কুষ্টিয়ার কুমারখালিতে আলুবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের এক নেতা নিহত হয়েছেন। এছাড়াও এ ঘটনায় আহত হয়েছেন তাঁর এক কর্মী। শুক্রবার (২৩ জানুয়ারি) রাত ১০টার দিকে কুষ্টিয়া - রাজাবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালীর সদকী ইউনিয়নের ফুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আব্দুর রাজ্জাক বাদশা ( ৪৮)। তিনি উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বেতবাড়িয়া গ্রামের হাচেন আলীর ছেলে। এছাড়াও তিনি কুমারখালী বাসস্টান্ড সংলগ্ন গোলচত্বর এলাকার আল-মদিনা মিষ্টান্ন ভাণ্ডারের স্বত্বাধিকারী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের জগন্নাথপুর ইউনিয়নের সভাপতি ছিলেন। আর আহত কর্মীর নাম মুফতি খাইরুল বাশার।

পুলিশ, প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে মোটরসাইকেল চালিয়ে একজন আরোহীসহ বাদশা কুষ্টিয়া-৪ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনিত প্রার্থী আনোয়ার খাঁনের বাড়ি খোকসাতে যাচ্ছিলেন। পথিমধ্যে কুমারখালীর সদকী ইউনিয়নের ফুলতলা এলাকায় বাদশা ট্রাকটিকে ওভার টেক করতে গিয়ে সড়কে ছিটকে পড়েন। এসময় ট্রাকটি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। একে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ ঘটনায় আহত হয়েছেন তাঁর সহযোগী মুফতি খাইরুল বাশার।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা কাজী সাইফুল বলেন, নিজ দলের প্রার্থীর সঙ্গে খোকসায় দেখা করতে যাচ্ছিলেন বাদশা ও তার এক কর্মী। পথিমধ্যে আলো বোঝায় ট্রাকটিকে ওভারটেক করার সময় সড়কের ওপর ছিটকে পড়ে যায়। তখন ট্রাকটি চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।
কুষ্টিয়া-৪ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আনোয়ার খাঁন বলেন, দুর্ঘটনা কিছুক্ষণ আগে বাদশার সঙ্গে কথা হয়েছিল। তিনি দেখা করে কিছু বলতে চেয়েছিলেন। পরে শুনতে পাই বাদশা সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।
কুমারখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, ট্রাকের টাকায় পিষ্ট হয়ে একজন নিহত হয়েছেন। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। হাইওয়ে পুলিশ আইনী পদক্ষেপ গ্রহণ করবেন।
সান নিউজ/আরএ