ক্রীড়া প্রতিবেদক : আগামী বিশ্বকাপ ও এশিয়ান কাপ ফুটবল বাছাইয়ের ড্রয়ের পর আজ (বৃহস্পতিবার) একই দিন অনুষ্ঠিত হয়েছে এশিয়ান গেমসের ফুটবলের ড্র। এই ড্রয়ে বাংলাদেশের ছেলেরা জাপানের গ্রুপে আর মেয়েরা স্বাগতিক চীনের গ্রুপে পড়েছে।
আরও পড়ুন : বাংলাদেশের প্রতিপক্ষ মালদ্বীপ
এশিয়ান গেমসের পুরুষ ফুটবলে বাংলাদেশ পড়েছে এ গ্রুপে। স্বাগতিক চীনের সঙ্গে অন্য প্রতিপক্ষ মায়ানমার ও ভারত। ছেলেদের ফুটবলে অংশ নেবে ২৩ দেশ। ৬ গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো। গত আসরে বাংলাদেশ গ্রুপ পর্ব টপকিয়ে নকআউট পর্বে উঠেছিল। জামাল ভূঁইয়ারা ইতিহাস গড়েছিলেন কাতারকে হারিয়ে।

এবার এশিয়ান গেমসের ফুটবলে জামালরা পূর্ণ শক্তি দল নিয়ে যেতে পারছে না। এশিয়ান গেমসের সময় এএফসি কাপ/চ্যাম্পিয়ন্স লিগের জন্য বসুন্ধরা কিংস খেলোয়াড় ছাড়ছে না। বাংলাদেশের মতো একই সমস্যায় পড়ছে অন্য দেশগুলোও।
আরও পড়ুন : ইতিহাস গড়লেন নাহিদা-ফারজানা
অন্যদিকে এশিয়ান গেমসের ফুটবলে বাংলাদেশ নারী দল এবারই প্রথম অংশগ্রহণ করছে। ডি গ্রুপে সাবিনাদের প্রতিপক্ষ জাপান, ভিয়েতনাম ও নেপাল। এই তিন প্রতিপক্ষের মধ্যে নেপালের বিপক্ষে দুই সপ্তাহ আগেই খেলেছেন সাবিনারা।

এশিয়ান গেমসের ফুটবলে পুরুষ ইভেন্টে অ-২৩ মূলত। ২৩ বছর বয়সী ফুটবলারদের সঙ্গে তিন জন সিনিয়র ফুটবলাররা অংশগ্রহণ করেন। মহিলা ফুটবল দলে অবশ্য পূর্ণাঙ্গ সিনিয়র দলই অংশগ্রহণ করে।
সান নিউজ/জেএইচ
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            