খেলা

প্রথম দিন বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ 'সমান-সমান'

নিজস্ব প্রতিবেদক: ব্যাট-বলের লড়াইটা দারুণ ছিলো ঢাকা টেস্টের প্রথম দিনে (১১ বৃহস্পতিবার)। প্রথম দিনে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের স্কোরটা সমানে সমানই বলা যায়।

টস জিতে ব্যাটিং করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ প্রথম সেশনে আধিপত্য দেখায়। দ্বিতীয় সেশনে বাংলাদেশ লড়াইয়ে ফিরে সেশনটি নিজেদের করে নেয়। শেষ সেশন দুই দল ভাগাভাগি করে। সকাল সাড়ে ৯টায় মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়।

ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে ৯০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২২৩ রান সংগ্রহ করে। ওয়েস্ট ইন্ডিজ: বনার ৭৪*, ব্র্যাথওয়েট ৪৭, ক্যাম্পবেল ৩৬, ব্ল্যাকউড ২৮, জোশুয়া ২২*, মোসেলি ৭, মায়ার্স ৫। রাহী ২/৪৬, তাইজুল ২/৬৪, সৌম্য ১/৩০।

বাংলাদেশকে প্রথম উইকেটের জন্য অপেক্ষায় থাকতে হয়েছে ২১ ওভার। সাফল্য আসে তাইজুলের হাত ধরে। এই স্পিনারের বলে এলবিডাব্লিউয়ের ফাঁদে পড়েন জন ক্যাম্পবেল। ফেরার আগে ৬৮ বলে ৫ বাউন্ডারি ও ১ ছক্কায় খেলে গেছেন ৩৬ রানের ইনিংস।

দ্বিতীয় সাফল্য অবশ্য লাঞ্চের পরপরই আসে রাহীর সৌজন্যে। সাম্প্রতিক সময়ে টেস্টে বাংলাদেশের সবচেয়ে সফল পেসার তিনি। তবুও তাকে বসিয়ে চট্টগ্রাম টেস্টে এক পেসার নিয়ে সাজানো একাদশে নেওয়া হয়েছিল মোস্তাফিজুর রহমানকে। বাঁহাতি পেসার সুবিধা করতে না পারায় টিম ম্যানেজমেন্ট আবারও ফিরেছে পুরনো আস্থায়। প্রায় একবছর পর লাল বলের ক্রিকেটে ফিরে রাহী প্রথমবার উইকেট উদযাপন করেন শেন মোসেলিকে ফিরিয়ে। তার বলে বোল্ড হওয়া ক্যারিবিয়ান ব্যাটসম্যান ৩৮ বলে ১ বাউন্ডারিতে করেন ৭ রান।

প্রথম সেশনের হতাশা ঝেরে কী চমৎকারভাবেই না লাঞ্চের পর ঘুরে দাঁড়িয়েছিল বাংলাদেশ। এই সেশনে বাংলাদেশের সবচেয়ে বড় প্রাপ্তি কাইল মায়ার্সের উইকেট। চট্টগ্রামে বাংলাদেশকে বড় লজ্জা দিয়েছেন এই ব্যাটসম্যান। ৩৯৫ রানের লক্ষ্য টপকে ওয়েস্ট ইন্ডিজের জয়ের রূপকার তো তিনিই। অভিষেক টেস্টে হার না মানা ২১০ রানের ইনিংস খেলে ক্যারিবিয়ানদের এনে দিয়েছিলেন অবিশ্বাস্য জয়। সেই মায়ার্স সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে আউট হয়েছেন মাত্র ৫ রান করে।

বলতে গেলে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের প্রথম টেস্টে বাংলাদেশকে একাই হারিয়েছেন মায়ার্স। চতুর্থ দিনের শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমে পঞ্চম দিনের একেবারে শেষভাগে দুর্দান্ত ডাবলে জয় নিশ্চিত করেন ক্যারিবিয়ান ব্যাটসম্যান। স্বাভাবিকভাবেই ঢাকা টেস্টে তার ওপর ছিল বাড়তি নজর। যদিও এবার তাকে কিছুই করতে দেয়নি বাংলাদেশ, আরও স্পষ্ট করে বললে রাহী।

দ্বিতীয় টেস্টের একাদশে ফিরে দুর্দান্ত বোলিংয়ে ডানহাতি পেসার তুলে নিয়েছেন মায়ার্সের গুরুত্বপূর্ণ উইকেটটি। সৌম্য সরকারের হাতে ধরা পড়ার আগে বাঁহাতি ব্যাটসম্যান ১৮ বলে ১ বাউন্ডারিতে করেন ৫ রান।

মায়ার্সকে ফিরিয়ে ওয়েস্ট ইন্ডিজকে চেপে ধরে বাংলাদেশ। এই রাহীর শিকার হয়েই ফিরেছেন শেন মোসেলি (৭)। খানিক পর উইকেট উদযাপনে যোগ দেন সৌম্য। এই অলরাউন্ডার তুলে নেন ক্রেগ ব্র্যাটওয়েটের উইকেট। ফেরার আগে ক্যারিবিয়ান অধিনায়ক ১২২ বলে ৪ বাউন্ডারিতে করেন ৪৭ রান।

দ্বিতীয় সেশনটা তাই বাংলাদেশের। এই সেশনে স্বাগতিকদের প্রাপ্তি ৩ উইকেট। চা বিরতির পর আবার প্রতিরোধ সফরকারীদের। তবে ভালো কিছুর আভাস পাওয়া গিয়েছিল জার্মেইন ব্ল্যাকউডের আউটে। ৭৭ বলে ৫ বাউন্ডারিতে ২৮ রান করে তাইজুলকে ফিরতি ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি। তাতে ওয়েস্ট ইন্ডিজ হারায় পঞ্চম উইকেট।

ওই শেষ, এরপর প্রায় ২০ ওভার বল করেও আর সাফল্য পায়নি বাংলাদেশ। বনার আর জোশুয়ার প্রতিরোধে হতাশায় কেটেছে শেষ বিকেল। এই দুই ব্যাটসম্যান অবিচ্ছিন্ন ৪৫ রানের জুটি গড়েছেন ষষ্ঠ উইকেটে।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কোচিং সেন্টারে মিলল বিপুল অস্ত্র-বিস্ফোরক

রাজশাহী নগরীর কাদিরগঞ্জ এলাকায় একটি বাড়ি থেকে অস্ত্র ও বিস্ফোরক তৈরি সরঞ্জাম...

কোনো চাঁদাবাজকে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

কোনো চাঁদাবাজকে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র...

ফের ৯৮ বাংলাদেশিকে বিমানবন্দর থেকে ফেরত পাঠাল মালয়েশিয়া

ফের কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে ৯৮ বাংলাদেশিকে। বিম...

আলাস্কায় ট্রাম্প-পুতিন বৈঠক শেষ, যুদ্ধ স্থগিতের ঘোষণা নেই

যুক্তরাষ্ট্রের আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট...

‘গোপন রাজনীতি’, ছাত্রশিবির ও ডাকসু নির্বাচন নিয়ে উত্তপ্ত ঢাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেস্টরুম সংস্কৃতি এবং এই কেন্দ্রিক নির্যাতন গত ১৫ বছরে ছি...

চিকিৎসক নেতা নারায়ণ হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড

জাতীয় বক্ষব্যাধি হাসপাতালের সহকারী অধ্যাপক ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বা...

ভরাডুবির ভয়ে কিছু খুচরা পার্টি নির্বাচন চাচ্ছে না: দুদু

নির্বাচন হলে যাদের ভরাডুবি হবে তারাই নির্বাচন চাচ্ছে না বলে মন্তব্য করেছেন বি...

রিকশাচালককে কীসের ভিত্তিতে গ্রেপ্তার, ধানমন্ডি থানার ওসির ব্যাখ্যা তলব

রাজধানীর ধানমন্ডি ৩২ থেকে রিকশাচালক আজিজুর রহমানকে কীসের ভিত্তিতে গ্রেপ্তার ক...

প্রধান উপদেষ্টা নিজে ক্লিয়ার করেছেন, নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে: রিজওয়ানা

নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে বলে জানিয়েছেন পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা...

জুলাই সনদে ‘ধর্মনিরপেক্ষতার’ অবস্থান অস্পষ্ট: ডেভিড বার্গম্যান

জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই জাতীয় সনদের সমন্বিত খসড়া পাঠিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা