স্পোর্টস ডেস্ক : ৯৬’র বিশ্বকাপজয়ী দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কাকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে এশিয়া কাপে উড়ন্ত সূচনা করেছে আফগানিস্তান।
আরও পড়ুন : বিশ্ব জুড়ে কমেছে মৃত্যু ও শনাক্ত
শনিবার (২৭ আগস্ট) সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের ম্যাচে টস হেরে ব্যাট করতে নামা শ্রীলঙ্কাকে ১০৫ রানে অলআউট করে আফগানিস্তান। পরে ১০.১ ওভারেই ২ উইকেট হারিয়ে জয় তুলে নেয় কাবুলিওয়ালারা।
হযরতুল্লাহ জাজাই ও রহমানুল্লাহ গুরবাজ উদ্বোধনী জুটিতে ১০৫ রান তাড়া করতে নেমে মাত্র ৬ ওভারেই ৮৩ রান তুলে ফেলেন। এই রানে ওয়ানিন্দু হাসারাঙ্গার বলে বোল্ড হন গুরবাজ। মাত্র ১৮ বলে ৩ চার ও ৪ ছক্কায় ৪০ রান করে সাজঘরে ফিরেন তিনি।
এরপর জাজাই ও ইব্রাহিম জাদরান মিলে ৯.১ ওভারেই দলীয় সংগ্রহকে ১০৩ পার করেন। এই রানে রানআউটে কাটা পড়েন ইব্রাহিম।
আরও পড়ুন : নেপাল ও ভারতের সাথে চুক্তিতে ঢাকা
২ চারে ১৫ রান আসে তার ব্যাট থেকে। এরপর জাজাই ও নাজিবুল্লাহ জাদরান দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। জাজাই ২৮ বলে ৫ চার ও ১ ছক্কায় ৩৭ রানে ও নাজিবুল্লাহ ২ রানে অপরাজিত থাকেন।
খেলার আগে টস হেরে ব্যাট করতে নেমে আফগানিস্তানের বোলারদের তোপের মুখে পড়ে শ্রীলঙ্কা। প্রথম ওভারেই ফজল হক ফারুকি শ্রীলঙ্কার কুশাল মেন্ডিস (২) ও চারিথ আসালঙ্কাকে (০) ফেরান। দ্বিতীয় ওভারের শেষ বলে পাথুম নিশানকাকে (৩) ফেরান নাভিন-উল-হক।
দানুশকা গুনাথিলাকা ও ভানুকা রাজাপাকসে ৫ রানেই ৩ উইকেট হারানো শ্রীলঙ্কাকে এরপর কিছুটা পথ এগিয়ে নেন। তারা দুজন চতুর্থ উইকেটে ৪৪ রান তোলেন।
আরও পড়ুন : ডেপুটি স্পিকার নির্বাচন বিকেলে
মুজিব উর রহমান দলীয় ৪৯ রানের মাথায় গুনাথিলাকাকে (১৭) ফিরিয়ে এই জুটি ভাঙেন। ৬০ রানের মাথায় পঞ্চম উইকেট হারায় লঙ্কানরা। এ সময় মুজিবের দ্বিতীয় শিকারে পরিণত হন আইপিএল মাতানো স্পিন অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা (২)।
আফগান অধিনায়ক মোহাম্মদ নবী দলীয় ৬৪ রানের মাথায় শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকাকে শূন্যরানে ফেরান। আর ৬৯ রানে ভানুকা রাজাপাকসে (৩৮) ও মাহিশ থিকসানা (০) রান আউটে কাটা পড়লে ৬৯ রানেই ৮ উইকেট হারিয়ে বসে লঙ্কানদের।
৭৫ রানের মাথায় নবম উইকেট হারায় শ্রীলঙ্কা। নবীর বলে নাজিবুল্লাহ জাদরানের হাতে ক্যাচ দিয়ে আউট হন মাথিশা পাথিরানা (৫)।
আরও পড়ুন : পাকিস্তানে বিনিয়োগ করবে সৌদি আরব
সেখান থেকে দলীয় সংগ্রহকে ১০৫ রান পর্যন্ত টেনে নেন চামিকা করুণারত্নে ও দিলশান মাদুশঙ্ক। চামিকা ৩৮ বল খেলে ৩ চার ও ১ ছক্কায় ৩১ রান করে শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন। তাকে সঙ্গ দেওয়া দিলশান ২ বল খেলে ১ রানে অপরাজিত থাকেন।
শ্রীলঙ্কার ভানুকা রাজাপাকশে ৩৮, চামিকা ৩১ ও গুনাথিলাকা ১৭ রান করেন। বাকিদের কেউ দুই অঙ্কের কোটা ছুঁতে পারেননি।
বল হাতে আফগানিস্তানের ফজল হক ফারুকি ৩.৪ ওভারে ১ মেডেনসহ ১১ রান নিয়ে ৩টি উেইকেট নেন। মুজিব উর রহমান ২৪ রানে ২টি ও মোহাম্মদ নবী ৪ ওভারে ১৪ রান দিয়ে ২টি উইকেট নেন।
আরও পড়ুন : গ্যাসের দাম বাড়ছে ৮০ শতাংশ
সংক্ষিপ্ত স্কোর :
শ্রীলঙ্কা: ১০৫/১০ (১৯.৪ ওভারে)
আফগানিস্তান: ১০৬/২ (১০.১ ওভারে)
ফল: আফগানিস্তান ৮ উইকেটে জয়ী।
সান নিউজ/এইচএন
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            