খেলা

ফ্লয়েড হত্যা: প্রতিবাদ এবার টেনিস কোর্ট থেকেও

স্পোর্টস ডেস্কঃ

বর্ণবৈষম্যের বিরুদ্ধে ক্রিকেট, ফুটবল, বাস্কেট বলসহ প্রতিবাদ আসছে প্রতিটি ক্রীড়াঙ্গন থেকে। মার্কিন কৃষ্ণাঙ্গ নাগরিক জর্জ ফ্লয়েড হত্যায় এবার প্রতিবাদ আসলো টেনিস মাঠের মহারথীদের থেকেও। প্রতিবাদে সামিল হলেন রজার ফেডেরার, রাফায়েল নাদাল এবং নোভাক জোকোভিচ।

বিশ্বের এক নম্বর জোকোভিচ, ফেডেরার এবং নাদাল বর্ণবৈষম্যের প্রতিবাদে প্রতীকী ছবি হিসেবে কালো স্ক্রিনশট পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। #ব্ল্যাকআউট টিউসডে নামে টুইটার প্রচারে এ ভাবে অংশ নেন তাঁরা।

জোকোভিচ সঙ্গে বার্তা দেন, ‘‘কৃষ্ণাঙ্গ জীবনেরও মূল্য রয়েছে।’’ যে বার্তাটি কয়েক দিন ধরেই সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হচ্ছে। এ ছাড়া গ্র্যান্ড স্ল্যাম জয়ী মারিয়া শারাপোভা, পেত্রা কুইটোভা এবং স্ট্যান ওয়ারিঙ্কাও সমর্থন জানিয়েছেন বর্ণবষম্যের বিরুদ্ধে লড়াইয়ে।

আফ্রিকান-আমেরিকান তারকা কোকো গফ এবং জাপানের নেয়োমি ওসাকাও তাদের রাগ চেপে রাখতে পারেননি ফ্লয়েডের মৃত্যু নিয়ে। শুধু কালো স্ক্রিনশট পোস্ট করাই নয়, আরও সক্রিয় ভাবে সবাইকে বর্ণবৈষম্যের বিরুদ্ধে এগিয়ে আসারও আহ্বান জানান তাঁরা। ফেডেরারের ইনস্টাগ্রাম পোস্টে ১৬ বছর বয়সি গফ তেমনই ইঙ্গিত করেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের টেনিস সংস্থাও প্রতিবাদে যোগ দিয়ে বিবৃতি দিয়ে জানিয়েছে, ‘‘আফ্রিকান-আমেরিকানরা আমাদের টেনিস পরিবারের অবিচ্ছেদ্য অংশ। মার্কিন টেনিস সংস্থা বর্ণবৈষম্য এবং যে কোনও অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে বদ্ধপরিকর।’’

ফ্লয়েডের মৃত্যু নিয়ে যে ফুটবলারেরা মাঠে প্রতিবাদ জানিয়েছেন, তাদের পাশে দাঁড়িয়েছে ফিফা এবং উয়েফাও। যেমন বরুসিয়া ডর্টমুন্ডের জাডন স্যাঞ্চো। তিনি বুন্দেশলিগায় গোল করার পরে জার্সি খুলে ভিতরে পরা টি-শার্ট দেখান। যাতে লেখা ছিল, ‘‘জর্জ ফ্লয়েড হত্যার বিচার চাই।’’

উল্লেখ্য, গত ২৫ মে, মিনিয়াপোলিসে কৃষ্ণাঙ্গ ব্যক্তি জর্জ ফ্লয়েডের গলার উপরে এক শ্বেতাঙ্গ পুলিশ অফিসার তার হাঁটু চেপে ধরে থাকেন আট মিনিটের উপরে। এরফলে শ্বাসরোধ হয়ে মৃত্যু হয় তার।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নীলফামারী ইপিজেডে শ্রমিক হত্যাকান্ডের বিচার কর - বাসদ

নীলফামারী ইপিজেডে শ্রমিক হত্যাকান্ডের বিচারের দাবি করেছেন বাংলাদেশের সমাজতান্...

লক্ষীপুর পৌরসভায় মাসিক ৬৫ লাখ টাকা উদ্বৃত্তের পরও ঋণ ২৬ কোটি টাকা: প্রশাসক জসিম

লক্ষ্মীপুর পৌরসভা প্রশাসক মো. জসিম উদ্দিন বলেন, পৌরসভায় নিয়মের কোন বালাই ছিল...

বাকৃবি অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধ ঘোষণা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) চলমান অস্থিরতার জেরে বিশ্ববিদ্যালয় কর...

ডাকসু নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের হিড়িক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আর ৮ দিন বাকি আছে।...

বিএনপি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধের পক্ষে নয়

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশের চলমান রাজনৈতিক উত্তেজনার মধ্যে বিএনপি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা