খেলা

চাইলে মেসিকে রাখতে পারত বার্সেলোনা

ক্রীড়া ডেস্ক: ক্রিশ্চিয়ানো রোনালদো যখন স্বপ্নের দলবদলে আনন্দে ভাসছেন, তখন আরেক সেরা লিওনেল মেসি হয়তো মনের গভীরে স্মরণ করছেন প্রিয় ক্লাব বার্সেলোনাকে। ইচ্ছে না থাকলেও ছাড়তে হয়েছে ন্যু ক্যাম্প। পিএসজিতে এখনো মানিয়ে নিতে পারেননি পুরোপুরিভাবে। চলতি মৌসুম রোনালদোর জন্য সোনায় সোহাগা হলেও মেসির একমাত্র সুখস্মৃতি কোপা আমেরিকার শিরোপা জয়।

মেসির বিদায়ের এতদিন পর অবশেষে এ ব্যাপারে মুখ খুললেন লা লিগা প্রেসিডেন্ট জ্যাভিয়ের তেবাস। তিনি মনে করেন, মেসি থাকতে পারতেন বার্সেলোনায়। এর আগেও সময়ের সেরা অনেক তারকাকে ধরে রাখতে ব্যর্থ হয়েছে লা লিগার দলগুলো। তবে মেসির বিদায় যে তাদের জনপ্রিয়তায় একটি বড় ধাক্কা তা অকপটে স্বীকার করে নিলেন তেবাস।

তেবাস বলেন, যেমনটি ক্রিশ্চিয়ানো রোনালদো, পেপ গার্দিওলা এবং জোসে মরিনিওর বিদায়ের পর হয়েছিল। আমরা জানতাম একদিন এটাও (মেসির বিদায়) হবে। আমাদের সৌভাগ্য দীর্ঘ সময় বিশ্বের সেরা দুজন ফুটবলার (মেসি, রোনালদো) আমাদের লিগে খেলেছেন। এটাকে কাজে লাগিয়ে লা লিগা সেরাদের কাতারে ছিল এতদিন।

মেসির বিদায় মেনে নেয়া অপেক্ষাকৃত কঠিন দাবি করে লা লিগা প্রধান বলেন, তার বিদায়টা বেশি কষ্টদায়ক কারণ ব্যক্তিগতভাবে আমি মনে করি সেই বিশ্বের সেরা। এভাবে বিদায় নেয়াটা তার প্রাপ্য না। এটা শুধু বার্সেলোনার নয়, লা লিগারও ব্যর্থতা।

এর আগে বার্সেলোনা মেসির সাথে চুক্তি নবায়নে অপরাগতার কারণ হিসেবে লা লিগার আর্থিক সীমাবদ্ধতাকে দায়ী করে। তবে তেবাস মনে করেন, দলটির সকল আর্থিক রিপোর্ট প্রকাশ পেলেই পরিষ্কার হবে সবকিছু। তার ধারণা রিপোর্টগুলো দেখলেই প্রমাণ হবে মেসিকে চাইলে রাখতে পারত বার্সেলোনা। লা লিগা প্রধান বলেন, আমি নিশ্চিত আর্থিক কারণে এই সিদ্ধান্ত নেয়া হয়নি।

বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তার সাথেও এ ব্যাপারে কথা বলেছিলেন তেবাস। তিনি বলেন, আমি হুয়ান ও তার বোর্ড অফ ডাইরেক্টরদের সাথে ফোনে কথা বলেছি। আর্থিক ব্যাপার হলে ঠিক আছে কিন্তু কারণটা যদি অন্য কিছু হয় আমি মেনে নেব না। আমার মনে হয় আগামী মৌসুমে বার্সা যখন তাদের আর্থিক রিপোর্টগুলো প্রকাশ করবে, তখন বোঝা যাবে যে আসলেই মেসি বার্সায় থাকতে পারতেন কিনা।

নেইমার জুনিয়র, ক্রিশ্চিয়ানো রোনালদোর পর এবার মেসির বিদায়ে অবশিষ্ট রঙটুকুও হারিয়েছে স্পেনের প্রথম সারির লিগ লা লিগা। দীর্ঘসময় বিশ্বের তিন সেরা মেসি, রোনালদো এবং নেইমারের সুবাদে জনপ্রিয়তার শীর্ষে ছিল এই লিগ।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে হাতিয়াতে উঠান বৈঠক

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষ...

ইসলামী ব্যাংক কর্মকর্তাদের বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষার ফলাফল প্রকাশ

ইসলামী ব্যাংক কর্মকর্তাদের বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষার ফলাফল প্রকাশ ইসলাম...

বাগেরহাটের কলার বাম্পার ফলন

বাগেরহাটের মোরেলগঞ্জে কলার বাম্পার ফলন হয়েছে। জমিতে বসেই কলার দাম ভালো পাওয়ায়...

ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে শাপলা চত্বরের ঘটনা

ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে শাপলা চত্বরের গণহত্যার ঘটনা এমন মন্তব্য কর...

একীভূত হচ্ছে না গণঅধিকার পরিষদ ও এনসিপি

সম্প্রতি গুঞ্জন উঠে দেশের তরুণদের নিয়ে গঠিত দল দুইটি একীভূত হওয়ার বিষয়ে। তবে...

বিশ্বের শীর্ষ ধনী এখন ইলন মাস্ক, মোট সম্পদ ৫০০ বিলিয়ন ডলার ছাড়ালো

মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ও বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক ইতিহাসে প্রথম ব্যক্...

ঘূর্ণিঝড় নিয়ে যা জানাল আবহাওয়া অধিদপ্তর

আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি...

দুর্ব্যবহারের কারণে এনসিপির সংবাদ সম্মেলন বর্জন

রাজধানী ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্য...

ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে লন্ডনে চিকিৎসাধীন ইলিয়াস কাঞ্চন

নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের প্রতিষ্ঠাতা ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ব্রেন...

আ.লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নেবে জনগণ, সরকার নয়: এজেডএম জাহিদ হোসেন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, প্রধান উপদেষ্টার ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা