খেলা

ইমরান-শচীনদের সঙ্গে উইজডেনের সেরা একাদশে মুশফিক

ক্রীড়া ডেস্ক : কৈশোর পেরোনোর আগেই টেস্ট অভিষেক হওয়া ক্রিকেটারদের সংখ্যা নেহায়েত কম নয়। তবে তাদের মধ্যে পরবর্তীতে সাফল্য পেয়েছেন খুব কম ক্রিকেটার।

এবার এমন ক্রিকেটারদের নিয়ে সেরা একাদশ সাজিয়েছে ‘উইজডেন’। একাদশে আছেন বাংলাদেশের মুশফিকুর রহিম। দলটির অধিনায়ক ইমরান খান।

বিখ্যাত ক্রিকেট ম্যাগাজিনের কৈশোরেই অভিষেক হওয়াদের সেরা একাদশে আছেন ইমরান খান, শচীন টেন্ডুলকার, ওয়াসিম আকরাম, গ্যারি সোবার্সের মতো কিংবদন্তিরা। একাদশে মুশফিকুর ছাড়াও এখনও খেলে যাচ্ছেন এমন খেলোয়াড়দের মধ্যে মুশফিক ছাড়াও আছেন অজি পেসার প্যাট কামিন্স।

কৈশোরে অভিষিক্ত হওয়াদের একাদশ নির্বাচনের ক্ষেত্রে ক্রিকেট খেলুড়ে প্রতিটি দেশ থেকে একজন করে ক্রিকেটার বাছাই করেছে উইজডেন। এক্ষেত্রে কৈশোরে তাদের পারফরম্যান্সে নজর না দিয়ে পরবর্তীতে তাদের অবস্থান কেমন ছিল কিংবা আছে, সেদিকটাতে গুরুত্ব দেওয়া হয়েছে।

২০০৫ সালে প্রথমবারের মতো ইংল্যান্ড সফরে যায় বাংলাদেশ। অপরিচিত পরিবেশ আর সবুজ পিচে অনভ্যস্ত বাংলাদেশি ব্যাটসম্যানদের জন্য এই সফর ছিল একপ্রকার অগ্নিপরীক্ষা। অমন প্রতিকূল পরিবেশেও মাত্র ১৬ বছর বয়সী মুশফিক নেমে যান বাঘা বাঘা ইংলিশ পেসারদের মোকাবিলায়।

অবশ্য গা গরমের ম্যাচেই সাসেক্সের বিপক্ষে ৬৩ এবং নটিংহ্যামশায়ারের বিরুদ্ধে অপরাজিত ১১৫* রানের ইনিংস খেলে তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি। লর্ডসের মূল ম্যাচে মাত্র ১৯ রান করলেও লম্বা রেসের ঘোড়া হিসেবে ঠিকই তুলে ধরেন তিনি। বাংলাদেশের হয়ে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে ইতিহাসে নাম লেখিয়েছেন তিনি, দেশের জার্সিতে সবচেয়ে বেশি ডাবল সেঞ্চুরির (৩) রেকর্ডও তার।

ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে ২০০৫ সালে টেস্ট অভিষেক হয় মুশফিকের। এখন পর্যন্ত ৭০টি সাদা পোশাকের ম্যাচ খেলেছেন বগুড়ার এই ক্রিকেটার। ১৩০ ইনিংস ব্যাট করে ৩৬.৪৭ গড়ে তার সংগ্রহ ৪৪১৩ রান। ৭ সেঞ্চুরি, ২১ ফিফটির পাশাপাশি আছে ৩টি ডাবল সেঞ্চুরি। ২১৯ রানের ইনিংস তার সর্বোচ্চ।

বাংলাদেশি ক্রিকেটারকে সেরা একাদশে নেওয়ার ব্যাখ্যা দিতে গিয়ে উইজডেন জানায়, ‘এই বয়সেও অসাধারণ খেলে যাচ্ছেন মুশফিকুর রহিম। নিজের ধারাবাহিকতার নিদর্শনস্বরূপ সে বাংলাদেশের সেরা ব্যাটসম্যান। ছোট খাটো গড়নের এই ক্রিকেটার একমাত্র উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে ৩টি ডাবল সেঞ্চুরি করার কীর্তি গড়েছেন। নিজ দেশের মধ্যে ৬০ শতাংশ ডাবল সেঞ্চুরিই তার দখলে। ’

উইজডেনের কৈশোরে অভিষেক হওয়া সেরা টেস্ট একাদশ :

১। নিল হার্ভে
২। শচীন টেন্ডুলকার
৩। ডেনিস কম্পটন
৪। মার্টিন ক্রো
৫। গ্রায়েম পোলক
৬। গ্যারি সোবার্স
৭। মুশফিকুর রহিম (উইকেটরক্ষক)
৮। ইমরান খান (অধিনায়ক)
৯। অনিল কুম্বলে
১০। ওয়াসিম আকরাম
১১। প্যাট কামিন্স

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কোচিং সেন্টারে মিলল বিপুল অস্ত্র-বিস্ফোরক

রাজশাহী নগরীর কাদিরগঞ্জ এলাকায় একটি বাড়ি থেকে অস্ত্র ও বিস্ফোরক তৈরি সরঞ্জাম...

আলাস্কায় ট্রাম্প-পুতিন বৈঠক শেষ, যুদ্ধ স্থগিতের ঘোষণা নেই

যুক্তরাষ্ট্রের আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট...

কোনো চাঁদাবাজকে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

কোনো চাঁদাবাজকে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র...

রোহিঙ্গা সংকট সমাধানে মালয়েশিয়ার প্রভাব কাজে লাগাতে চায় বাংলাদেশ

দীর্ঘদিনের রোহিঙ্গা শরণার্থী সংকট মোকাবিলায় আন্তর্জাতিক প্রচেষ্টা জোরদার করা...

‘গোপন রাজনীতি’, ছাত্রশিবির ও ডাকসু নির্বাচন নিয়ে উত্তপ্ত ঢাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেস্টরুম সংস্কৃতি এবং এই কেন্দ্রিক নির্যাতন গত ১৫ বছরে ছি...

ফের ৯৮ বাংলাদেশিকে বিমানবন্দর থেকে ফেরত পাঠাল মালয়েশিয়া

ফের কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে ৯৮ বাংলাদেশিকে। বিম...

‘গোপন রাজনীতি’, ছাত্রশিবির ও ডাকসু নির্বাচন নিয়ে উত্তপ্ত ঢাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেস্টরুম সংস্কৃতি এবং এই কেন্দ্রিক নির্যাতন গত ১৫ বছরে ছি...

রোহিঙ্গা সংকট সমাধানে মালয়েশিয়ার প্রভাব কাজে লাগাতে চায় বাংলাদেশ

দীর্ঘদিনের রোহিঙ্গা শরণার্থী সংকট মোকাবিলায় আন্তর্জাতিক প্রচেষ্টা জোরদার করা...

কোনো চাঁদাবাজকে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

কোনো চাঁদাবাজকে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র...

আলাস্কায় ট্রাম্প-পুতিন বৈঠক শেষ, যুদ্ধ স্থগিতের ঘোষণা নেই

যুক্তরাষ্ট্রের আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা