কুষ্টিয়ার মিরপুর বাজারের মধ্যে দিয়ে প্রবাহিত গঙ্গা–কপোতাক্ষ (জিকে) সেচ প্রকল্পের প্রধান খালের ওপর সেতু নির্মাণকাজ দ্রুত শেষ করার দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেল ৫টার দিকে কুষ্টিয়া–২ (মিরপুর–ভেড়ামারা) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্যপ্রার্থী ও জেলা জামায়াতের নায়েবে আমীর মো. আব্দুল গফুরের নেতৃত্বে মিরপুর বাজারের ঈগল চত্বরে এই মানববন্ধন করা হয়।
মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা জামায়াতের ইউনিট সদস্য অধ্যাপক জুমারত আলী, উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক শাহ আক্তার মামুন প্রমুখ।
এসময় বক্তারা বলেন, অবিলম্বে মিরপুর বাজারের মধ্যে সেতু নির্মাণকাজ দ্রুত শেষ করতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের মাধ্যমে সেতুর নির্মাণকাজ দ্রুত শেষ করতে বাধ্য করা হবে।
প্রসঙ্গত, প্রায় ১৮ কোটি টাকারও বেশি ব্যয়ে নির্মিত এই প্রকল্পের কাজ নির্ধারিত সময় পেরিয়ে গেলেও শেষ হয়নি। ফলে প্রায় দেড় বছর ধরে উপজেলা সদর ও আশপাশের এলাকাগুলোর মধ্যে যোগাযোগ ব্যাহত হচ্ছে।
জেলার মিরপুর পৌর পশুহাট, উপজেলা পরিষদ ও মিরপুর–দৌলতপুর সড়কের একমাত্র সংযোগস্থল জিকে খালের ওপর সেতুটি নির্মাণ করা হচ্ছে।
সওজের তথ্য অনুযায়ী, সাড়ে ১৮ কোটি টাকা ব্যয়ে ২০২৩ সালের নভেম্বরে যৌথভাবে কার্যাদেশপ্রাপ্ত হয়ে কাজ শুরু করে নির্মাণকারী প্রতিষ্ঠান ‘কংক্রিট অ্যান্ড স্টিল টেকনোলজিস’ ও ‘রানা বিল্ডার্স প্রাইভেট লিমিটেড’। নির্ধারিত সময়ে সেতুটির নির্মাণকাজ বাস্তবায়নের কথা ছিল চলতি বছরের মে মাস পর্যন্ত। তবে রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে নির্মাণকাজ ব্যাহত হওয়ায় দ্বিতীয়বারের মতো নির্মাণকাল ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত বর্ধিত করা হয়েছে।
সাননিউজ/আরপি