বাণিজ্য

বার্জার ফসরকের আধুনিক কনস্ট্রাকশন কেমিক্যাল প্ল্যান্ট উদ্বোধন

সান নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জে আধুনিক কনস্ট্রাকশন কেমিক্যাল প্ল্যান্ট উদ্বোধন করেছে বার্জার ফসরক লিমিটেড। বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড ও ফসরক ইন্টারন্যাশনাল লিমিটেডের যৌথ উদ্যোগ বার্জার ফসরক লিমিটেড। ফসরক ইন্টারন্যাশনাল জেএমএইচ গ্রæপের একটি ফ্ল্যাগশিপ প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির ৮০ বছর ধরে ৭০টিরও বেশি দেশে কাজ করার অভিজ্ঞতা রয়েছে।

আরও পড়ুন: গাজীপুরে বাসে আগুন, সড়ক অবরোধ

অন্যদিকে, ২৫০ বছরের বেশি সময় ধরে বিশ্বজুড়ে নিজেদের সুনাম অটুট রেখেছে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড। এ নির্মাণ খাতের চাহিদা পূরণে এই দুই প্রতিষ্ঠান যৌথ উদ্যোগ হিসেবে দেশে সর্বাধুনিক প্রযুক্তির কারখানা চালু করেছে। আধুনিক সিমেন্ট গ্রাইন্ডিং এইডস, অ্যাডমিক্সচার প্রোডাক্ট ও জয়েন্ট সিল্যান্টসহ বিভিন্ন নতুন পণ্য ও প্রযুক্তির সাথে বার্জার ফসরক লিমিটেড বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়ন এবং অগ্রগতি অর্জনে দৃঢ়প্রতিজ্ঞ।

অবকাঠামো, বিল্ডিং সেগমেন্ট, পাওয়ার প্ল্যান্ট ও পরিবহনসহ নির্মাণ শিল্পখাতের সকল ক্ষেত্রে প্রতিষ্ঠানটি নির্মাণ সংক্রান্ত সম্পূর্ণ সমাধান এবং প্রযুক্তিগত সেবা প্রদান করে। আন্তর্জাতিক মানের মেশিনারিজ দ্বারা সজ্জিত কারখানা স্থাপনের এমন উদ্ভাবনী উদ্যোগ বার্জার-ফসরককে ভৌগলিক কাভারেজ বাড়াতে, সেবার মান বৃদ্ধিতে এবং বিশ্বমানের কনস্ট্রাকশন কেমিক্যাল ব্যবহারে সহায়তা করবে। নারায়ণগঞ্জে এই আধুনিক স্থাপনার মাধ্যমে সারা দেশে অধিক সংখ্যক গ্রাহক এসব সুবিধা উপভোগ করতে পারবেন।

প্ল্যান্টটি উদ্বোধন করেন মাননীয় পরিকল্পনা মন্ত্রী এম. এ. মান্নান এমপি, বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার এইচ. ই. রবার্ট চ্যাটারটন ডিকসন, সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু, বার্জার পেইন্টস গ্রুপের চেয়ারম্যান কুলদীপ সিং ধিংরা, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী, জেএমএইচ গ্রুপের চেয়ারম্যান ড. জেমস এম হে ও ফিতরিয়ানি হে এবং জেএমএইচ গ্রুপের প্রধান নির্বাহী ইয়ান ওয়াট।

আরও পড়ুন: নতুন ৩ রুটে নামছে নগর পরিবহন

অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রী এম. এ. মান্নান, এমপি বলেন, “দেশে ক্রমবর্ধমান অবকাঠামোর চাহিদা বৃদ্ধির সাথে নির্মাণ এবং এ সংশ্লিষ্ট অন্যান্য শিল্পে আগামী কয়েক বছরে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি ঘটবে বলে আশা করা যায়। বার্জার ফসরক লিমিটেডের আধুনিক কনস্ট্রাকশন কেমিক্যাল প্ল্যান্ট সর্বোচ্চ মানের অবকাঠামো পণ্যের জন্য সবচেয়ে ভালো সমাধান প্রদান করবে।”

বার্জার পেইন্টস গ্রুপের চেয়ারম্যান কুলদীপ সিং ধিংরা বলেন, “ক্রেতাদের সুবিধার কথা বিবেচনা করে সবসময় নির্মাণ শিল্পে অবদান রাখার প্রচেষ্টা চালিয়ে আসছে বার্জার। নারায়ণগঞ্জে বার্জার ফসরক লিমিটেড কনস্ট্রাকশন কেমিক্যাল প্ল্যান্টের উদ্বোধন এ লক্ষ্যে একটি অসাধারণ উদ্যোগ। নিঃসন্দেহে, এটি নির্মাণ শিল্পের সকল ক্ষেত্রে ইতিবাচক ফল বয়ে আনবে।”

আরও পড়ুন: রাঙ্গামাটিতে গোলাগুলিতে নিহত ৪

বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী বলেন, “নতুন এ প্ল্যান্ট বহুমুখী সম্ভাবনা উন্মোচন করবে। পাশাপাশি, আন্তর্জাতিক মানসম্পন্ন পণ্যের মাধ্যমে আমাদের দেশীয় কনস্ট্রাকশন কেমিক্যাল খাতে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে। আধুনিক এ প্ল্যান্ট উদ্বোধন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এ উদ্যোগে জেএমএইচ গ্রুপকে আমাদের পাশে পেয়ে আমরা গর্বিত।”

জেএমএইচ গ্রুপের চেয়ারম্যান ড. জেমস এম হে বলেন, “আমরা নারায়ণগঞ্জে এই কনস্ট্রাকশন কেমিক্যাল প্ল্যান্ট উদ্বোধন করতে পেরে অত্যন্ত আনন্দিত। নতুন এ কারখানাটি অবকাঠামো সংক্রান্ত প্রকল্পে টেকসই মান নিশ্চিতে ‘গঠনমূলক সমাধান’ প্রদানের লক্ষ্য নিয়ে কাজ করবে, যা দেশে কনস্ট্রাকশন কেমিক্যালের চাহিদা পূরণে ইতিবাচক ভ‚মিকা রাখবে।”

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে নারী অপহরণের চেষ্টার অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার পূর্ব দেওভোগ এলাকায় এক নারীকে অপহরণের চেষ্টার অভিযোগ উঠেছে...

মায়ানমারে পাচারকালে সিমেন্টসহ ২ পাচারকারী আটক

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া থেকে মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ...

খেলা শুরুর আগে মারা গেলেন ঢাকা ক্যাপিটালসের কোচ

হার্ট অ্যাটাক করে মারা গেছেন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি।

মুন্সীগঞ্জ-৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন সিপিবি প্রার্থী শ. ম. কামাল হোসেন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনে মনোনয়নপ...

মুন্সীগঞ্জে ভোটের গাড়ি ‘সুপার ক্যারাভান’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং ‘জুলাই জাতীয় সনদ’ বিষয়ে জনসচেতনতা...

দিবাকরকাঠী মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ে পুনর্মিলনী অনুষ্ঠিত

ঝালকাঠি সদর উপজেলার নথুল্লাবাদ ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দিবাকরকা...

ঝালকাঠি প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

উৎসবমুখর পরিবেশে ঝালকাঠি প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন (২০২৬–২০২৭...

আমজনতার দলে যোগ দিলেন হিরো আলম

সামাজিক মাধ্যমে আলোচিত ব্যক্তি আশরাফুল আলম ওরফে হিরো আলম এবার আনুষ্ঠানিকভাবে...

মেঘালয় বিএসএফ ও পুলিশের দাবি হাদির হত্যাকারীরা ভারতে প্রবেশ করেনি

শরিফ ওসমান হাদি হত্যার ঘটনায় জড়িত দুই প্রধান সন্দেহভাজন বাংলাদেশ থেকে ভারতে...

জামায়াতের নেতৃত্বাধীন জোটে যোগ দিলো এনসিপি ও এলডিপি

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন আট রাজনৈতিক দলের জোটে আরও দুটি রাজনৈতিক দল যুক্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা