বাণিজ্য

চালের বাজার অস্থির, লাগামহীন ভোজ্যতেল

নিজস্ব প্রতিবেদক : দেশে বাজারের লাগাম টেনে ধরতে সরকারি পর্যায়ে সাড়ে ৪ লাখ টন এবং বেসরকারি পর্যায়ে ১০ লাখ ১৮ হাজার টন চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছিল সরকার। এ লক্ষ্যে সরকারি পর্যায়ে ফেব্রুয়ারির মধ্যেই এসব চাল দেশে প্রবেশ করার কথা ছিল। কিন্তু নানা সমস্যার কারণে দুই মাসে মাত্র ৬ ভাগের একভাগ চাল আমদানি হয়েছে।

শুক্রবার ( ২৬ ফেব্রুয়ারি) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, চিকন চালের দাম কেজিতে ১-২ টাকা কমেছে। এতদিন মিনিকেট চাল কেজিপ্রতি ৬৩-৬৫ টাকা দামেবিক্রি হলেও এখন তা বাজার ও মানভেদে ৬২-৬৩ টাকায় মিলছে। ব্যবসায়ীরা বলেছেন, দুই মাস পরে বাজারে বোরো চাল আসবে। তাই চালকল মালিকরা দ্রুত পুরনো চাল ছেড়ে দিতে চাইছেন। এছাড়া আগের মতোই কেজিপ্রতি ৫০-৫৪ টাকা দামে ভালো মানের মোটা চাল বিক্রি হচ্ছে।

আমদানির ঋণপত্র (এলসি) খুলতে ব্যর্থ হওয়ায় ইতিমধ্যে আড়াই লাখ টন আমদানির অনুমোদন বাতিল করেছে খাদ্য মন্ত্রণালয়। আশানুরূপ আমদানি না হওয়ায় বাজারে চালের দামে তেমন কোনও প্রভাব পড়েনি। আমদানি প্রক্রিয়া ব্যর্থ হওয়া ও চালকল মালিকরা সরকারকে চাল না দেওয়ায় সরকারের গুদামেও মজুদ পরিস্থিতির উন্নতি হয়নি।

এদিকে আগের মতোই উচ্চমূল্যে বিক্রি হচ্ছে ভোজ্য তেল। তবে সবজি ও মাছের বাজারে কিছুটা স্বস্তি রয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে খাদ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ‘সমুদ্রপথে জাহাজ সংকট এবং সড়কপথে তীব্র যানজট থাকায় ভারত থেকে চাল আমদানি আশানুরুপ হচ্ছে না। এছাড়া ভারতের বাজারে চালের দাম বেশি থাকায় আমদানিকারকরাও সময়ক্ষেপণ করছেন। তারা হয়তো চাইছেন আরেকটু শুল্ক কমিয়ে নিতে।’

কিন্তু শুল্ক কমিয়ে দিলে ভারতের রফতানিকারকরা চালের দাম আরও বাড়িয়ে দিতে পারে এমন আশঙ্কাও রয়েছে। বিষয়টি আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি। তাছাড়া আগেই তো সাড়ে ৬২ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ শুল্ক করা হয়েছে।

খাদ্য মন্ত্রণালয়ের গত ২২ ফেব্রুয়ারির তথ্য অনুযায়ী ২ লাখ ৪৮ হাজার টন চাল আমদানি হয়েছে। এরমধ্যে সরকারি পর্যায়ে আমদানি হয়েছে ৮৩ হাজার টন এবং বেসরকরি পর্যায়ে আমদানি হয়েছে ১ লাখ ৬৬ হাজার টন।

অধিদফতরের কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার পর্যন্ত প্রায় ৩ লাখ টন চাল আমদানি হতে পারে। পুরো তথ্য পেলে সঠিক হিসাব জানা যাবে। ছাড়া মন্ত্রণালয়ের একই দিনের তথ্য অনুযায়ী সরকারি গুদামে ৬ লাখ ৫৬ লাখ টন খাদ্যশস্য মজুদ রয়েছে। এরমধ্যে ৫ লাখ ৪৩ হাজার টন চাল এবং ১ লাখ ১৩ হাজার টন গম রয়েছে।

সবজির বাজারে এখনও স্বস্তি রয়েছে। ২০ টাকা কেজি দামেই মিলছে টমেটো, শিম, শালগম, মুলার মতো শীতকালীন সবজি। তবে যেগুলোর মান একটু ভালো সেগুলো সর্বোচ্চ ৩০ টাকা দাম নিচ্ছেন বিক্রেতারা। এছাড়া মান ও আকারভেদে প্রতিটি ফুলকপি ও বাধাকপিও পাওয়া যাচ্ছে ২০-৩০ টাকা দামে।

প্রতিকেজি কাঁচামরিচের জন্য ক্রেতাকে গুনতে হচ্ছে ৬০ টাকা। তবে খুচরায় কিনতে গেলে দাম একটু বেশি পড়ছে। কেজিপ্রতি ভালো মানের বেগুন মিলছে ৩০-৩৫ টাকা দামে। করলার কেজিও ৩৫-৪০ টাকা। সব ধরনের শীতকালীন শাকের আঁটি মিলছে ১০-১৫ টাকা দামে।

বাজারে কেজিপ্রতি ২০ টাকা দামে আলু, ৩৫ টাকা দামে পেঁয়াজ বিক্রি হচ্ছে। সরকারের বিপণন সংস্থা টিসিবির ট্রাকে ১৫ টাকা কেজি দামেই মিলছে পেঁয়াজ। ওইসব ট্রাকে ৯০ টাকা লিটার দামে সয়াবিন তেল, ৫৫ টাকা কেজি দামে মসুর ডাল এবং ৫০ টাকা কেজি দামে চিনি পাওয়া যাচ্ছে। খুচরা বাজারে ১৩০ টাকা কেজিতে চায়না রসুন বিক্রি হচ্ছে।

বাজারে মাছের দামও কিছুটা কম। বাজারভেদে প্রতিকেজি ছোট আকারের রুই-কাতলা ১৮০-২২০ টাকা দামে বিক্রি হচ্ছে। বড় আকারের রুই-কাতলার কেজি বিক্রি হচ্ছে ৩০০-৪০০ টাকা। হাইব্রিড কইয়ের কেজি বিক্রি হচ্ছে ১৮০-২০০ টাকা দামে। এছাড়া কেজিপ্রতি হাইব্রিড পাবদা ৩৫০-৪০০, দেশি পাবদা ৬০০-৮০০, ট্যাংরা ৪০০-৫০০, তেলাপিয়া ১৪০-১৬০, পাঙাশ ১৪০ ও শিং ৫০০-৬০০ টাকা দামে বিক্রি হচ্ছে।

বাজারে কিছুটা বেশি দামে বিক্রি হচ্ছে ব্রয়লারসহ সব ধরনের মুরগি। বাজারভেদে কেজিপ্রতি ব্রয়লার মুরগি ১৩৫-১৪০ টাকা, লাল মুরগি (লেয়ার) ২২০-২৩০ টাকা, সোনালি মুরগি (পাকিস্তানি) ৩০০ টাকা দামে বিক্রি হচ্ছে। তবে এখনও স্বস্তায় মিলছে ডিম। ডজনপ্রতি দাম পড়ছে ৯০ টাকা। গরুর মাংসের কেজি ৫৫০-৬০০ টাকা এবং খাসির মাংস ৭৫০-৮০০ টাকা দামে বিক্রি হচ্ছে।

সান নিউজ/এসএ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কোচিং সেন্টারে মিলল বিপুল অস্ত্র-বিস্ফোরক

রাজশাহী নগরীর কাদিরগঞ্জ এলাকায় একটি বাড়ি থেকে অস্ত্র ও বিস্ফোরক তৈরি সরঞ্জাম...

আলাস্কায় ট্রাম্প-পুতিন বৈঠক শেষ, যুদ্ধ স্থগিতের ঘোষণা নেই

যুক্তরাষ্ট্রের আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট...

কোনো চাঁদাবাজকে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

কোনো চাঁদাবাজকে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র...

রোহিঙ্গা সংকট সমাধানে মালয়েশিয়ার প্রভাব কাজে লাগাতে চায় বাংলাদেশ

দীর্ঘদিনের রোহিঙ্গা শরণার্থী সংকট মোকাবিলায় আন্তর্জাতিক প্রচেষ্টা জোরদার করা...

‘গোপন রাজনীতি’, ছাত্রশিবির ও ডাকসু নির্বাচন নিয়ে উত্তপ্ত ঢাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেস্টরুম সংস্কৃতি এবং এই কেন্দ্রিক নির্যাতন গত ১৫ বছরে ছি...

ফের ৯৮ বাংলাদেশিকে বিমানবন্দর থেকে ফেরত পাঠাল মালয়েশিয়া

ফের কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে ৯৮ বাংলাদেশিকে। বিম...

‘গোপন রাজনীতি’, ছাত্রশিবির ও ডাকসু নির্বাচন নিয়ে উত্তপ্ত ঢাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেস্টরুম সংস্কৃতি এবং এই কেন্দ্রিক নির্যাতন গত ১৫ বছরে ছি...

রোহিঙ্গা সংকট সমাধানে মালয়েশিয়ার প্রভাব কাজে লাগাতে চায় বাংলাদেশ

দীর্ঘদিনের রোহিঙ্গা শরণার্থী সংকট মোকাবিলায় আন্তর্জাতিক প্রচেষ্টা জোরদার করা...

কোনো চাঁদাবাজকে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

কোনো চাঁদাবাজকে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র...

আলাস্কায় ট্রাম্প-পুতিন বৈঠক শেষ, যুদ্ধ স্থগিতের ঘোষণা নেই

যুক্তরাষ্ট্রের আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা