ছবি : সংগৃহিত
খেলা

বিপিএলে বাড়লো টিকিটের দাম

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গ্রুপ পর্বের খেলা শেষ। প্লে অফ নিশ্চিত করেছে টেবিলের শীর্ষ চারটি দল সিলেট স্ট্রাইকার্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, রংপুর রাইডার্স ও ফরচুন বরিশাল।

আরও পড়ুন : বর্ষসেরা তালিকায় মেসি-এমবাপে-বেনজেমা

এই চার দলের মধ্যে এবার লড়াই চলবে শিরোপা জয়ের। এর মধ্যে শেষের এই গুরুত্বপূর্ণ ম্যাচ গুলো খেলার জন্য বেশ কিছু তারকা ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে দলগুলো। তাই বাড়ছে দর্শকদের খেলা দেখার আগ্রহ আর সমাগম। এলিমেনেটর ও কোয়ালিফায়ারের দুটি ম্যাচ দর্শকরা উপভোগ করতে পারবেন সর্বনিম্ন ৩০০ টাকায়।

রোববার (১২ ফেব্রুয়ারি) দুপুরে এলিমেনেটর ম্যাচে লড়বে রংপুর রাইডার্স ও ফরচুন বরিশাল। একই দিন সন্ধ্যায় ফাইনালে যাওয়ার লড়াইয়ে প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে সিলেট স্ট্রাইকার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

শনিবার (১১ ফেব্রুয়ারি) এক বিবৃতি মাধ্যমে এই দুটি ম্যাচের টিকিটের মূল্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

৩০০ টাকা ধরা হয়েছে সর্বনিম্ন টিকিটের দাম। এই মূল্যে ইস্টার্ন স্ট্যান্ডে বসে খেলা উপভোগ করা যাবে। সর্বোচ্চ ২০০০ টাকা খরচ করতে হবে গ্র্যান্ড স্ট্যান্ডে বসে খেলা দেখার জন্য।

নর্থ ও সাউথ স্ট্যান্ডের টিকিটের দাম ৪০০ টাকা এবং ক্লাব হাউজের জন্য খরচ করতে হবে ৮০০ টাকা। ১৫০০ টাকা ধরা হয়েছে ভিআইপি স্ট্যান্ডের টিকিট মূল্য।

আরও পড়ুন : রংপুরকে উড়িয়ে দ্বিতীয় কুমিল্লা

গ্রুপ পর্বের ম্যচের থেকে টিকিটের মূল্য বেড়েছে। এর আগে টিকিটের সর্বনিম্ন মূল্য ছিল ২০০ টাকা। সেটি বেড়ে হয়েছে ৩০০ টাকা। নর্থ ও সাউথ স্ট্যান্ডের টিকিটের দাম ১০০ টাকা বেড়ে হয়েছে ৪০০ টাকা। ৩০০ টাকা বেড়েছে ক্লাব হাউজ এবং ৫০০ টাকা বেড়েছে ভিআইপি স্ট্যান্ড ও গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম।

শনিবার ও রোববার (ম্যাচের দিন) টিকিট সংগ্রহ করতে পারবেন দর্শকরা। টিকেট সংগ্রহ করতে হবে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম ও শের-ই-বাংলা স্টেডিয়ামের এক নম্বর গেট সংলগ্ন কাউন্টার থেকে। সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত টিকিট পাওয়া যাবে।

সান নিউজ/জেএইচ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নেপালের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কারকি অন্তর্বর্তী সরকারের প্রধান !

নেপালে তীব্র বিক্ষোভের পর প্রধানমন্ত্রী কে পি শর্মা পদত্যাগের পর দেশটিতে অন্ত...

জাকসু নির্বাচনে ভোট দিচ্ছেন শিক্ষার্থীরা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-জাকসু নির্বাচনে ভোট দিচ্ছেন শ...

নেপালে রক্তক্ষয়ী বিক্ষোভ, বাংলাদেশ দলের ফ্লাইট স্থগিত, হোটেলেই ফুটবলাররা

নেপালে ‎স্থানীয় সময় আজ দুপুর ৩টায় টিম হোটেল থেকে ত্রিভুবন আন্তর্জাতিক বিম...

এলইডি স্ক্রিন চালু, ভোট গণনা দেখছেন শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে...

আগে থেকেই সাদিক কায়েমের ব্যালটে ভোটের অভিযোগ রূপাইয়া’র

ডাকসু নির্বাচনে টিএসসির কেন্দ্রে পূর্বে ক্রস দেওয়া ব্যালট দেওয়ার অভিযোগ তুলেছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা