েছে।
আরও পড়ুন: দীঘিনালায় আগুনে পুড়ল ২৫ দোকান
বুধবার (৩ এপ্রিল) দুপুরে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরীন আক্তার মোবাইল কোর্টের মাধ্যমে রিসোর্ট মালিক শাহআলমকে এ জরিমানা করেন।
এছাড়া অনির্দিষ্টকালের জন্য সুইমিংপুলের কাজ বন্ধ ঘোষণা করে সেখানে লাল পতাকা টানিয়ে দেয়া হয়েছে।
আরও পড়ুন: ডুবে যাওয়া বাল্কহেডের চাল উত্তোলন শুরু
এ বিষয়ে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার বলেন, সুইমিংপুল নির্মাণ বন্ধে মহামান্য হাইকোর্টের নির্দেশনা পাওয়ার পর আজ সরেজমিনে এসে এটির নির্মাণ কাজ বন্ধ ঘোষণা ও জরিমানা করা হয়েছে। হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়ন করতেই আজকের অভিযান পরিচালিত হয়েছে।
উল্লেখ্য, মঙ্গলবার (২ এপ্রিল) সংবাদপত্রে প্রকাশিত একটি প্রতিবেদন যুক্ত করে হাইকোর্টে এ রিট আবেদন করে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিচ ফর বাংলাদেশ (এইচআরপিবি)।
আবেদনের পক্ষে শুনানি করেন সংগঠনটির চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মনজিল মোরসেদ।
সান নিউজ/এনজে