খেলা

শাখতারের কাছে আবারও হারল রিয়াল

স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠ আলফ্রেড ডি স্টেফানো স্টেডিয়ামে ইউয়েফা চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে শাখতার দোনেৎস্কের বিপক্ষে হেরে ২০২০/২১ মৌসুম শুরু করেছিল রিয়াল মাদ্রিদ। এবার ফিরতি লেগে আবারও ওই শাখতারের কাছে হেরে বসেছে ১৩ বারের চ্যাম্পিয়নরা। ইউক্রেনের কিয়েভে রামোসহীন রিয়াল মাদ্রিদ হেরেছে ২-০ গোলের ব্যবধানে। আর এই হারে গ্রুপ 'বি'র পয়েন্ট তালিকায় তিনে নেমে এসেছে লস ব্ল্যাঙ্কোসরা। আর চ্যাম্পিয়নস লিগের রাউন্ড অব ১৬'তে জায়গা করে নেওয়ার সমীকরণটাও কঠিন করে তুলেছে তারা।

এডেন হ্যাজার্ড নতুন করে চোটে পড়েছেন আর সার্জিও রামোস এখনও আগের চোট থেকে পুরোপুরি সেরে উঠতে পারেননি। তাই তো এই দুই মহারথীকে ছাড়াই ইউক্রেনে পাড়ি জমায় লস ব্ল্যাঙ্কোসরা। তবে এই সফরটা তাদের জন্য সুখকর হলো না। এদিন কিয়েভের হাড় কাঁপানো ঠান্ডায় নিজেদের যেন হারিয়েই ফেলেছিলেন জিদানের শিষ্যরা। ম্যাচের আগে কিয়েভের আবহাওয়ার রিপোর্ট জানাচ্ছিল মাঠের তাপমাত্রা শূণ্য ডিগ্রি সেলসিয়াস হবে, যা নেমে হতে পারে মাইনাস ২ কিংবা ৩ ও। এমন হিম শীতল স্টেডিয়ামে ইরোপিয়ান জায়ান্টদের বধ হলো।

রিয়াল মাদ্রিদ অবশ্য এদিন ভাগ্যকে কিছুটা দোষ দিতেই পারে। কেননা ম্যাচের শুরুতেই এগিয়ে যেতে পারত লস ব্ল্যাঙ্কোসরা। পঞ্চম মিনিটে করিম বেনজেমার পাস থেকে মার্কো অ্যাসেন্সিও গোলরক্ষকে ফাঁকি দিয়ে গোল বরাবর শট নেন কিন্তু তাঁর শট গোলপোস্টে লেগে ফিরে আসলে এ দফায় ব্যর্থ হয় রিয়াল। এরপর ম্যাচের ১১ মিনিটে মদ্রিচের দুর্দান্ত বল বেনজেমার কাছে পৌঁছলে তা সজোরে শট করেন তিনি কিন্তু এবার বাধা হয়ে দাঁড়ায় শাখাতারের গোলরক্ষক। দুর্দান্ত এক সেভে রিয়ালকে গোলশূন্য রাখেন তিনি।

এরপর খেলার সময় আধাঘণ্টা পেরুতে না পেরুতেই আরও আক্রমণাত্মক হয়ে ওঠে জিদানের দল। ম্যাচের ২৯ থেকে ৩২ মিনিট পর্যন্ত টানা তিনটি দুর্দান্ত আক্রমণ করে রিয়াল কিন্তু প্রত্যেকবারই লস ব্ল্যাঙ্কোসদের জন্য বাধা হয়ে দাঁড়ায় ট্রুবিন। আর এভাবেই গোলশূন্য অবস্থায় শেষ হয় দুই দলের প্রথমার্ধ।

বিরতি থেকে ফিরে খোলস ছেড়ে বেরিয়ে আসতে থাকে শাখতার। যার ফলাফল আসে ম্যাচের ৫৭ মিনিটের মাথায়, দেন্তিনহোর দারুণ এক গোল করে শাখতারকে ১-০ গোলের ব্যবধানে এগিয়ে নেন। এরপর গোলের জন্য মরিয়া হয়ে ওঠে রিয়াল কিন্তু কিছুতেই শাখতারের রক্ষণ ভাঙতে পারছিল না তারা। উল্টো ম্যাচের ৮২ মিনিটের মাথায় মাইকন বারবেরানের অ্যাসিস্ট থেকে শাখতারের লিড দ্বিগুন করেন মানোর সলোমন। শেষ দিকে রিয়াল মাদ্রিদ চেষ্টা করেও কোনো গোল করতে পারেনি। আর তাতেই শাখতারের মাঠে ২-০ গোলের হার মানতে হয় জিনেদিন জিদানের দলকে।

এই হারে রিয়াল মাদ্রিদ পয়েন্ট টেবিলের তিনে নেমে গেছে। ৫ ম্যাচে ২টি জয়, ২টি ড্র আর একটি হারে ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে বুরুশিয়া মুনশেনগ্ল্যাডবাখ, সমান ম্যাচে দুটি জয়, একটি ড্র আর দুটি হারে শাখতার ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। রিয়াল মাদ্রিদ দুই জয়, দুই হার আর এক ড্রতে ৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে।। এদিকে রোমেলো লুকাকুর জোড়া গোলে অবশেষে জয় পেয়েছে ইন্টার মিলান। বুরুশিয়া মুনশেনগ্ল্যাডবাখকে ৩-২ গোলের ব্যবধানে হারিয়েছে তারা। এটি এই মৌসুমের চ্যাম্পিয়নস লিগে তাদের প্রথম জয়।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার দেখানো হলো একাত্তর টিভির সাবেক প্রধান সম্পাদক মোজাম্মেল বাবুকে

অভিযোগে বলা হয়, সেনা সমর্থিত সরকারের সময় ২০০৭ সালের ১৭ মার্চ তারা বৈশাখী টিভি...

দেশে মোট ভোটার ১২ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৯০০,খসড়া তালিকা প্রকাশ

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সম্পূরক খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্ব...

ট্রাম্পের দূতের হাতে বিশেষ পুরস্কার তুলে দিলেন পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্...

লুট হওয়া অস্ত্র উদ্ধারে তথ্য দিলে পুরস্কার দেবে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ছাত...

দেশে মোট ভোটার ১২ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৯০০,খসড়া তালিকা প্রকাশ

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সম্পূরক খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্ব...

অবহেলায় শিক্ষা খাত, সংস্কারে কমিশনও করা হয়নি

অন্তর্বর্তী সরকারের এক বছরে শিক্ষার মতো গুরুত্বপূর্ণ খাতে দৃশ্যমান পরিবর্তন হ...

ভোটের অধিকার বাস্তবায়ন না হওয়ার ষড়যন্ত্র হচ্ছে: তারেক রহমান

স্বৈরাচার পতনের আন্দোলনের প্রথম ধাপ শেষ হয়েছে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চ...

ডিসেম্বরের মধ্যে চট্টগ্রাম বন্দরে বিদেশি অপারেটর নিয়োগ

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মা...

রংপুরে দুজনকে পিটিয়ে হত্যার ঘটনা মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন: আসক

রংপুরে তারাগঞ্জ উপজেলা এলাকায় ভ্যান চুরির সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যার ঘটনায়...

রেদওয়ান রনির বিরুদ্ধে পেশাগত হয়রানি অভিযোগ

ওটিটি প্ল্যাটফর্ম চরকির সিইও, নির্মাতা রেদওয়ান রনির বিরুদ্ধে পেশাগত হয়রানি, ভ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা