ছবি: সংগৃহীত
জাতীয়
রমজানে খাদ্যের বৈচিত্র্য নিশ্চিত করতে হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা

৬৫০ টাকায় গরুর মাংস, রাজধানীর ২৫ স্থানে সুলভ বিক্রয়

সান নিউজ অনলাইন 

রাজধানীর ২৫টি স্থানে রমজান মাসে সুলভ মূল্যে প্রাণিজাত পণ্য বিক্রয় করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। ১ রমজান থেকে ২৮ রমজান পর্যন্ত এই কার্যক্রম চলবে। তিনি জানান, পূর্ববর্তী জুলাই মাসের বিল্লব সময় যেখানে সাধারণ মানুষের অংশগ্রহণ বেশি ছিল, সেই স্থানগুলোকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। পাশাপাশি, বস্তি এলাকায়ও প্রাণিজাত পণ্য বিক্রির ব্যবস্থা করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে মেরুল বাড্ডার সিরাজ মিয়া মেমোরিয়াল মডেল স্কুল প্রাঙ্গণে প্রধান অতিথির বক্তব্যে ফরিদা আখতার বলেন, ড্রেসড ব্রয়লার মাংস প্রতি কেজি ২৫০ টাকা, দুধ পাস্তুরিত প্রতি লিটার ৮০ টাকা, ডিম প্রতি ডজন ১১৪ টাকা এবং গরুর মাংস প্রতি কেজি ৬৫০ টাকায় বিক্রি করা হবে। এ কার্যক্রমে প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি), বাংলাদেশ ডেইরি অ্যান্ড ফ্যাটেনিং ফারমার্স অ্যাসোসিয়েশন (বিডিএফএফএ) ও প্রান্তিক খামারিরা সহযোগিতা করবে।

উপদেষ্টা ফরিদা আখতার বলেন, বাজারে যারা অহেতুক দাম বাড়ায়, তাদের ছাড় দেওয়া যাবে না। তিনি শিক্ষার্থীদেরও আহ্বান জানান, এ ধরনের অন্যায়মূল্যবৃদ্ধির বিরুদ্ধে সোচ্চার হতে। তিনি বলেন, রমজান এবার ভিন্নরূপে উদযাপন করা হবে এবং সরকারের দায়িত্ব হলো সাধারণ মানুষকে খাদ্য এবং প্রয়োজনীয় দ্রব্য সাশ্রয়ী মূল্যে পৌঁছে দেওয়া।

ফরিদা আখতার আরও বলেন, শুধু গরুর মাংসের দিকে মনোযোগ না দিয়ে খাদ্যের বৈচিত্র্য নিশ্চিত করতে মহিষ, ভেড়া, হাঁস, মুরগি ও বয়লার মাংসকেও অন্তর্ভুক্ত করতে হবে। তিনি সতর্ক করেন, খাদ্য নিরাপত্তার সঙ্গে কীটনাশক ব্যবহারের ক্ষতিকর প্রভাব জড়িত, তাই ন্যাচারাল পদ্ধতিতেই পুষ্টিগুণ বজায় রাখা সম্ভব।

তিনি জোর দেন, দেশের সকল মানুষের কাছে খাদ্য পৌঁছানো গুরুত্বপূর্ণ, শুধুমাত্র শহরকেন্দ্রিক ভাবনা যথেষ্ট নয়। একোয়াকালচার প্রসঙ্গে তিনি বলেন, মাছ উৎপাদন বৃদ্ধি পেয়েছে, তবে নিয়ন্ত্রণ না থাকায় অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের ঝুঁকি রয়েছে, যা প্রশিক্ষণের মাধ্যমে মোকাবিলা করা সম্ভব।

সভায় তিনি সাংবাদিকদের ভূমিকাও তুলে ধরেন। ফরিদা আখতার বলেন, কৃষি সাংবাদিকরা গ্রামীণ পর্যায়ে তথ্য পৌঁছে দিয়ে খাদ্য ও পুষ্টি নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। আধুনিক প্রযুক্তি প্রচার জরুরি হলেও সাধারণ কৃষকদের কার্যক্রম প্রচার করা আরও গুরুত্বপূর্ণ। তিনি সাংবাদিকদের প্রশিক্ষণের প্রয়োজনীয়তার ওপর জোর দেন, কারণ এটি দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তার জন্য অপরিহার্য।

সভায় প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. আবু সুফিয়ান, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব তোফাজ্জেল হোসেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ, মিল্কভিটা চেয়ারম্যান কমান্ডার জাহিরুল আলিম, এলডিডিপির প্রকল্প পরিচালক জসিম উদ্দিন, বিডিএফএফএ সভাপতি মোহাম্মদ ইকবাল হোসাইন, বিপিআইসিসি সভাপতি শামসুল আরেফিন খালেদ ও বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি উপস্থিত ছিলেন।

