খেলা

আর্সেনালের তাণ্ডবে দিশেহারা চেলসি

স্পোর্টস ডেস্ক : প্রিমিয়ার লিগে টানা ৮ ম্যাচে আর্সেনাল কোন ম্যাচ জিততে পারেনি, এর মধ্যে ঘরের মাঠে চার ম্যাচের তিনটিতেই হার। অন্যদিকে বেশ ভালো ফর্মেই ছিল চেলসি। তবে লন্ডন ডার্বিতে এমন বাজে ফর্মে থাকা আর্সেনালের কাছে পাত্তায় পেলো না ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের চেলসি। শেষ দিকে আবার পেনাল্টিও মিস করে ব্লুজরা। এমিরেটসে এদিন চেলসিকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়ে ৯ম ম্যাচে এসে প্রিমিয়ার লিগে জয় পেল আর্সেনাল।

টানা ৮ ম্যাচ জয়হীন থাকা আর্সেনালের বিপক্ষে জয় নিয়েই ভাবছিল চেলসি। কিন্তু ঘরের মাঠে নগরপ্রতিদ্বন্দ্বিদের একচুল ছাড় দেননি মিকেল আর্তেতার দল। ম্যাচের শুরু থেকেই ব্লুজদের চাপে রাখে গানার্সরা। অবশ্য ম্যাচে প্রথম বড় সুযোগ পায় চেলসিই, কিন্তু মেসন মাউন্টের বাঁকানো শট গোলপোস্টে লেগে ফিরে আসলে এমিরেটসে লিড নেওয়া হয়নি ল্যাম্পার্ডের দলের।

আক্রমণ প্রতি আক্রমণে ঠাসা ম্যাচে প্রথমার্ধের ৩০ মিনিটে অবশ্য এগিয়ে ছিল আর্সেনালই। আর এমন দুর্দান্ত আক্রমণাত্মক খেলার প্রতিদান আসে ম্যাচের ৩৩ মিনিটে, আর্সেনাল ডিফেন্ডার টিয়েরনিকে ডি বক্সের ভেতর ফাউল করেন চেলসি ডিফেন্ডার রিস জেমস। আর তাতেই আর্সেনালকে পেনাল্টি উপহার দেন রেফারি, স্পট কিক থেকে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন লাকাজেথ।

প্রথমার্ধ শেষের মাত্র মিনিট খানেক আগে আর্সেনালের লিড দ্বিগুণ করেন গ্রানিত শাকা। সাকাকে ফাউল করে কান্তে আর্সেনালকে ফ্রিকিক উপহার দেন, আর সেখান থেকে ফ্রিকিকে দুর্দান্ত এক গোল করেন শাকা। আর্সেনাল ২-০ গোলের লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে।

বিরতি থেকে ফিরে ম্যাচের ৫৬ মিনিটে অভিষিক্ত তরুণ এমিলি স্মিথের অ্যাসিস্ট থেকে দুর্দান্ত গোল করে আর্সেনালকে ৩-০ ব্যবধানে এগিয়ে নেন বুকায়ো সাকা। আর তাতেই এক প্রকার ম্যাচ শেষ হয় যায় চেলসির। ম্যাচের শেষ দিকে চতুর্থ গোলের দেখাও প্রায় পেয়ে গিয়েছিল আর্সেনাল। কিন্তু এলনের নেওয়া শট গোলপোস্টে লেগে ফিরে আসলে ব্যবধান ৪-০ করা হয়নি গানার্সদের।

তবে শেষ ১০ মিনিটে দুর্দান্ত খেলা চেলসির হারের ব্যবধান কমান টামি আব্রাহাম। কলাম হাডসন অডইয়ের অ্যাসিস্ট থেকে ম্যাচের ৮৫ মিনিটে গোল করে ব্যবধান ৩-১ করেন আব্রাহাম। নির্ধারিত সময়ের ৯০ মিনিটে ব্যবধান আরও একবার কমানোর সুযোগ পায় চেলসি। মেসন মাউন্টকে ডি বক্সের ভেতর ফাউল করেন মারি আর তাতেই পেনাল্টি পায় চেলসি কিন্তু স্পট কিক থেকে গোল করে ব্যর্থ হন ইতালিয়ান মিডফিল্ডার জর্জিনহো।

অন্তিম মুহূর্তের এমন মিসে শেষ পর্যন্ত ৩-১ গোলের ব্যবধানেই আর্সেনালের কাছে হারতে হয় চেলসিকে। এই জয়ের পরেও পয়েন্ট টেবিলের ১৪ নম্বরে আর্সেনাল। লিগে ১৫ ম্যাচে ৫টি জয়, ২টি ড্র আর ৮ হারে ১৭ পয়েন্ট গানার্সদের, অন্যদিকে সমান ম্যাচে ৭ জয় আর চারটি করে ড্র ও হারে ২৫ পয়েন্ট নিয়ে সাত নম্বরে চেলসি।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার দেখানো হলো একাত্তর টিভির সাবেক প্রধান সম্পাদক মোজাম্মেল বাবুকে

অভিযোগে বলা হয়, সেনা সমর্থিত সরকারের সময় ২০০৭ সালের ১৭ মার্চ তারা বৈশাখী টিভি...

দেশে মোট ভোটার ১২ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৯০০,খসড়া তালিকা প্রকাশ

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সম্পূরক খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্ব...

ট্রাম্পের দূতের হাতে বিশেষ পুরস্কার তুলে দিলেন পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্...

লুট হওয়া অস্ত্র উদ্ধারে তথ্য দিলে পুরস্কার দেবে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ছাত...

দেশে মোট ভোটার ১২ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৯০০,খসড়া তালিকা প্রকাশ

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সম্পূরক খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্ব...

ইভিএম বাতিল, ফিরছে ‘না’ ভোট

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম বাতিল করে ‘না’ ভোটের বিধান ফিরি...

অবহেলায় শিক্ষা খাত, সংস্কারে কমিশনও করা হয়নি

অন্তর্বর্তী সরকারের এক বছরে শিক্ষার মতো গুরুত্বপূর্ণ খাতে দৃশ্যমান পরিবর্তন হ...

ভোটের অধিকার বাস্তবায়ন না হওয়ার ষড়যন্ত্র হচ্ছে: তারেক রহমান

স্বৈরাচার পতনের আন্দোলনের প্রথম ধাপ শেষ হয়েছে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চ...

ডিসেম্বরের মধ্যে চট্টগ্রাম বন্দরে বিদেশি অপারেটর নিয়োগ

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মা...

রংপুরে দুজনকে পিটিয়ে হত্যার ঘটনা মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন: আসক

রংপুরে তারাগঞ্জ উপজেলা এলাকায় ভ্যান চুরির সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যার ঘটনায়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা