খেলা

টাইগারদের নতুন সঙ্গী দারাজ

ক্রীড়া প্রতিবেদক : নিউজিল্যান্ড সফরের সময় বাংলাদেশ দলের সঙ্গে যুক্ত হয়েছিল ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি। এবার আসন্ন শ্রীলঙ্কা সিরিজে আগে বাংলাদেশ দলের টিম স্পন্সর হয়েছে আরেকটি শীর্ষ ই-কমার্স প্রতিষ্ঠান দারাজ। বুধবার (৭ এপ্রিল) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

বিসিবি জানিয়েছে, আজ থেকে দারাজের সঙ্গে টাইগারদের পথচলা শুরু, চলবে ৩০ নভেম্বর ২০২৩ সাল পর্যন্ত।

এবার খণ্ডকালীন স্পন্সর থেকে দীর্ঘমেয়াদি পথে হেঁটেছে বিসিবি। যেখানে তাদের পথচলার সঙ্গী হয়েছে অনলাইন মার্কেটপ্লেস দারাজ। প্রায় আড়াই বছরের চুক্তি দুই প্রতিষ্ঠানের মধ্যে। যেখানে বাংলাদেশ জাতীয় দলের পাশাপাশি নারী দল, এ দল এবং অনূর্ধ্ব-১৯ দলের জার্সিতে নিজেদের লোগো ব্যবহার করতে পারবে দারাজ। দারাজের সহযোগী প্রতিষ্ঠান হাংরিনাকি হবে দলের কিটস পার্টনার।

বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন দারাজকে বাংলাদেশ ক্রিকেটে স্বাগত জানিয়ে বলেন, ‘খুব অল্প সময়ের মধ্যে দারাজ বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় ই-কমার্স সাইট হয়ে উঠেছে। সর্বাধিক জনপ্রিয়তা অর্জন করেছে। দারাজ লক্ষ লক্ষ মানুষের দোরগোড়ায় গ্রাহক সেবা যেভাবে সরবরাহ করছে, বিশেষ করে করোনা মহামারির মধ্যে, তা সত্যিই প্রশংসনীয়।’

সুজন আরও যোগ করেন, ‘বিসিবি দারাজের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একটি সংস্থার সঙ্গে চুক্তি করতে পেরে আনন্দিত। আমি দারাজকে এগিয়ে আসার জন্য এবং তাদের ব্র্যান্ডকে বাংলাদেশ ক্রিকেটের সাথে সংযুক্ত করার জন্য ধন্যবাদ জানাই।’

দারাজের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তাহিদাল হক বলেন, ‘এটি জন্য একটা শুভ মুহূর্ত। কারণ, দেশের জন্য কিছু করার সুযোগ পাওয়াটা দারুণ প্রশান্তি দেয়। জাতীয় ক্রিকেট দলের পৃষ্ঠপোষক হয়ে আমরা খেলার সাথে জড়িত আবেগ ও গৌরবের অংশ হলাম। আমরা অনাগত বছরগুলোতে অনেক সাফল্য উদযাপন করতে মুখিয়ে আছি।’

করোনার কারণে দীর্ঘদিন টিম স্পন্সর ছিল না বাংলাদেশ দলের। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে বেক্সিমকোকে স্পন্সর হিসেবে পায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এরপর নিউজিল্যান্ড সিরিজের আগে নতুন স্পন্সরের খোঁজ শুরু করে বিসিবি। এই সিরিজে ইভ্যালির সঙ্গে চুক্তি হয় তাদের। নিউজিল্যান্ড সিরিজ শেষে সে সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়েছে। দারাজকে পেয়ে স্বস্তি ফিরলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডে।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্বল শাসন কাঠামোই বাংলাদেশে সরকার পতনের কারণ: দোভাল

দুর্বল শাসন কাঠামোই বাংলাদেশে সরকার পরিবর্তনের মূল...

আজ থেকে বন্ধ অর্ধকোটি মোবাইল সিম, বিটিআরসির কড়াকড়ি শুরু

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও নির্বাচনের আগে সিম ব্যবহারের অপব্যবহ...

আজ থেকে শুরু জাটকা ইলিশ ধরায় আট মাসের সারাদেশব্যাপী নিষেধাজ্ঞা

দেশের প্রধান মাছ ইলিশের উৎপাদন বৃদ্ধি ও টেকসই সংরক...

ঢাকার পাতাল মেট্রো প্রকল্পে স্থবিরতা, বাস্তবায়নে লাগবে আরও এক যুগ

দেশের প্রথম পাতাল মেট্রোরেল বাস্তবায়নে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ২০২...

শেখ হাসিনার সাবেক পিয়ন থেকে ‘কোটিপতি জাহাঙ্গীর’, ১০০ কোটি টাকার পাচার মামলা

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দপ্তরের সাবে...

দুই বছরের দায়িত্বে বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক শান্ত

ফের বাংলাদেশ টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক হলেন নাজমুল হোসেন শান্ত। ২০২৭ সাল পর্...

জামায়াতে ইসলামীর যুদ্ধ হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে: ড. রেজাউল করিম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের...

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতের প্রতি মির্জা ফখরুলের আহ্বান

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শেখ হাসিনাকে আইনের মুখোমুখি করতে হবে...

মোরেলগঞ্জে ইউপি চেয়ারম্যানের অনুপস্থিতিতে দুর্ভোগে ইউনিয়নবাসী

তৃণমূল পর্যায়ে জনগণের সেবা নিশ্চিত করে জীবনযাত্রার মান উন্নয়নে সরাসরি ভূমিকা...

কৃষকদের ক্ষতিপূরণের দাবিতে কাফনের কাপড় পড়ে বিক্ষোভ মিছিল

ময়মনসিংহের ভালুকায় ভরাডোবা ইউনিয়নের এক্সপেরিয়েন্স টেক্সটাইল মিলের কেমিক্যাল ম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা