খেলা

আন্তর্জাতিক অলিম্পিক দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক : ২৩ জুন। আন্তর্জাতিক অলিম্পিক দিবস। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনও দিনটি পালন করে আসছে। এবারও করোনার জন্য সীমিত পরিসরে দিবস পালন করেছে অ্যাসোসিয়েশন।

বুধবার (২৩ জুন) সকাল ১১টায় বিওএ ভবন প্রাঙ্গনে অলিম্পিকের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবস উদযাপন শুরু হয়। বিভিন্ন ডিসিপ্লিনের স্বল্প সংখ্যক ক্রীড়াবিদ, সংগঠকরা এতে উপস্থিত ছিলেন। এরপর অলিম্পিকের নীতি, মুল্যবোধ ও নৈতিকতা বিষয় সেমিনার হয়। এই সেমিনারে আলোচনা করেন বিওএ’র কোর্স প্রশিক্ষক মাহফুজুর রহমান সিদ্দিকী।

সেমিনারে তিনি অলিম্পিকের ইতিহাস, বর্ণবাদের বিরুদ্ধে অলিম্পিক, মূল্যবোধ ও নৈতিকতা চর্চার নানা ইতিহাস তথ্য উপাত্তের মাধ্যমে তুলে ধরেন। আন্তর্জাতিক অলিম্পিকের পাশাপাশি বাংলাদেশের প্রেক্ষাপটেও অলিম্পিকের নীতি, মূল্যবোধ ও নৈতিকতার চর্চারও বিশ্লেষণ করেন।

এসময় ফেডারেশনগুলোকে অনুরোধ করে তিনি বলেন, ‘বাংলাদেশের অনেক ফেডারেশনগুলোর কোড অফ কন্ডাক্ট বা আচরণবিধি নেই। এই কোড অফ কন্ডাক্ট থাকলে অলিম্পিকের মূল্যবোধগুলো স্ব-স্ব ফেডারেশনও খেলায় আরও বেশি প্রতিফলিত হবে।’

এতে প্রধান অতিথি ছিলেন বিওএ মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। তিনি বলেন, ‘বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন একটি পরিবার। বিওএ ফেডারেশনগুলোকে নিয়ে অঙ্গাঅঙ্গিভাবে কাজ করে দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নেয়ার চেষ্টা করছে।’

দুপুরে অলিম্পিকের ইতিহাস, মূল্যবোধ ও নৈতিকতার বিষয়ে সেমিনারের পর বিকেলে চলছে এন্টিডোপিং নিয়ে আলোচনা। অনেক ক্রীড়াবিদ, কোচরা এতে অংশ নিয়েছেন। আসন্ন টোকিও অলিম্পিকসে অংশগ্রহণকারী অ্যাথলেট জহির রায়হানও উপস্থিত ছিলেন।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাগেরহাটে লবণাক্ত জমিতে মিষ্টি কুমড়ার বাম্পার ফলন

বাগেরহাটের মোরেলগঞ্জে মৎস্য ঘেরের ভেড়িতে লবণাক্ত জমিতে মিষ্টি কুমড়ার বাম্পার...

 লক্ষ্মীপুর নারীকে জবাই করে হত্যা, ঘাতক আটক

লক্ষ্মীপুরে রাশেদা বেগম নামে এক নারীকে জবাই করে হত্যা করা হয়েছে। নিহত নারী রা...

মোরেলগঞ্জে পিআর পদ্ধতির দাবীতে জামায়াত ইসলামীর বিক্ষোভ ও সমাবেশ 

পি আর পদ্ধতিসহ পাঁচ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বাগেরহাটেরমোরেলগঞ্জ জামায়াত...

মোরেলগঞ্জে বৈধ লাইসেন্স ও ফার্মাসিস্ট ছাড়াই চলছে ফার্মেসী, স্বাস্থ্যঝুঁকি বাড়ছে

বাগেরহাটেরমোরেলগঞ্জ উপজেলার ১৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভার গুরুত্বপূর্ণ স্থানের হা...

আসামীকে নির্যাতনের দায়ে পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ 

মাদারীপুরের রাজৈরে ইলিয়াছ খালাসী নামের এক আসামিকে শারীরিক নির্যাতনের অভিযোগে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা