টিম বাংলাদেশ (ছবি: সংগৃহীত)
খেলা

ওয়ানডে সুপার লিগের শীর্ষে বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট: চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তানকে ৭০ রানের বড় ব্যবধানে হারানোর পর ওয়ানডে সুপার লিগের পয়েন্ট টেবিলে ইংল্যান্ডকে পেছনে ফেলে দিয়ে শীর্ষ স্থানে উঠে এসেছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শুরু হওয়ার আগে টেবিলের দুই নম্বর অবস্থানে ছিল রাসেল ডোমিঙ্গোর শিষ্যরা।

এদিকে সিরিজ শুরু হওয়ার আগে সুপার লিগে মোট ১২টি ম্যাচ খেলেছিলো তামিমরা। এতে জয় এসেছিল মোট ৮টিতে। প্রত্যেক ম্যাচে দশ করে পয়েন্ট নিয়ে টিম বাংলাদেশের মোট সংগ্রহ ছিল মোট ৮০ পয়েন্ট। তখন টেবিলের শীর্ষে ছিল ইংল্যান্ড। তাদের সংগ্রহে আছে ৯৫ পয়েন্ট। সিরিজ শুরুর আগেই জানা ছিল সিরিজ জিতলেই শীর্ষে উঠে যাবে টিম বাংলাদেশ।

শেষ পর্যন্ত তাই হয়েছে। এ পর্যন্ত ১৪ ম্যাচ খেলে চারটিতে হারের বিপরীতে জিতেছে ৯ ম্যাচ। এতে তাদের সংগ্রহে আসে মোট ১০০ পয়েন্ট। যা এ পর্যন্ত টেবিলের সর্বোচ্চ। এই ম্যাচ জিতে ইংল্যান্ডকে টপকে যায় বাংলাদেশ। বাংলাদেশের পেছনে ৯৫ পয়েন্ট নিয়ে ইংলিশরা এখন দুই নম্বরে রয়েছে।

অপরদিকে ১২ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে রয়েছে রোহিত শর্মার ভারত। এছাড়া সবাইদে অবাক করে টেবিলের চার নম্বরে জায়গা করে নিয়েছে আয়ারল্যান্ড। অবশ্য অন্যান্য দলের চেয়ে অনেক বেশি ম্যাচ খেলে ফেলেছে আইরিশরা। আর তাদের সবগুলো সিরিজ ছিল তুলনামূলক কম শক্তিশালী দলগুলোর বিপক্ষে। ১৮ ম্যাচে আয়ারল্যান্ডের পয়েন্ট ৬৮।

আরও পড়ুন: নাসিরের ঘরে নতুন অতিথি

৬২ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচ নম্বরে রয়েছে শ্রীলঙ্কা। তারাও খেলেছে আয়ারল্যান্ডের সমান ১৮ ম্যাচ। ছয় নম্বরে আছে আফগানিস্তান। তাদের সংগ্রহ ৬০ পয়েন্ট। আফগানদের সমান পয়েন্ট নিয়ে টেবিলের সাতে অস্ট্রেলিয়া ও ৫০ পয়েন্ট নিয়ে আটে ওয়েস্ট ইন্ডিজ এবং ৪০ পয়েন্ট নিয়ে নয়ে পাকিস্তান এবং দশ নম্বরে আছে দক্ষিণ আফ্রিকা। তাদের সংগ্রহ ৩৯ পয়েন্ট।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে হাতিয়াতে উঠান বৈঠক

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষ...

ইসলামী ব্যাংক কর্মকর্তাদের বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষার ফলাফল প্রকাশ

ইসলামী ব্যাংক কর্মকর্তাদের বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষার ফলাফল প্রকাশ ইসলাম...

বাগেরহাটের কলার বাম্পার ফলন

বাগেরহাটের মোরেলগঞ্জে কলার বাম্পার ফলন হয়েছে। জমিতে বসেই কলার দাম ভালো পাওয়ায়...

ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে শাপলা চত্বরের ঘটনা

ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে শাপলা চত্বরের গণহত্যার ঘটনা এমন মন্তব্য কর...

একীভূত হচ্ছে না গণঅধিকার পরিষদ ও এনসিপি

সম্প্রতি গুঞ্জন উঠে দেশের তরুণদের নিয়ে গঠিত দল দুইটি একীভূত হওয়ার বিষয়ে। তবে...

ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে লন্ডনে চিকিৎসাধীন ইলিয়াস কাঞ্চন

নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের প্রতিষ্ঠাতা ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ব্রেন...

আ.লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নেবে জনগণ, সরকার নয়: এজেডএম জাহিদ হোসেন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, প্রধান উপদেষ্টার ব...

জামায়াত আমিরের সাথে সুইডেন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত সুইডেনে...

দেশে ভূমিধস-জলাবদ্ধতার শঙ্কা, ৮ বিভাগেই ভারী বৃষ্টির সতর্কতা

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী ৭২ ঘণ্টায় রা...

আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো সম্ভাবনা নেই

রাজনৈতিক কার্যক্রমে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো সম্ভাবনা নেই বল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা