ছবি-সংগৃহীত
খেলা

বাফুফের তদন্ত কমিটি এখন ভারমুক্ত

ক্রীড়া প্রতিবেদক : দুর্নীতির দায়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগকে দুই বছরের জন্য নিষিদ্ধ করে ফিফা। নিষিদ্ধের পাশাপাশি মোট ৫১ পাতার রিপোর্টও দিয়েছিল আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। সেই রিপোর্টের ভিত্তিতে বাফুফে অধিকতর তদন্তের জন্য একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্ত শেষে তার প্রতিবেদন আজ জমা দিয়েছে ওই কমিটি।

আরও পড়ুন : কানাডার লিগে আফিফও খেলবেন

রোববার (৩০ জুলাই) বিকেলে তদন্ত কমিটির সভা শেষে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের কাছে জমা দেয় হয় এই তদন্ত প্রতিবেদন। এতে সাক্ষর করেছেন তদন্ত কমিটির সাত সদস্য।

বাফুফে কতৃক গঠিত তদন্ত কমিটি ছিল ১০ জনের। দুই সহ-সভাপতি আতাউর রহমান ভুইয়া মানিক ও মহিউদ্দিন আহমেদ মহী পদত্যাগ করেন। আট সদস্য নিয়ে কমিটি কার্যক্রম হয়েছে। আজ শেষ সভাতেও অনুপস্থিত ছিলেন বাফুফের অন্যতম সহ-সভাপতি ও কমিটির সদস্য ইমরুল হাসান।

তার অনুপস্থিতিতে সাত জনের স্বাক্ষরে প্রতিবেদন জমার কথা বলেন কমিটির আহ্বায়ক কাজী নাবিল আহমেদ, 'আমরা আজ যারা উপস্থিত ছিলাম তারাই স্বাক্ষর করে সভাপতি মহোদয়কে দিয়েছি।'

আরও পড়ুন : ঘুরে দাঁড়িয়ে ড্র আর্জেন্টিনার

তদন্ত প্রতিবেদন নিয়ে অনেক প্রশ্ন করা হলেও কিছুই বলেননি কাজী নাবিল। তিনি ফেডারেশনের দিকেই বল ঠেলেছেন, 'বল এখন ফেডারেশনের কোর্টে। ফেডারেশন এই বিষয়ে সিদ্ধান্ত নেবে।'

এক প্রশ্নের জবাবে নাবিল বলেন, 'যে কোনো কাজ বা দায়িত্ব চ্যালেঞ্জের। আমরা আমাদের কাজ শেষ করে এখন অনেকটাই ভারমুক্ত।'

তদন্ত প্রতিবেদন পাওয়ার পর বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বলেন, 'মাত্র মিনিট পাঁচেক আগে কমিটি আমাকে প্রতিবেদন দিয়েছে। আমি বাফুফের নির্বাহী সভা ডাকব। সেখানে সবাইকে রিপোর্টটি দেব। সবার মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত হবে।'

আরও পড়ুন : ছেলেরা জাপান, মেয়েরা চীনের গ্রুপে

রিপোর্টটি বোর্ড সভায় উথাপনের আগে নিজে পড়বেন বলে জানান বাফুফে সভাপতি। এই বিষয়ে তিনি বলেন, 'অবশ্যই রিপোর্টটি আমি পড়ব। শুধুই পড়ব সেখানে কিছুই করব না।'

বাফুফের তদন্ত প্রতিবেদন প্রকাশ সম্পর্কে সালাউদ্দিন বলেন, 'ব্যক্তিগতভাবে আমি এটি প্রকাশ হলে কোনো সমস্যা দেখি না। তারপরও এটি বোর্ডের সিদ্ধান্ত। কারণ বিষয়টি নির্দিষ্ট কোনো কমিটির নয়।'

আরও পড়ুন : বাংলাদেশের প্রতিপক্ষ মালদ্বীপ

সাবেক সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগের কর্মকাণ্ডের জন্য বাফুফে বিব্রত। তদন্ত প্রতিবেদন এবং ফেডারেশনের ভবিষ্যত কর্মকাণ্ডে এর পুনরাবৃত্তি না হওয়ার ব্যাপারে প্রশ্নের উত্তরে সালাউদ্দিন বলেন, 'চেষ্টা করব যেন ভবিষ্যতে এ রকম না হয়। ঝড় আসবে না এ রকম ওয়াদা কেউ করতে পারে না।'

প্রায় তিন মাসব্যাপী চলা তদন্ত কমিটির কার্যক্রমকে প্রশংসা করে বাফুফে সভাপতি বলেন, 'নাবিলসহ তার কমিটিকে ধন্যবাদ। তারা অনেক আন্তরিকতার সঙ্গে কাজ করেছে।'

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

লক্ষ্মীপুর নির্বাচন অফিসে আগুন দেওয়া যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিসে পেট্রোল ঢেলে আগুন লাগানোর ঘটনায় মো. রুবেল নামে...

ভোটার হওয়ার নিবন্ধন প্রক্রিয়া শেষ করলেন তারেক রহমান

১৭ বছর পর দেশে ফিরে ভোটার তালিকায় নিজের নাম এবং জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের প্র...

হাদির আত্মার মাগফিরাত কামনায় ইবিতে দোয়া

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসে জুলাই বিপ্লবী শহিদ ও ইনকিলাব মঞ্চের মুখ...

আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিলেন গণঅধিকারের রাশেদ খাঁন

বিএনপিতে যোগ দিয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। তিনি ত্রয়োদশ...

মায়ানমারে পাচারকালে সিমেন্টসহ ২ পাচারকারী আটক

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া থেকে মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ...

কুষ্টিয়ায় মোটরসাইকেল–ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই কিশোর নিহত

কুষ্টিয়ার ভেড়ামারায় মোটরসাইকেলের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই কিশোর নিহ...

মায়ানমারে পাচারকালে সিমেন্টসহ ২ পাচারকারী আটক

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া থেকে মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ...

কনকনে শীত ও শৈত্যপ্রবাহে বিপর্যস্ত সুন্দরবন উপকূলের মানুষ

সুন্দরবনের উপকূলে তীব্র ঠান্ডা ও গত তিন দিনের হিমশীতল শৈত্যপ্রবাহে বাগেরহাটের...

খেলা শুরুর আগে মারা গেলেন ঢাকা ক্যাপিটালসের কোচ

হার্ট অ্যাটাক করে মারা গেছেন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি।

আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিলেন গণঅধিকারের রাশেদ খাঁন

বিএনপিতে যোগ দিয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। তিনি ত্রয়োদশ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা