বাণিজ্য

জানুয়ারিতে সৌদি বিনিয়োগ আসার সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের অর্থনৈতিক ইমেজ বিশ্বের বড় বড় দেশের আকর্ষণ কেড়েছে। এতে করে বাংলাদেশে বিনিয়োগ করতেও আগ্রহ দেখাচ্ছে অনেক দেশ। আগামী বছর সৌদি আরবের বিনিয়োগ আসতে পারে। ইতিমধ্যে দেশটির ২১টি কোম্পানি বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) কর্তৃক আয়োজিত দুই দিনব্যাপী “INTERNATIONAL INVESTMENT SUMMIT 2021” উপলক্ষ্যে শনিবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় প্রি-সামিট সাংবাদ সম্মেলনে একথা জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। এতে সভাপতিত্ব করেন বিডার নির্বাহী চেয়ারম্যান সিরাজুল ইসলাম।

সালমান এফ রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌদি বাদশার পরিবারের সম্পর্ক এখন খুবই ঘনিষ্ট পর্যায়ের। সৌদিতে যেখানে অন্যান্য দেশ থেকে লেবার ভিশায় লোক নেয়া বন্ধ রয়েছে সেখানে বাংলাদেশ থেকে ইতিমধ্যে ৩ লাখ লোক নেয়া হয়েছে। বাংলাদেশ সরকারের সঙ্গে সম্পর্ক আরো ভালো করতে সৌদি সরকারও আগ্রহী।

তিনি বলেন, আগামী বছরের জানুয়ারিতে সৌদি সরকারের উচ্চ পর্যায় থেকে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে। সেই সফরে দেশটির বেশ কিছু কোম্পানির বাংলাদেশে বিনিয়োগের চুক্তি স্বাক্ষর হতে পারে। ২৮-২৯ নভেম্বরের দুই দিনব্যাপী সামিটে সৌদির ভার্চুয়াল অংশগ্রহণ সেই লক্ষ্য ফলপ্রসূ করার ক্ষেত্রে আরো একধাপ এগিয়ে নিয়ে যাবে দু' দেশকে।

উল্লেখ্য, আগামীকাল রোববার (২৮ নভেম্বর) এবং সোমবার (২৯ নভেম্বর) দুই দিনব্যাপী ১৪ সেশনের এ সামিট হোটেল রেডিসন ব্লু'র ওয়াটার গার্ডেনে অনুষ্ঠিত হবে।

সাড়ে পাঁচ বছর পর আগামীকাল রোববার (২৮ নভেম্বর) থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপানসহ ১৫টি দেশের কাছ থেকে শতকোটি ডলারের বিনিয়োগ প্রত্যাশা করছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন। এক হাজার বিনিয়োগকারী এতে অংশ নিবেন। এটি হবে হাইব্রিড সম্মেল। এতে ভার্চুয়াল ও সরাসরি বিনিয়োগকারীরা অংশ নিবেন।

এর আগে ২০১৬ সালে সর্বশেষ বিনিয়োগ সম্মেলন (ইনভেস্টমেন্ট সামিট) হয়েছিল।

এবারের সামিটে বিডা ছাড়াও বাংলাদেশ ইকোনমিক জোনস অথরিটি (বেজা), বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোনস অথরিটি (বেপজা), বাংলাদেশ হাই-টেক পার্ক অথরিটি (বিএইচটিপিএ), পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষ (পিপিপিএ), ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এবং ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই) এই সম্মেলনে সহযোগিতা করছে।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন ও মামলা বাতিলের আবেদনের শুনানি পেছাল

জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর যাত্রাবাড়ীতে যুবদলকর্মী আবদুল কাইয়ুম হত্য...

জুলাই সনদে ‘ধর্মনিরপেক্ষতার’ অবস্থান অস্পষ্ট: ডেভিড বার্গম্যান

জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই জাতীয় সনদের সমন্বিত খসড়া পাঠিয়...

খাতিরের ঠিকাদারকে কাজ দিতে ডিএনসিসির দরপত্রে ‘কারসাজি’

ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) বাতি স্থাপনের কাজ ‘খাতিরের’...

মেসি ফিরলেন, গোল করলেন, দলকেও জেতালেন

পুরো ম্যাচ খেলেননি, বদলি নেমে মাঠে ছিলেন ৪৫ মিনিট। ম্যাচের এই অর্ধেক সময়েই ব্...

ক্রীড়া উপদেষ্টা আসিফই বলেছিলেন নির্বাচন করতে, দাবি ফারুকের

সরকারের ‘পছন্দে’র মানুষ হিসেবে ফারুক আহমেদ বাংলাদেশ ক্রিকেট বোর্ড...

শেবাচিমে চিকিৎসা সেবা বন্ধ রেখে মানববন্ধন

স্বাস্থ্য খাত সংস্কার নিয়ে বরিশালে পক্ষে-বিপক্ষে কর্মসূচি পালিত হচ্ছে। সংস্কা...

শাকিবের নায়িকা হচ্ছেন তানজিন তিশা

বাংলাদেশের গল্পে নির্মিত হতে যাচ্ছে সিনেমা, যেটিতে অভিনয় করবেন ঢালিউডের শীর্ষ...

 এশিয়া কাপ হকিতে আমন্ত্রণ পেল বাংলাদেশ

ভারতে অনুষ্ঠিতব্য হকি এশিয়া কাপে সুযোগ পেল বাংলাদেশ। পাকিস্তান আসর থেকে নাম প...

তরতর করে নামছে এনসিপির ইমেজ

ফ্যাসিবাদী শাসনব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের এক দফা দাবিতে ২০...

মাই টিভির চেয়ারম্যান নাসির ৫ দিনের রিমান্ডে

রাজধানীর যাত্রাবাড়ীতে আসাদুল হক বাবু হত্যা মামলায় বেসরকারি টিভি চ্যানেল মাই ট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা