খেলা

আরেকটি ইতিহাসের হাতছানি

ক্রীড়া প্রতিবেদক : প্রথমবার শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ দুই দিন আগেই। ইতিহাস গড়ার আনন্দের রেশ এখনও কাটেনি। কিন্তু তামিম ইকবাল তার দল নিয়ে মাটিতে পা রাখছেন।

শেষ ম্যাচটি হতে পারতো বাংলাদেশের জন্য আনুষ্ঠানিকতা রক্ষার, কিন্তু তা নয়। শ্রীলঙ্কাকে ধবলধোলাই করে আরেকটি ইতিহাস তৈরির হাতছানি তাদের সামনে। এখানেই শেষ নয়, আরও ১০ পয়েন্ট পেয়ে বিশ্বকাপ সুপার লিগের টেবিলের শীর্ষস্থানটি সুসংহত করতে চায় টাইগাররা।

মঙ্গলবার (২৫ মে) বাংলাদেশ ও শ্রীলঙ্কার দ্বিতীয় ওয়ানডে হয়েছিল পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড় ইয়াসের তাণ্ডবের মধ্যে। এপাড়ে ঘূর্ণিঝড়টি বড় ধরনের ক্ষতি না করতে পারলেও আঁচ পড়েছিল। তবে বাংলাদেশ যেন তাণ্ডব চালায় লঙ্কান ক্রিকেট দলের ওপর। মেঘ-বৃষ্টির লুকোচুরির মধ্যে মিরপুরে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ১০৩ রানে জেতে স্বাগতিকরা। তাতে প্রথমবার লঙ্কানদের সিরিজ হারানোর স্বাদ পেলো লাল সবুজের প্রতিনিধিরা। এবার পালা ১৫তম হোয়াইটওয়াশের।

বাংলাদেশ এর আগে ১৪ বার কোনও প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করেছে। এর মধ্যে নিউ জিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজকে দুবার করে এই লজ্জা দেয় তারা। এছাড়া পাকিস্তান, জিম্বাবুয়ে, কেনিয়া, স্কটল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে একবার করে হোয়াইটওয়াশ করার স্বাদ পেয়েছে বাংলাদেশ। ২০১৫ সালের বিশ্বকাপের পর থেকে ঘরের মাঠে ১১টি দ্বিপাক্ষিক সিরিজ খেলে দশম জয় পেলো শ্রীলঙ্কার বিপক্ষে।

শুধু সিরিজ জয়ের সাফল্যই প্রাপ্তি নয়, বাংলাদেশ উঠে এসেছে বিশ্বকাপ সুপার লিগের শীর্ষে। সর্বোচ্চ ৫০ পয়েন্ট নিয়ে এখন সবার ওপরে। এই ম্যাচ জিতলে এগিয়ে যাবে আরও একধাপ। সিরিজ হিসেবে ম্যাচটির কোনও গুরুত্ব না থাকলেও সুপার লিগের বদৌলতে হেলা-ফেলা করার নয়।

তাইতো মাহমুদউল্লাহ রিয়াদ বলেছেন ম্যাচের গুরুত্বের কথা, ‘অবশ্যই প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। যেহেতু বিশ্বকাপে বাছাইয়ের একটা বিষয় থাকে, তো প্রতিটি ম্যাচই আমাদের জন্য সমান গুরুত্বপূর্ণ এবং যেহেতু আরেকটা সুযোগ আছে ১০ পয়েন্ট পাওয়ার, তো কেন পেতে চাইবো না?’

নিজেদের সেরা পারফরম্যান্সটা দিতে চাওয়ার কথা জানান ‘সাইলেন্ট কিলার’ মাহমুদউল্লাহ, ‘আমি যা বললাম (গত দুই ম্যাচে) আমরা আমাদের সেরা পারফরম্যান্সটা করতে পারিনি। তো আমরা ওটাই দেওয়ার ও ম্যাচটা জিতে ১০ পয়েন্ট নেওয়ার চেষ্ট করবো।’

বাংলাদেশ একাদশে এই ম্যাচে আসতে পারে দুই পরিবর্তন। লিটন দাশের পরিবর্তে ওপেনিংয়ে তামিমের সঙ্গী হতে পারেন মোহাম্মদ নাঈম শেখ। দুই ম্যাচে ০ ও ২৫ রান করা লিটন হারাতে পারেন জায়গা।

অন্যদিকে মাথায় আঘাত পাওয়া সাইফউদ্দিনের পরিবর্তে নামতে পারেন তাসকিন আহমেদ। অবশ্য সাইফকে নিয়ে আশার বাণী শোনালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিৎসক দেবাশীষ চৌধুরী, ‘সাইফউদ্দিনের বিভিন্ন ফিজিক্যাল টেস্ট করা হয়েছে সে সুস্থ আছে কী না বোঝার জন্য। তার সবকিছু স্বাভাবিক ও সে সুস্থ আছে।’

এই ম্যাচ সাকিব আল হাসানের জন্য হতে পারে নিজেকে ছাড়িয়ে যাওয়ার ম্যাচ। আরেকটি উইকেট পেলেই ছাড়িয়ে যাবেন মাশরাফি মুর্তজাকে। আর দুটি উইকেট পেলেই সবমিলিয়ে বাংলাদেশের হয়ে ওয়ানডেতে হবেন সর্বোচ্চ উইকেটের মালিক।

এদিকে লঙ্কান একাদশে পরিবর্তনের আভাস দিয়েছেন কোচ মিকি আর্থার। বাদ পড়তে পারেন আশেন বান্দারা। একাদশে আসতে পারেন নিরোশান ডিকবেলা। আর্থার বলেছেন, 'ডিকবেলাকে টপ অর্ডারের জন্য বিবেচনা করা হতে পারে। অধিনায়ক (কুশল পেরেরা) উইকেটকিপিংটা সামলাচ্ছে। আমাদের অন্য বিকল্পগুলোর দিকেও খানিক তাকাতে হবে। ডিকবেলার খেলার সম্ভাবনা আছে কাল।'

এখন পর্যন্ত এই সিরিজে কোনও প্রাপ্তি নেই শ্রীলঙ্কার। বোলিংটা সন্তোষজনক হলেও ব্যাটিংটা হতশ্রী। শ্রীলঙ্কান কোচ জানান তারা অন্তত একটি ম্যাচে জয় নিয়ে বাড়ি ফিরতে চান, ‘প্রতিটি (ওয়ার্ল্ড কাপ সুপার লিগের) ম্যাচেই থাকছে ১০ পয়েন্ট অর্জনের সুযোগ। আমরা এখানকার অধ্যায়টা শেষ করতে চাই আগামীকাল একটি ভালো, পরিশ্রমী ও শৃঙ্খলাবদ্ধ পারফরম্যান্সের মাধ্যমে। আমরা অন্তত একটা জয় নিয়ে বাড়ি ফিরতে চাই।’

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে দ্বিতীয় ম্যাচের মতো এই ম্যাচেও হানা দিতে পারে বৃষ্টি। দুপুর থেকে হালকা বৃষ্টির সঙ্গে থাকতে পারে ঝড়োবাতাস। তবে বিকেল থেক ধীরে ধীরে আকাশ পরিস্কার হওয়ার কথা বলা হয়েছে আবহাওয়া পূর্বাভাসে। অর্থ্যাৎ ম্যাচ পরিত্যক্ত হওয়ার মতো ঝড়-বৃষ্টির কোনো আভাস নেই। নিঃসন্দেহে স্বাগতিক শিবিরের জন্য স্বস্তির খবর। এখন দেখার অপেক্ষা বাংলাদেশ কি পারবে পুরো ৩০ পয়েন্ট আদায় করে ইতিহাস গড়তে? নাকি সান্ত্বনার জয় নিয়ে বাড়ি ফিরবেন কুশল পেরেরারা? এ জন্য অপেক্ষা করতে হবে আরও একটি রাত।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কোচিং সেন্টারে মিলল বিপুল অস্ত্র-বিস্ফোরক

রাজশাহী নগরীর কাদিরগঞ্জ এলাকায় একটি বাড়ি থেকে অস্ত্র ও বিস্ফোরক তৈরি সরঞ্জাম...

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন ও মামলা বাতিলের আবেদনের শুনানি পেছাল

জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর যাত্রাবাড়ীতে যুবদলকর্মী আবদুল কাইয়ুম হত্য...

কোনো চাঁদাবাজকে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

কোনো চাঁদাবাজকে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র...

রোহিঙ্গা সংকট সমাধানে মালয়েশিয়ার প্রভাব কাজে লাগাতে চায় বাংলাদেশ

দীর্ঘদিনের রোহিঙ্গা শরণার্থী সংকট মোকাবিলায় আন্তর্জাতিক প্রচেষ্টা জোরদার করা...

‘গোপন রাজনীতি’, ছাত্রশিবির ও ডাকসু নির্বাচন নিয়ে উত্তপ্ত ঢাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেস্টরুম সংস্কৃতি এবং এই কেন্দ্রিক নির্যাতন গত ১৫ বছরে ছি...

চিকিৎসক নেতা নারায়ণ হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড

জাতীয় বক্ষব্যাধি হাসপাতালের সহকারী অধ্যাপক ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বা...

ভরাডুবির ভয়ে কিছু খুচরা পার্টি নির্বাচন চাচ্ছে না: দুদু

নির্বাচন হলে যাদের ভরাডুবি হবে তারাই নির্বাচন চাচ্ছে না বলে মন্তব্য করেছেন বি...

রিকশাচালককে কীসের ভিত্তিতে গ্রেপ্তার, ধানমন্ডি থানার ওসির ব্যাখ্যা তলব

রাজধানীর ধানমন্ডি ৩২ থেকে রিকশাচালক আজিজুর রহমানকে কীসের ভিত্তিতে গ্রেপ্তার ক...

প্রধান উপদেষ্টা নিজে ক্লিয়ার করেছেন, নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে: রিজওয়ানা

নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে বলে জানিয়েছেন পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা...

জুলাই সনদে ‘ধর্মনিরপেক্ষতার’ অবস্থান অস্পষ্ট: ডেভিড বার্গম্যান

জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই জাতীয় সনদের সমন্বিত খসড়া পাঠিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা