খেলা
কোপার ফাইনাল নিয়ে

দেশের ক্রিকেটার-ফুটবলারদের ভাবনা

আসমাউল মুত্তাকিন: ফুটবলে মানে বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনা। আর তা যদি সেটা হয় ফাইনাল। তাহলে তো কথাই নেই। সব কাজ ছেড়েছুড়ে এই ম্যাচ নিয়েই ভাবনা।

রোববার (১১ জুলাই) সকাল ৬টায় কোপার ফাইনালে মুখোমুখি হচ্ছে দুই ফুটবল পরাশক্তি। এই ম্যাচ নিয়ে বাংলাদেশের ফুটবলার ও ক্রিকেটারদের ভাবনা তুলে ধরা হলো সাননিউজের পাঠকদের জন্য।

এই আলোচনায় সমর্থনের বাইরে শক্তি আর দুর্বলতার বিচারেও চার ফুটবলার ও ক্রিকেটার জানিয়েছেন সম্ভাবনার কথাও। পাঠকদের জন্য তা হুবহু তুলে ধরা হলো।

কাজী সালাউদ্দিন (বাফুফের সভাপতি)

তিনি বেশি দেখছেন, ‘আমি আর্জেন্টিনার পক্ষে যাব৷ মেসি, ডি মারিয়ার মতো ফুটবলার রয়েছে৷ ফিফটি ফিফটি চান্সগুলো ফুল চান্স করতে পারে। তারা ম্যাচের চিত্র বদলাতে সক্ষম।’

মেসির ব্যাপারে তিনি বলেন, ‘মেসির এটাই হয়তো শেষ সুযোগ কোপা জেতার৷ সে অবশ্যই শিরোপার জন্য ক্ষুধার্ত থাকবে। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে মেসি অবশ্যই একটা বড় ফ্যাক্টর।’ আর্জেন্টিনার পক্ষে যুক্তি দিলেও আর্জেন্টিনা ব্রাজিল ম্যাচে সেভাবে কোন দলের সমর্থন থাকছে না তার।

তপু বর্মণ (ফুটবলার)

আমি তো আর্জেন্টিনার সাপোর্টার। কালকের ম্যাচটা হবে একদম ফিফটি ফিফটি ম্যাচ। কারণ আর্জেন্টিনার ফরোয়ার্ড লাইন ভালো ফর্মে আছে, মিডফিল্ডে ভালো করছে। ডিফেন্সে যারা আছেন, তারা চেষ্টা করছেন ভালো খেলার।

আর ব্রাজিল মোটামুটি সব দিকেই ভালো। সব কিছু মিলিয়ে কালকের ম্যাচ ফিফটি-ফিফটি। যারা সুযোগ কাজে লাগাতে পারবে তারাই জিতবে।

আন্তর্জাতিক ট্রফি মেসির জন্য খুব গুরত্বপূর্ণ। আশা করি মেসি এটা দিয়ে শুরু করবে; সামনে বিশ্বকাপ আছে। আমি মনে করি তিনি সেরাটা দিয়ে খেলবেন। তাকে অসাধারণ ফুটবল খেলতে হবে। আর স্বাগতিক হিসেবে ব্রাজিল চাপে থাকবে।

সাদ উদ্দিন (ফুটবলার)

আসলে আমি আর্জেন্টিনা সাপোর্ট করি মেসির জন্যই। আমি চাই আর্জেন্টিনা কোপা আমেরিকা জিতুক। মেসি তার জীবনে সব কিছু অর্জন করেছেন, কিন্তু আন্তর্জাতিক কোনও ট্রফি দেশের হয়ে জিততে পারেননি। এজন্য আমি চাই আর্জেন্টিনা ম্যাচটা জিতুক।

ফুটবলার হিসেবে আমি যদি বলি, ম্যাচটা হবে ফিফটি ফিফটি। ব্রাজিল অনেক এগিয়ে এটা মানতে হবে; কিন্তু মেসি এখন সেরা ফর্মে আছেন। মেসি যদি এই পারফরম্যান্স ব্রাজিলের বিপক্ষে ধরে রাখতে পারেন, তাহলে সম্ভাবনা আছে। আর ডি মারিয়া, লাউতারো মার্তিনেজরা যদি মিস না করেন তাহলে জেতা সহজ হবে।

মোহাম্মদ আশরাফুল (ক্রিকেটার)

আমি আর্জেন্টিনা সাপোর্ট করি আগে থেকেই। এবারের কোপা আমেরিকা আমার দেখা হয়নি। তবে এবার ফাইনালটা হয়তো দেখবো। অবশ্যই মনে করি আর্জেন্টিনা এবার ট্রফি জিতবে। আর আমি চাই মেসি অন্তত একটা ট্রফি জিতুক। আশা করি এবার স্বপ্ন পূরণ হবে।

তারেক আজিজ (সাবেক ক্রিকেটার)

আমি ম্যারাডোনার ভক্ত। সেখান থেকে আর্জেন্টিনা। আর এখন মেসি। মেসির প্রতি এখন ভালোবাসা, মনে প্রাণে আর্জেন্টিনা। সেটা ট্রফি জিতি আর না জিতি। আমাদেরকে অনেকেই খোঁচায় ট্রফি জিততে পারি না; তাও মনে প্রাণে চাই আর্জেন্টিনা জিতুক।

আমরা আর্জেন্টিনার অন্ধ ভক্ত। সেখানে অন্য কোনও অপশন নাই। তবে শেষ ম্যাচে যেভাবে খেলেছে, এভাবে যদি খেলে তাহলে ব্রাজিলের সঙ্গে হারতে হবে। মেসির ফর্ম থেকে কিছুটা আশা করা যায়; তার যে নিবেদন দেখেছি তা থেকে কিছু হলেও হতে পারে। আর আর্জেন্টিনার যে বন্ধনটা দেখেছি তা থেকে মনে হয় কিছু একটা করে দেখাতে পারে।

জাহানারা আলম (নারী ক্রিকেটার)

সোজাসাপ্টা জানালেন- আর্জেন্টিনা। কেন? উত্তর, 'আর্জেন্টিনাকে সমর্থন করি শুধু মেসির জন্য। মেসিকে আমার পছন্দ, এজন্যই তাদের খেলা দেখি। যখন থেকে ফুটবল বুঝি। খেলাধুলা এত পছন্দ করতাম না; এত দেখতামও না। যখন থেকে মেসি খেলা শুরু করেছে, তখন থেকে দেখি; মেসিকে আমার ভালো লাগে শুধু এজন্য দেখি।'

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সদ্য প্রয়াত সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম...

মুন্সীগঞ্জ সদরে সেনাবাহিনীর অভিযানে ৫ রাউন্ড কার্তুজ উদ্ধার

মুন্সীগঞ্জ সদরের চরাঞ্চলে সহিংসতা ও নাশকতাকারী শীর্ষ সন্ত্রাসী ইলিয়াস ভূঁইয়ার...

বিএনপির বিরুদ্ধে যারা অপব্যাখ্যা দিচ্ছে, তারাই সন্ত্রাসীদের শেল্টার দিচ্ছে: এ্যানি

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, যারা বিএনপির বিরুদ্ধে...

সান নিউজের সাংবাদিক সবুজের বাবা মারা গেছেন

সাংবাদিক কুদরতে খোদা সবুজের বাবা শফিউল্লাহ শেখ (৭৬) ইন্তেকাল করেছেন। ইন্নালিল...

ফেনীতে গণভোট নিয়ে পেশাজীবী ও জনসাধারণের সাথে মতবিনিময় সভা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ফেনীতে জেলা...

সুদ ব্যবসায়ীর কাছ থেকে অসহায় পরিবারের ভ্যান উদ্ধার করে দিয়েছে পুলিশ

সুদের টাকা পরিশোধ করতে না পারায় মাদারীপুরের ডাসারে মো. সেকেন্দার মোল্লা (৪৮)...

ছাত্রীকে নিয়ে পালাল প্রধান শিক্ষক, মাদ্রাসায় অগ্নিসংযোগ

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার সৈয়দ মুন্সি বাড়ি মাদ্রাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধ...

গ্যাস সিলিন্ডার মজুদ করায় ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা

অনুমোদনের অতিরিক্ত গ্যাস সিলিন্ডার অবৈধভাবে মজুদ করার দায়ে মাদারীপুরের কালকিন...

লুট হওয়া প্রায় ১৩ লাখ টাকা মূল্যের ৪৬২টি খালি এলপিজি গ্যাস সিলিন্ডার উদ্ধার

মাদারীপুরের শিবচরে সংঘটিত ডাকাতির ঘটনায় লুট হওয়া প্রায় ১৩ লাখ টাকা মূল্যের ৪৬...

দীর্ঘদিনের গুঞ্জনের অবসান ঘটিয়ে অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন জেফার ও রাফসান

দীর্ঘদিনের গুঞ্জন আর ভক্তদের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিবাহবন্ধনে আব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা