বাণিজ্য

করোনাকালে ব্যাংকে মুনাফার উত্থান শেয়ারবাজারের জন্য সুসংবাদ

নিজস্ব প্রতিবেদক : করোনাকালিন প্রাকৃতিক দুর্যোগের মধ্যেই দেশের ব্যাংকগুলোয় আগের তুলনায় মুনাফায় বড় উত্থান ঘটেছে। সরকারি-বেসরকারি সকল ব্যাংকই মুনাফায় এগিয়ে রয়েছে আগের বছরের একই সময়ের তুলনায়। মহামারির সময় বিগত ৯ মাসে তিন প্রান্তিকে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৬২ শতাংশ ব্যাংকের আয় বেড়েছে।

এই দুর্যোগের মধ্যেও কোন কোন ব্যাংকের শেয়ারপ্রতি আয় বেড়েছে ৪শ শতাংশের বেশি। মূলত করোনার প্রাথমিক ধাক্কা সামলাতে প্রদেয় ঋণের বিপরীতে নিরাপত্তা সঞ্চিতি (প্রভিশন) ছাড় এবং ব্যাংকগুলোর উর্ধতন কর্মকর্তাদের বেতন ভাতাসহ অতিরিক্ত খরচ দেওয়া হয়। পাশাপাশি বেশিরভাগ ব্যাংকের পরিচালকদের পেছনে খরচ কমানোর কারণেই মুনাফায় বড় উত্থান ঘটেছে। শেয়ারবাজারে এই মুনাফার ইতিবাচক প্রভাব পড়বে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

জানা যায়, বাণিজ্যিক ব্যাংকগুলোর চলতি বছরের ৯ মাসে (জানুয়ারি- সেপ্টেম্বর) বিতরণ করা ঋণ থেকে সুদ আয় কমেছে। অন্যান্য সেবা ও বিনিয়োগ থেকে আয় কমেছে। মূলত করোনা দুর্যোগের প্রাথমিক ধাক্কা সামলাতে বাংলাদেশ ব্যাংক প্রভিশন বা নিরাপত্তা সঞ্চিতি ছাড়ের সুযোগ দেয়ার ফলেই ব্যাংকগুলোর মুনাফা গত বছরের তুলনায় বেড়েছে।

ব্যাংক কর্তৃপক্ষ তা স্বীকার করে বলেন, প্রভিশনিং সুবিধা দীর্ঘকাল বহাল থাকবে না। যখন ছাড় প্রত্যাহার হবে, তখন মুনাফার ধারা বজায় রাখা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।

অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান ড. জায়েদ বখ্ত জানান, অগ্রণী ব্যাংক বর্তমানে সরকারি অন্য ব্যাংকের তুলনায় অধিকাংশ সূচকে শীর্ষ অবস্থানে রয়েছে। এই সাফল্যর জন্য আমাদের দুটি কৌশলই কাজে লেগেছে। তিনি বলেন, আমরা খুব বেশি গুরুত্ব দিয়েছি কম খরচে আমানত সংগ্রহ, রেমিটেন্স এবং আমদানি-রপ্তানির উপর। এর সুফলও পেয়েছি আমরা। এই সূচকগুলোতে অন্য সরকারি ব্যাংকের চেয়ে আমরা ভাল অবস্থানে। রেমিটেন্সে আমরা সরকারি ব্যাংকগুলোর মধ্যে প্রথম অবস্থানে।

অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান জানান, করোনা সঙ্কটে দেশের আর্থিক খাত সচল করতে সরকারের ঘোষিত প্রণোদনা প্যাকেজ শতভাগ বাস্তবায়নে চেষ্টা অব্যাহত আছে। রপ্তানিমুখী প্রতিষ্ঠানের শ্রমিকদের বেতন প্রদানের নিমিত্তে প্রণোদোনা শতভাগ বিতরণ হয়েছে।

আমাদের বরাদ্দ ছিল ১৩৫ কোটি ৫ লাখ টাকা। কৃষি খাতে বিশেষ প্রণোদনা ৩ হাজার ৬৭৩ জনকে দেয়া হয়েছে। এটি ডিসেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এমডি মাহবুবুর রহমান বলেন, এখন প্রভিশন সংরক্ষণে ছাড়ই মুনাফা বৃদ্ধির বড় কারণ। এর বাইরে কোন কোন ব্যাংক সরকারকে দেয়া ঋণের বিপরীতে আয় বেড়েছে। তবে এখন প্রভিশনিং ছাড় পেলেও তা অনাদিকাল থাকবে না।

ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক পরিচালক মিনহাজ মান্নান ইমন বলেন, করোনার মধ্যেও ব্যাংক খাতের মুনাফায় উত্থান শেয়ারবাজারের জন্য সুসংবাদ। এতে হয়ত বিনিয়োগকারীদের মনে কিছুটা হলেও স্বস্তি ফিরিয়ে আনবে। আর এই খাতের মূলধন যেহেতু বেশি, তাই খাতটির ইতিবাচক প্রভাব শেয়ারবাজারে পড়বে।

বিগত ৯ মাসের আর্থিক প্রতিবেদন বিশ্লেষণ করলে দেখা যায়, শেয়ারবাজারে তালিকাভুক্ত ২৯ ব্যাংক আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ইস্টার্ন ব্যাংকের ইপিএস এখনও প্রকাশ করা হয়নি। আর্থিক প্রতিবেদন প্রকাশ করা ২৯ ব্যাংকের মধ্যে ১৮টি বা ৬২.০৭ শতাংশের ইপিএস বেড়েছে। আর ৯টি বা ৩১ দশমিক ০৩ শতাংশ ব্যাংকের ইপিএস কমেছে। আর একটি ব্যাংকের আগের বছরের তুলনায় লোকসান কম হয়েছে।

আলোচিত সময়ে সবচেয়ে ইপিএস বেড়েছে আল আরাফাহ ইসলামী ব্যাংকের। ব্যাংকটির ৪৬৩ শতাংশ ইপিএস বেড়েছে। এরপরে দ্বিতীয় সর্বোচ্চ বেড়েছে এক্সিম ব্যাংকের। ব্যাংকটির ইপিএস ২২৫ শতাংশ বেড়েছে। আর ৮৬ শতাংশ বেড়ে তৃতীয় অবস্থানে রয়েছে ওয়ান ব্যাংক। আলোচিত সময়ে সবচেয়ে বেশি ইপিএস হয়েছে ডাচ বাংলা ব্যাংকের। আগের বছরের চেয়ে ব্যাংকটির ইপিএস বেড়েছে ৩ শতাংশ। আলোচিত সময়ে ব্যাংকটির ইপিএস হয়েছে ৬.২৯ টাকা।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রাকৃতিক উদ্ভিদে নিরাপদ খাদ্যের উৎস !

পার্বত্য চট্টগ্রামের উঁচু–নিচু পাহাড়ে বা সাধারণত জমির আশেপাশে সবজি ক্ষে...

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কানকাটা কাদিরা খুন, প্রবাসীসহ গ্রেপ্তার ৩

নোয়াখালীর বেগমগঞ্জে আব্দুল কাদের জিলানী ওরফে কানকাটা কাদিরা (৩৫)কে পিটিয়ে ও ক...

হাতের অপারেশন করাতে গিয়ে প্রাণ গেল নারীর

নোয়াখালীর জেলা শহর মাইজদীর প্রাইম হসপিটালে ভুল চিকিৎসায় রাবেয়া বেগম (৪৮) নামে...

মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনাসহ ৩ জন দোষী সাব্যস্ত

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবতাবিরোধী কর্মকাণ্ডের সত্যতা ম...

লিবিয়া উপকূলে নৌকাডুবি: ২৬ বাংলাদেশির দলে চারজনের মৃত্যু

লিবিয়ার উপকূলে দুটি নৌকা ডুবে অন্তত চা...

ইসলামী বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানের জাতীয় কবির তত্ত্ব নিয়ে সেমিনার

ইসলামী বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানের জাতীয় কবি ও চিন্তাবিদ আল্লামা ইকবালের &lsqu...

বিদ্যালয়ে কর্মচারী নিয়োগে অনিয়ম ও দুর্নীতি, দুদকের অভিযান

মাদারীপুর দুর্নীতি দমন কমিশন (দুদক) উত্তর রমজানপুর মাধ্যমিক বিদ্যালয়ে চতুর্থ...

কুষ্টিয়া-২ আসনে মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে নারীদের বিক্ষোভ

কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসন পুনর্বিবেচনা করে সাবেক সংসদ সদস্য অধ্যাপক শহ...

পাওনা টাকা আদায়ে উকিল নোটিশ জারী

সাতক্ষীরার তালা থানার পাঁচরোর্থী গ্রামের আফজাল হোসেন একই গ্রামের জান্নাত এন্ট...

আমানত ও রেমিট্যান্স সংগ্রহে শীর্ষে ইসলামী ব্যাংক 

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি চলতি বছরে প্রায় ১৮ হাজার কোটি টাকা নতুন আমানত স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা