সংগৃহীত ছবি
বাণিজ্য

ভারত থেকে দেশে এলো চাল

জেলা প্রতিনিধি: বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি ক্রমশ বাড়ছে। এদিকে, বন্দর দিয়ে আরও ১২৫ টন আতপ চাল দেশে প্রবেশ করেছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে চাল আমদানির তথ্যটি নিশ্চিত করেছেন বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ।

আরও পড়ুন: অনলাইনে মামলা চালুতে পুলিশকে নির্দেশনা

তিনি বলেন, ভারত থেকে পুনঃরায় ১২৫ টন আতপ চাল আমদানি হয়েছে। এই চালগুলো আমদানি করেছে আল আমিন স্ট্যাবিলিসড নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান। সোমবার বিকেল-সন্ধ্যা পর্যন্ত বাংলাবান্ধা স্থলবন্দরে ২৫ টন করে ৫ টি ট্রাক ইয়ার্ডে প্রবেশ করে।

বর্তমানে এই বন্দরটিতে ৯৫ শতাংশ পাথর নির্ভর হলেও বর্তমানে চালসহ বিভিন্ন পণ্য আমদানি হচ্ছে। এছাড়াও মসুর ডাল, গম, ভুট্টা, চিরতা, হাজমলা, যন্ত্রপাতি, প্লাস্টিকদানা, খইল, আদা ও চিটাগুড় আমদানি করা হয়। গত কয়েক দিনে ২ দফায় ২০০ টন চাল আমদানি হয়েছে। বাংলাদেশ-ভারত ও নেপালে পাট, ওষুধ, প্রাণ ও ওয়ালটনের পণ্য, জুস, মোটরসাইকেল, ব্যাটারিসহ নানা ধরনের পণ্য রপ্তানি হচ্ছে।

বাংলাবান্ধা স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের কোয়ারিনটিন ইন্সপেক্টর উজ্জল হোসেন জানান, সোমবার আবারও বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ৫ টি পণ্যবাহী ট্রাকে ভারত থেকে ১২৫ টন চাল এসেছে। অপরদিকে, বন্দরে আসার পর এগুলো পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। এই ভাবে নিয়মিত চালসহ অন্যান্য খাদ্য সামগ্রী পণ্য আমদানি করা হলে আমাদের দেশে ভোগ্যপণ্য জিনিসপত্রের দাম কমবে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: আলজেরিয়া-বাংলাদেশের পররাষ্ট্র পর্যায়ে বৈঠক

এর আগে, চলতি সালের গত (১ ফেব্রুয়ারি), (১২ জানুয়ারি), ২০২৪ সালের (২৬ নভেম্বর) ও (৮ ডিসেম্বর) ২ দফায় স্থলবন্দরটি দিয়ে ভারত থেকে পৃথকভাবে আতপ চাল আমদানি হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নেপালের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কারকি অন্তর্বর্তী সরকারের প্রধান !

নেপালে তীব্র বিক্ষোভের পর প্রধানমন্ত্রী কে পি শর্মা পদত্যাগের পর দেশটিতে অন্ত...

জাকসু নির্বাচনে ভোট দিচ্ছেন শিক্ষার্থীরা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-জাকসু নির্বাচনে ভোট দিচ্ছেন শ...

নেপালে রক্তক্ষয়ী বিক্ষোভ, বাংলাদেশ দলের ফ্লাইট স্থগিত, হোটেলেই ফুটবলাররা

নেপালে ‎স্থানীয় সময় আজ দুপুর ৩টায় টিম হোটেল থেকে ত্রিভুবন আন্তর্জাতিক বিম...

এলইডি স্ক্রিন চালু, ভোট গণনা দেখছেন শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে...

আগে থেকেই সাদিক কায়েমের ব্যালটে ভোটের অভিযোগ রূপাইয়া’র

ডাকসু নির্বাচনে টিএসসির কেন্দ্রে পূর্বে ক্রস দেওয়া ব্যালট দেওয়ার অভিযোগ তুলেছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা