যশোর-০৬ (কেশবপুর) সংসদীয় আসনে নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহাইব হাসান আকন্দ।শুক্রবার( ২৩শে জানুয়ারি২০২৬ খ্রিঃ) বিকালে অভিযানকালে কেশবপুর উপজেলার পাবলিক মাঠে ব্যবহৃত গাছ এবং বৈদ্যুতিক ল্যাম্পপোস্টে ধানের শীষ প্রতীকের প্রার্থীর নির্বাচনী পোস্টার টাঙানো অবস্থায় পাওয়া যায়। জনস্বার্থ সংশ্লিষ্ট এসব স্থানে পোস্টার লাগানো নির্বাচন আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে বিবেচিত হয়।
এ ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী আবুল হোসেন আজাদকে ২৫,০০০ (পঁচিশ হাজার) টাকা জরিমানা করা হয়। এসময় ধানের শীষ প্রতীকের প্রার্থী আবুল হোসেন আজাদের প্রধান নির্বাচনী পরিচালনা এজেন্ট এবং কেশবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকের মাধ্যমে নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের অপরাধে জরিমানার ২৫,০০০ (পঁচিশ হাজার) টাকা
ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। এ সময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সকল প্রার্থী, নির্বাচনী এজেন্ট ও সমর্থকদের নির্বাচন কমিশনের নির্ধারিত আচরণবিধি কঠোরভাবে অনুসরণ করার নির্দেশনা দেন এবং ভবিষ্যতে এ ধরনের আইনবিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সতর্ক করেন।
নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সান নিউজ/আরএ