ক্রমিক স্থান ঠিকানা/বিস্তারিত
সচিবালয়ের পাশে আবদুল গণি রোড
খামারবাড়ী ফার্মগেট
ষাটফুট রোড মিরপুর
আজিমপুর মাতৃসদন আজিমপুর
নয়াবাজার পুরান ঢাকা
বনশ্রী
হাজারীবাগ সেকশন
আরামবাগ মতিঝিল
মোহাম্মদপুর বাবর রোড
১০ কালশী মিরপুর
১১ যাত্রাবাড়ী মানিক নগর গলির মুখে
১২ শাহাজাদপুর বাড্ডা
১৩ কড়াইল বস্তি-বনানী
১৪ কামরাঙ্গীরচর
১৫ খিলগাঁও রেল ক্রসিং দক্ষিণে
১৬ নাখালপাড়া লুকাস মোড়
১৭ সেগুনবাগিচা কাঁচাবাজার
১৮ বসিলা মোহাম্মদপুর
১৯ উত্তরা হাউজ বিল্ডিং
২০ রামপুরা বাজার
২১ মিরপুর ১০
২২ কল্যাণপুর ঝিলপাড়
২৩ তেজগাঁও
২৪ পুরান ঢাকা বঙ্গবাজার
২৫ কাকরাইল

অনুষ্ঠানে জানানো হয়, সুলভমূল্যে বিক্রয় কার্যক্রমে ড্রেসড ব্রয়লার মাংস প্রতি কেজি ২৫০ টাকা, দুধ পাস্তুরিত প্রতি লিটার ৮০ টাকা, ডিম প্রতি ডজন ১১৪ টাকা এবং গরুর মাংস প্রতি কেজি ৬৫০ টাকায় বিক্রি করা হবে। এতে সহযোগিতা করছে প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি), বাংলাদেশ ডেইরি অ্যান্ড ফ্যাটেনিং ফারমার্স অ্যাসোসিয়েশন (বিডিএফএফএ) এবং দুগ্ধ প্রক্রিয়াজাত প্রতিষ্ঠানসহ অন্যান্য অংশীজন এবং প্রান্তিক খামারিরা।

সাননিউজ/এও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

মুন্সীগঞ্জ সদর উপজেলার হাসপাতাল রোড ও শহরের উপকণ্ঠ পঞ্চসার ইউনিয়নে জাতীয় ভোক্...

মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জুয়েলের মৃত্যুতে শোকসভা ও দোয়া অনুষ্ঠিত

মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ইওয়েফাক ও মাছরাঙা টেলিভিশনের মুন্সীগঞ্জ প্রতিন...

ক্রিকেটারদের আলটিমেটামের মুখে নাজমুলকে অব্যাহতি দিল বিসিবি

বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যানের পদ থেকে এম নাজমুল ইসলামকে সরিয়ে দিয়েছে বাংলা...

ফের সড়ক অবরোধ করেছে সাত কলেজের শিক্ষার্থীরা, ভোগান্তিতে নগরবাসী

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি (ডিসিইউ) গঠনের অধ্যাদেশ জারির দাবিতে সাত কলেজের শ...

নোয়াখালীতে ব্যবসায়ীর জায়গা দখল করে বিএনপির কার্যালয় নির্মাণের অভিযোগ

নোয়াখালীর সদর উপজেলায় এক ব্যবসায়ীর ওয়ারিশ সম্পত্তি দখল করে বিএনপির ওয়ার্ড কার...

চলতি বছরের এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ

২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে...

৩ দিন পর গণজমায়েত মঞ্চ তৈরির ঘোষণা দিয়ে সড়ক ছাড়লেন শিক্ষার্থীরা

অবরোধ কর্মসূচি পালনের প্রায় ৫ ঘণ্টা পর সাত কলেজের শিক্ষার্থীরা রাজধানীর গুরুত...

মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জুয়েলের মৃত্যুতে শোকসভা ও দোয়া অনুষ্ঠিত

মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ইওয়েফাক ও মাছরাঙা টেলিভিশনের মুন্সীগঞ্জ প্রতিন...

মাদারীপুর জেলায় শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় কাজী ওবায়দুর রহমানকে সংবর্ধনা

জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে মাদারীপুর জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ হিসেবে...

ডাসারে প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ কে সামনে রেখে মাদারীপুরের ডাসার উপজেলা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা