শিল্প ও সাহিত্য

শিল্পকলায় পালাকারের নাটক ‘উজানে মৃত্যু’

সাংস্কৃতিক প্রতিবেদক: করোনাকালে নিয়মিত নাটক মঞ্চায়নের অংশ হিসেবে শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে মঞ্চস্থ হলো নাটক ‘উজানে মৃত্যু’। পালাকার নাট্যদলের নিয়মিত প্রযোজনার এই নাটকটির এটি ৩৯তম মঞ্চায়ন।

বাংলাসাহিত্যের অন্যতম দিকপাল সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত এই নাটকটির নির্দেশনা দিয়েছেন শামীম সাগর।

তিনটি প্রতীকী চরিত্রের অস্তিত্বহীন অনিশ্চিত গন্তব্যের পরিক্রমায় মানবজীবনের প্রকৃত সত্যের সন্ধান নিয়েই বিন্যাস্ত হয়েছে নাটকটির কাহিনী। নাটকের চরিত্রগুলোর কোন নাম না থাকলেও নাট্যকার চিহ্নিত করেছেন- নৌকাবাহক, সাদা পোশাক পরিহিত ব্যক্তি, কালো পোশাক পরিহিত ব্যক্তি হিসেবে। এ তিন চরিত্রই শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষকে নির্দেশ করে। স্ত্রী, তিন ছেলে, বেঁচে থাকার জন্য উর্বর জমি; সবই ছিলো নৌকাবাহকের। কিন্তু কালে কালে সে হয়ে গেছে শূন্যহস্ত। তাই সে তার নৌকা বয়ে চলছে উজানের দিকে।

নাটকে দেখা যায়- সাদা পোশাক পরিহিত ব্যক্তি নৌকাবাহকের সহযাত্রী ও তার বাল্যবন্ধু। জীবন সম্পর্কে তার প্রতিক্রিয়া নৌকাবাহকের অনুরূপ। আর কালো পোশাক পরিহিত ব্যক্তি উজানে যাত্রায় ভীত। কেননা প্রথাবদ্ধ অস্তিত্বহীন জীবনে তার কোনো সংশয় নেই।

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন-আসাদুজ্জামান শুভ, চারু পিন্টু, শতাব্দী সানজানা, সোনিয়া আক্তার, সাজ্জাদ হোসেন, মুনিরা অবনী, ফাহমিদা মল্লিক, অধরা হাসান প্রমুখ।

নাটকের নেপথ্যে কবিতাংশ পাঠ করেছেন- শেখজাদা প্রিয়ঙ্কর শুদ্ধ, শিল্প নির্দেশনায়- আমিনুর রহমান মুকুল, কোরিওগ্রাফি- অনিকেত পাল বাবু, আলোক পরিকল্পনা- বাবর খাদেমী, আলোক সহকারী- আরমান আলী অপু, সংগীত পরিকল্পনায়- অজয় দাশ, সংগীত প্রক্ষেপণ- অধরা হাসান।

প্রসঙ্গত : ২০১৮ সালের ১৬ মার্চ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন অনুষ্ঠিত হয়।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফুটবল বিশ্বকাপের ড্রয়ের তারিখ ঘোষণা করলেন ট্রাম্প 

ছেলেদের ২০২৬ বিশ্বকাপ ফুটবলে গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠিত হবে আগামী ৫ ডিসেম্বর য...

ইউক্রেনে এক রাতে ৬০০’র বেশি ড্রোন-মিসাইল হামলা চালাল রাশিয়া

রাশিয়া এক রাতে ইউক্রেনের দিকে ৫৭৪টি ড্রোন ও ৪০টি মিসাইল ছুড়েছে—যা সাম্প...

‘১% মিডিলম্যান, ৫% মিনিস্ট্রির’

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার প্রেস সেক্রেটারির বিরুদ...

ভাত না জোটার দেশে হাঁসের মাংসবিলাস শোভনীয় নয়: আলাল

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এমপি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, দুই...

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার আপিলের রায় ৪ সেপ্টেম্বর

আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা মামলার সব আসামির খালাসের বিরুদ্ধে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা