ছবি-সংগৃহীত
খেলা

শ্রীলঙ্কার বিপক্ষে রোমাঞ্চকর জয়

ক্রীড়া প্রতিবেদক : তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে রোমাঞ্চকর জয় পেয়েছে বাংলাদেশ নারী দল। এর মাধ্যমে দীর্ঘ ৯ বছর পর জয় লঙ্কানদের বিপক্ষে জয় পেল বাঘিনীরা। এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে সফরকারীরা।

আরও পড়ুন : প্রথম ম্যাচে বৃষ্টির হুমকি

মঙ্গলবার (৯ মে) দিনের শুরুতে প্রথমে ব্যাট করে ১৪৫ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। জবাবে ব্যাট করতে নেমে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ক্যারিয়ার সেরা ৭৫ রানে ভর করে ১ বল বাকি থাকতেই ৬ উইকেটের জয় তুলে নেয় বাংলাদেশ।

কলম্বোয় আজ দিনের শুরুতে চামারি আতাপাত্তুর ৩৮ এবং মাধাবীর ৪৫ রানে বড় সংগ্রহের পথে এগোচ্ছিল লঙ্কান মেয়েরা। এরপর নিলাক্ষী ডি সিলভা করেন ২৯ রান। তবে এরপর আর দলের হয়ে কেউ তেমন রান করতে না পারায় লঙ্কান নারীদের ইনিংস থামে ৬ উইকেট হারিয়ে ১৪৫ রানে।

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ২ উইকেট সংগ্রহ করেন ফাহিমা খাতুন। এছাড়া ১টি করে উইকেট সংগ্রহ করেন সুলতানা খাতুন, ফারিহা তৃঞ্চা, নাহিদা আক্তার এবং রাবেয়া খান।

আরও পড়ুন : দলে দু’জন ‘জেনুইন অলরাউন্ডার’

১৪৬ রানের মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো ছিল না বাঘিনীদের। ব্যক্তিগত ৫ রানেই বিদায় নেন দলের ওপেনার শামীমা সুলতানা। বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি রুবায়া হায়দায়ও। তিনি ফেরেন ফেরেন মাত্র ৯ রান করে। এরপর তিন নম্বরে নামা সোবহানা মুস্তারিকে নিয়ে লড়াই চালিয়ে যান অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

তবে দলীয় ৭৪ রানে এই দুই ব্যাটারের জুটি ভেঙে যায়। ব্যক্তিগত ১৭ রান করেই ফিরে যান সোবহানা। তবে একপ্রান্ত আগলে রেখে তখনও লড়ছিলেন জ্যোতি, তার সঙ্গে যোগ দেন রিতু মনি। সেই জুটিতে একের পর এক বাউন্ডারিতে বাংলাদেশ জয়ের দিকেই এগোতে থাকে।

হাফসেঞ্চুরি তুলে নেওয়া জ্যোতিকে যোগ্য সঙ্গ দিয়ে যান রিতু। তবে শেষদিকে ম্যাচ কঠিন হয়ে পড়ে সফরকারীদের জন্য। কারণ ২ ওভারে তখন দরকার ছিল ২৫ রান। ১৯তম ওভারে ১৭ রান নিয়ে সেই চ্যালেঞ্জ সহজ করে তোলেন জ্যেতিরা। ফলে শেষ ওভারে প্রয়োজন হয় ৮ রান।

আরও পড়ুন : দ্বিতীয় ওয়ানডেতেও হারলো যুবারা

শেষ ওভারের প্রথম বলেই চার মারেন রিতু। এরপর সিঙ্গেল নিয়ে স্ট্রাইকে গিয়ে দুই রান দেন জ্যোতি। নাটকীয়তার তখনও কিছুটা বাকি। ব্যাক্তিগত ৩৩ করা রিতু রান আউটের ফাঁদে পড়েন। অবশ্য তখন জয় পাওয়া ছিল সময়ের ব্যাপার। শেষ দুই বলে ১ রান প্রয়োজন হলে জ্যোতি সিঙ্গেল নিয়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। ৫১ বলে ৭৫ রানে অপরাজিত ছিলেন টাইগ্রেস অধিনায়ক।

শ্রীলঙ্কার হয়ে ১টি করে উইকেট নিয়েছেন উদেশিকা প্রবধোনি, কেউয়া কাভিন্দি ও ওশাদি রানাসিঙ্গে।

একই মাঠে সিরিজের দ্বিতীয় ম্যাচ হবে আগামী ১১ মে। এই ম্যাচ জিততে পারলে সিরিজ নিজেদের করে নেমে বাংলাদেশের মেয়েরা।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্বল শাসন কাঠামোই বাংলাদেশে সরকার পতনের কারণ: দোভাল

দুর্বল শাসন কাঠামোই বাংলাদেশে সরকার পরিবর্তনের মূল...

আজ থেকে বন্ধ অর্ধকোটি মোবাইল সিম, বিটিআরসির কড়াকড়ি শুরু

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও নির্বাচনের আগে সিম ব্যবহারের অপব্যবহ...

আজ থেকে শুরু জাটকা ইলিশ ধরায় আট মাসের সারাদেশব্যাপী নিষেধাজ্ঞা

দেশের প্রধান মাছ ইলিশের উৎপাদন বৃদ্ধি ও টেকসই সংরক...

শেখ হাসিনার সাবেক পিয়ন থেকে ‘কোটিপতি জাহাঙ্গীর’, ১০০ কোটি টাকার পাচার মামলা

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দপ্তরের সাবে...

ঢাকার পাতাল মেট্রো প্রকল্পে স্থবিরতা, বাস্তবায়নে লাগবে আরও এক যুগ

দেশের প্রথম পাতাল মেট্রোরেল বাস্তবায়নে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ২০২...

জুনিয়র বৃত্তি পরীক্ষায় কেন্দ্র সচিবদের জন্য ২৪ নির্দেশনা

জুনিয়র বৃত্তি পরীক্ষা আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে । এ পরীক্ষা সুষ্ঠ...

মাদারীপুরে গৃহবধূকে পিটিয়ে হত্যা, স্বামী পলাতক

মাদারীপুরে শ্বশুরবাড়িতে দীপ্তি মণ্ডল (২১) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিয...

গাইবান্ধায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ৩

গাইবান্ধায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে তিন ব্যক্তি নিহত হয়েছেন। গত শ...

বোনকে বিয়ে করতে না পেরে ভাইয়ের সিএনজিতে আগুন

লক্ষ্মীপুরে খালাতো বোনকে বিয়ের প্রস্তাব দেয় সুজন নামে এক যুবক। কিন্তু বোন রাজ...

‘শাপলা কলি’ প্রতীক হিসেবে নিতে সম্মত এনসিপি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠকে প্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা