ছবি-সংগৃহীত
খেলা

দুই ম্যাচ দেখে দলকে মাপা উচিত না

ক্রীড়া প্রতিবেদক : ঘরের মাটিতে সবশেষ ৮ বছরে এক ইংল্যান্ড ছাড়া কোনো দলের কাছেই ওয়ানডে সিরিজ হারেনি বাংলাদেশ। এই সময়ে টাইগাররা হারিয়েছে ভারত, ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার মত দলকে। তাইতো বর্তমানের এই দলকে নিয়ে দেশের ক্রিকেট প্রেমিদের উচ্চাকাঙ্ক্ষা। অথচ সেই দলটাই কিনা এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে সিরিজ খোয়ালো আফগানিস্তানের কাছে! চলমান এই সিরিজে এমন পারফরম্যান্সের পর তাই সমালোচনার মুখে টাইগাররা।

তবে এই সিরিজ দিয়ে বাংলাদেশকে মাপতে চান না বাংলাদেশ দলের সহকারী কোচ নিক পোথাস। তিনি মনে করেন, লম্বা সময়ের পারফরম্যান্স হিসেব করেই বাংলাদেশ দলকে মাপা উচিত। এক-দুই ম্যাচ দেখে কোনো মন্তব্য করা উচিত না।

আরও পড়ুন : ভারতে দল পাঠাতে নারাজ পাক ক্রীড়ামন্ত্রী

পোথাস বলেন, 'শেষ দুই ম্যাচে তাদের (বাংলাদেশ দলের) পারফরম্যান্সের কথা বলা হচ্ছে। এটাই আসলে মূল ব্যাপার। সবাইকে এটা ভুললে হবে না, আমরা বিশ্বমানের ক্রিকেটারদের দুই ম্যাচের পারফরম্যান্স দিয়ে পরিমাপ করছি। আমরা ভুলে যাচ্ছি, আগে ভারত, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের বিপক্ষে ওরা কি করেছে।’

তিনি আরো বলেন, 'আমাদের উচিত ওদেরকে লম্বা সময়ের জন্য মাপা। এখানে সবাই দ্রুত ফল চায় কিন্তু ক্রিকেটে ফলটা লম্বা সময়ে আসে। তাই ক্রিকেটারদের লম্বা সময়ের ফলে মাপা উচিত।'

আরও পড়ুন : ইউএস টি-১০ লিগে ৫ বাংলাদেশি

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ দলে কয়েকজন তরুণ খেলোয়াড় রয়েছেন। সাম্প্রতিক অতীতে তারা ভালো পারফর্ম করেই দলে আসলেও আফগান স্পিনারদের বুঝতে কিছুটা হলেও বেগ পেতে হচ্ছে তাদের। অবশ্য পোথাস এসব নিয়ে খুব একটা ভাবতে নারাজ।

তার ভাষ্য, 'উন্নতি এত দ্রুত হয় না। সময় লাগবে। আমাদের দলে অনেক তরুণ ব্যাটার আছে যারা আরও ১০-১৫ বছর খেলবে। ব্যাপারটা রোমাঞ্চকর। পুরো বিশ্বই ওদের বিপক্ষে খেলতে সংগ্রাম করে। মিডলসেক্সে আমি মুজিবের সাথে কাজ করেছি। উইকেটরক্ষক হিসেবে পেছনে দাঁড়িয়েছিলাম। আমিও উইকেটের পেছন থেকে তার বল বুঝতে ঝামেলায় পড়েছি। ওয়ার্ন বা মুরালির সেরা সময়ও নয়। তারা অন্য মাত্রায় আছে। এ কারণে লিগগুলোতে রহস্যময় স্পিনারদের এত দাম ওঠে।'

আরও পড়ুন : আফগানিস্তানের সিরিজ জয়

এদিকে সমালোচনার জন্ম দিয়েছে সাত নম্বর পজিশনও। কেননা এই পজিশনে খেলার জন্য যোগ্য দাবিদার হিসেবে বেশ কয়েকজনের নাম ওঠে এসেছিল। তবে তাদের মধ্যে থেকে আফিফ হোসেনের ওপরই আস্থা রেখেছিল টিম ম্যানেজমেন্ট। কিন্তু হতাশ করলেন এই ব্যাটার।

প্রথম ওয়ানডেতে ৪ রানের পর দ্বিতীয় ওয়ানডেতে গোল্ডেন ডাক খেয়েছেন তিনি। তারপরও আফিফের কাঁধে ভরসার হাত রাখলেন পোথাস। তিনি বলেন, 'এই প্রশ্ন নির্বাচকদের জন্য, আমার জন্য না। আফিফ দুইটা ম্যাচ খেলেছে। আমরা যদি শুধু পরিবর্তনের চিন্তা করি তাহলে এটা খেলোয়াড়দের উপর চাপ তৈরি করবে। ৭ নম্বর পজিশন দলের ভারসাম্যের জন্য অনেক গুরুত্বপূর্ণ। নির্বাচকরা কি ভাবছে এই প্রশ্ন তাদের করা উচিৎ। রান না করে আউট হলে বিশ্বের কোনো ব্যাটারই বলবে না সে খুশি। আমি ব্যাটার আফিফকে নিয়ে শতভাগ খুশি।'

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ডিভোর্সটাই চূড়ান্ত সিদ্ধান্ত ছিলো

বিনোদন ডেস্ক: বলিউড চলচিত্রের গ্র...

সম্পূর্ণ পুড়ে গেছে রাইসির হেলিকপ্টার

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বর্তমান...

রক্তে ভেজা ‘মুল্লুক চলো’ দিবস আজ

নিজস্ব প্রতিবেদক: আজ রক্তে ভেজা ঐ...

গজারিয়ার চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদের নির্দেশ

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: প্রথ...

ইপিএল চ্যাম্পিয়ন ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক: ১ দিন আগেই ম্যানস...

৩০ শতাংশের বেশি ভোট পড়েছে

নিজস্ব প্রতিবেদক : দ্বিতীয় ধাপের নির্বাচনে ৩০ শতাংশের বেশি ভ...

এলপিএলে দল পাননি তামিম

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টিতে দুর্দান্ত ছন্দে রয়েছেন তামিম...

সোনাইমুড়ীতে ৬ নির্বাচন কর্মকর্তা আটক

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা পরিষদ নির্ব...

দ্বিতীয় ধাপের ভোট শেষ, চলছে গণনা

নিজস্ব প্রতিবেদক : ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে...

পানিতে ডুবে ২ সন্তানের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরে পুকুরের পানিতে ডুবে নাফিজা মো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা