শ্রমিকদের প্রধানমন্ত্রী কার্যালয়মুখী পদযাত্রা আশ্বাসে স্থগিত
বাণিজ্য

শ্রমিকদের প্রধানমন্ত্রী কার্যালয়মুখী পদযাত্রা আশ্বাসে স্থগিত

নিজস্ব প্রতিবেদক:

খূলনা: চূড়ান্ত পাওনা পরিশোধের দাবিতে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রা শুরু করেও খুলনা বিভাগীয় শ্রম পরিচালকের আশ্বাসে ফিরে এসেছেন শিরোমণি শিল্পাঞ্চলের ব্যক্তিমালিকানাধীন মহসেন জুটমিলের শ্রমিক-কর্মচারীরা।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় মহসেন জুট মিলের প্রধান ফটকের সামনে থেকে পদযাত্রা কর্মসূচি শুরু করেন তারা। এরপর সোনালি জুটমিলের সামনে পথসভা করে খুলনা-যশোর মহাসড়কের ফুলবাড়িগেটের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জনতা মার্কেটের সামনে পথসভা করেন।

পথসভা চলাকালে খুলনা বিভাগীয় শ্রম পরিচালক মিজানুর রহমান শ্রমিকনেতাদের মোবাইল ফোনে আন্দোলনরত বয়োবৃদ্ধ বীর মুক্তিযোদ্ধাসহ সাধারণ শ্রমিক-কর্মচারীদের কর্মসূচি সংক্ষিপ্ত করে বাড়ি ফিরে যাওয়ার অনুরোধ জানান।

তিনি শ্রমিকদের বলেন, ‘পাওনা পরিশোধের বিষয়ে ইতোমধ্যে মহসেন জুটমিলের মালিকের বিরুদ্ধে আমি বাদী হয়ে শ্রম আদালতে মামলা করেছি। মিলের শ্রমিক কলোনির তিন একর জমি মিলমালিক বিক্রি করে শ্রমিকের পাওনা পরিশোধের যে প্রতিশ্রুতি দিয়েছেন, সে বিষয়ে শ্রম প্রতিমন্ত্রীর নির্দেশে জেলা প্রশাসক বিভিন্ন কার্যক্রম শুরু করেছেন। সে সকল প্রক্রিয়া সম্পন্ন হলে অতিদ্রুত শ্রমিকেরা তাদের নায্য পাওনা বুঝে পাবেন।’

শ্রম পরিচালকের এ আশ্বাসে শ্রমিকরা সংক্ষিপ্ত করে বেলা একটার দিকে তাদের কর্মসূচি শেষ করেন।

ব্যক্তিমালিকানাধীন পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক-কর্মচারী ফেডারেশনের সভাপতি ও সোনালি জুটমিল সিবিএ’র সাবেক সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেনের সভাপতিত্বে ও ক্ষতিগ্রস্ত শ্রমিক পরিবারের সন্তান সাইফুল্লাহ তারেকের পরিচালনায় পথসভায় বক্তব্য দেন ফেডারেশনের সাধারণ সম্পাদক ও মহসেন জুটমিল সিবিএ’র র সাবেক সাধারণ সম্পাদক খান গোলাম রসুল, ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক ও অ্যাজাক্স জুটমিল সিবিএ’র সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, শ্রমিকলীগ নেতা ও ফেডারেশনের সহ সাধারণ সম্পাদক লিয়াকত মুন্সি, ওয়াহিদ মুরাদ, আ. সালাম গাজী, মো. কাবিল হোসেন, বীর মুক্তিযোদ্ধা ইন্জিল কাজী, আশহাফ উদ্দিন, মো. বক্তিয়ার, শেখ এমরান, তোফাজ্জেল হোসেন, আ. ওয়াদুদ, ওবায়দুর রহমান, আ. ওহাব, আমির মুন্সি, এরশাদ আলী, সাংবাদিক মিহির রঞ্জন বিশ্বাস প্রমুখ ।

শ্রমিক নেতা গোলাম রসুল খান বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে মহসেন জুটমিলের শ্রমিকদের চূড়ান্ত পাওনা পরিশোধের বিষয়ে বিভাগীয় শ্রম পরিচালকের দপ্তর থেকে সুস্পষ্ট ঘোষণা আসতে হবে। তা না হলে লাগাতার রাজপথ-রেলপথ অবরোধসহ কঠিন কর্মসূচি ঘোষনা করা হবে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকালে মহসেন জুটমিল শ্রমিক কলোনিতে শ্রমিক জনসভায় পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলেও তিনি জানান।

২০১৪ সালে মিলটি স্থায়ীভাবে বন্ধ হয়। এর আগে, ২০১৩ সালের ১৯ জুলাই দাপ্তরিক আদেশে মিলটি লে-অফ ঘোষণা করে কর্তৃপক্ষ। মহসেন জুটমিলের ৩৪৭ জন শ্রমিক ও ৫০ জন কর্মচারীর মোট পাওনা ১০ কোটি ৬০ লাখ টাকা। শ্রম আইন অনুসারে ৩০ কার্যদিবসের মধ্যে শ্রমিক-কর্মচারীকে ক্ষতিপূরণ, লে-অফ বেনিফিট, গ্র্যাচুইটির পাওনাদি পরিশোধের কথা থাকলেও সাত বছরেও তা করা হয়নি।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

স্বপ্নে নবাব সিরাজউদ্দৌলার নির্দেশ, ৯ বছরের সাধনায় তৈরি মুকুট

৫১ বছর আগে এক অদ্ভুত স্বপ্নে দেখা পেয়েছিলেন বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দ...

মেহেদী উৎসবের মধ্য দিয়ে ইবিতে ছাত্রী সংস্থার আত্মপ্রকাশ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের অংশগ্রহণে দুই দিনব্যাপী মেহেদী উৎসব...

নির্বাচনে এআই’র অপব্যবহার ঠেকাতে প্রস্তুত ইসি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির অপব্যবহার রোধ...

প্রথম ম্যাচে জয়ের পরও সাড়া নেই দর্শকদের

ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় দিয়ে শুর করে বাংলাদেশ। আজ সিরিজ নিশ্...

ঢাকা বিভাগে থাকতে চায় মাদারীপুর, মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ

মাদারীপুরবাসী ঢাকা বিভাগ ছেড়ে প্রস্তাবিত ফরিদপুর বিভাগে না যাওয়ার দাবিতে ঢাকা...

কম খরচে ঢাকা-জেদ্দা সরাসরি ফ্লাইট চালু

সৌদি আরবের স্বল্পমূল্যের বিমান সংস্থা ফ্লাইএডিল ঢাকা-জেদ্দা রুটে সরাসরি ফ্লাই...

প্রজন্মের পর প্রজন্ম গা’জায় স্বাস্থ্য সংকট থাকতে পারে

ভয়াবহ স্বাস্থ্য সংকট চলছে ফিলিস্তিনের গাজা অঞ্চলে, যার প্রভাব পড়তে পারে আগাম...

নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে সরকার সবকিছু করছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর করার জন্য সরকার সম্ভাব্য স...

ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনায় চট্টগ্রামে বর্ণাঢ্য র‌্যালি, সেমিনার ও স্টল প্রদর্শনী

দেশে ক্যাশলেস লেনদেনের সম্প্রসারণ ও গ্রাহক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইসলামী ব্য...

মাদক ব্যবসায়ীর ছেলে-স্ত্রীর বিরুদ্ধে মাকে হত্যাচেষ্টার অভিযোগ

বাগেরহাটের মোল্লাহাট উপজেলার আস্থাইল গ্রামে মাকে হত্যার চেষ্টা, বসতঘর ভাঙচুর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা