ফরিদপুরের বোয়ালমারীর চতুল ইউনিয়নের পোয়াইল গ্রামে ৪ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে প্রসেনজিত বিশ্বাস (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৯ নভেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।
ঘটনার পর শিশুটির বাবা রনি কুমার শীল রবিবার (৩০ নভেম্বর) রাতে বোয়ালমারী থানায় মামলা (নং–৩১) দায়ের করেন। বর্তমানে শিশুটি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি রয়েছে।
পুলিশ জানায়, প্রসেনজিত মোবাইলে কার্টুন দেখানোর লোভ দেখিয়ে শিশুটিকে প্রতিবেশী অলক দাসের পুরাতন ঘরে নিয়ে ধর্ষণ করে। পরে শিশুটি কান্না করতে করতে বাড়িতে গিয়ে ঘটনা জানায়। অসুস্থ অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বোয়ালমারী থানার ওসি মাহমুদুল হাসান বলেন, “মামলা রুজুর পর আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দুপুরে তাকে ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।”
সাননিউজ/আরপি