সেনাবাহিনীর অভিযানে জুলাই গণঅভ্যুত্থানে মুন্সীগঞ্জ সদর থানা থেকে লুট হওয়া শর্টগান ও কার্তুজসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম এ এস এম সোহেল রানা খান (৪৬)। শনিবার দিনগত রাতে জেলা সদরের চরাঞ্চলের মোল্লাকান্দি ইউনিয়নের চরডুমুরিয়া আনন্দপুর এলাকা থেকে ওই যুবককে একটি শর্টগানসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সোহেল আমঘাটা ইউনিয়নের আমঘাটা গ্রামের দৌলত খান মাস্টারের ছেলে
পরে ওই রাতে একই ইউনিয়নের আশুরান গ্রামের একটি বাড়িতে তল্লাশি চালিয়ে এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।।
সদর থানা আর্মি ক্যাম্প জানায়, শনিবার রাত ৭টার দিকে মোল্লাকান্দি ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান শুরু করেন সেনা সদস্যরা। অভিযান চলাকালে চরডুমুরিয়া আনন্দপুর গ্রাম থেকে ওই শর্টগানসহ যুবক সোহেলকে গ্রেপ্তার করতে সক্ষম হন। পরে একই ইউনিয়নের আশুরান গ্রামের রতন দেওয়ানের বাড়িতে অভিযান চালিয়ে রতন দেওয়ানের বসতঘর তল্লাশি করে এক রাউন্ড কার্তুজ পাওয়া যায়। তবে এ সময় রতন দেওয়ানকে পাওয়া যায়নি।
মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাইফুল আলম জানান, শনিবার মধ্যরাত ১২টার দিকে উদ্ধার হওয়া শর্টগান ও কার্তুজসহ গ্রেপ্তারকৃতকে সদর থানায় হস্তান্তর করে সেনাবাহিনী। অস্ত্র উদ্ধারের ঘটনায় রবিবার দুপুরে গ্রেপ্তারকৃতসহ ৩ জনের নাম উল্লেখ করে সদর থানায় মামলা রুজু করা হয়েছে।
তিনি আরও জানান, উদ্ধার হওয়া শর্টগান গত বছরের ৫ আগস্ট মুন্সীগঞ্জ সদর থানা থেকে লুট করা বলে শনাক্ত করা হয়েছে।
সাননিউজ/আরপি