খেলা

আত্মহত্যা করলেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটার

ক্রীড়া প্রতিবেদক : দেশের ক্রিকেটে আলো ছড়ানোর প্রত্যয়ে লাল-সবুজের জার্সি গায়ে চাপিয়েছিলেন সজীব হোসেন। খেলেছিলেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের হয়ে। তবে খুব অল্পতেই নিভে গেল জীবন প্রদীপ। নিজেকে দুনিয়ার মায়ায় বেশিদিন জড়ালেন না রাজশাহীর এই তরুণ ক্রিকেটার। গত শনিবার আত্মহত্যা করেছেন তিনি।

২০১৮ সালে হওয়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য বাংলাদেশ দলে ডাক পেয়েছিলেন সজীব। সাইফ হাসানের নেতৃত্বে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে খেলেছিলেন। ছিলেন যুব এশিয়া কাপের স্কোয়াডে। তবে বিশ্বকাপের মূল দলে জায়গা হারান সজীব। স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছিল তাকে।

এরপর ঘরোয়া ক্রিকেটে মনোযোগ দেন সজীব। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে খেলেছেন উত্তরা স্পোর্টিং ক্লাবের হয়ে। এরপর ডানহাতি এই ব্যাটসম্যান ঢাকার পাঠ চুকিয়ে নিজ এলাকা রাজশাহীতে ক্রিকেট চালিয়ে যান। সেখানে শনিবার গভীর রাতে নিজ ঘরে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন ২১ বছর বয়সী এই ক্রিকেটার।

বিসিবির গেম ডেভলপমেন্ট বিভাগের ম্যানেজার আবু এনাম মোহাম্মদ কায়সার বলেন, ‘সজীব আসলে আমাদের ২০১৮ অনূর্ধ্ব-১৯ ব্যাচের ক্রিকেটার ছিল। সাইফ, আফিফ এদের সাথে খেলেছে। সে আমাদের বিশ্বকাপ স্কোয়াডে স্ট্যান্ডবাই ছিল। শ্রীলঙ্কার সাথে ম্যাচ খেলছে। এশিয়া কাপেও ছিল। এটা খুবই দুঃখজনক। শোনার পর খুব খারাপ লাগছে।’

শোনা যাচ্ছে আসন্ন পাঁচ দলীয় বঙ্গবন্ধু টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে সুযোগ না পাওয়ার হতাশায় এই পথে হেঁটেছেন সজীব। তবে এমনটা অবশ্য মনে করছেন না কায়সার। বিসিবির গেম ডেভলপমেন্ট ম্যানেজার জানান, এই টুর্নামেন্টের খেলোয়াড় ড্রাফটেই নাম ছিল না সজীবের। সেখানে তার সুযোগ না পাওয়া অনুমেয় ব্যাপার ছিল।

কায়সার বলেন, ‘দেখেন হতাশা কিনা এটা তো আসলে বলা মুশকিল। কারণ, সে কয়েক বছর ধরে সেভাবে খেলার মধ্যে ছিল না বলা যায়। অনেকটা রাজশাহী কেন্দ্রিক হয়ে পড়েছিল সে। ঢাকাতে ফার্স্ট ডিভিশন, প্রিমিয়ার লিগে যতটুকু খেলেছে।’

‘সে তো আসলে আসন্ন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের ড্রাফটেও ছিল না। তো হতাশ হওয়ার কিছু আছে বলে মনে হয় না। সে কিন্তু গত পরশুদিনও রাজশাহীতে একটা ম্যাচ খেলেছে। কেন এমনটা করলো আমরা এখনো সঠিকভাবে বলতে পারছি না। যেটা হয়েছে এটা আসলেই দুঃখজনক।’– সাথে যোগ করেন তিনি।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে হাতিয়াতে উঠান বৈঠক

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষ...

ইসলামী ব্যাংক কর্মকর্তাদের বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষার ফলাফল প্রকাশ

ইসলামী ব্যাংক কর্মকর্তাদের বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষার ফলাফল প্রকাশ ইসলাম...

বাগেরহাটের কলার বাম্পার ফলন

বাগেরহাটের মোরেলগঞ্জে কলার বাম্পার ফলন হয়েছে। জমিতে বসেই কলার দাম ভালো পাওয়ায়...

ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে শাপলা চত্বরের ঘটনা

ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে শাপলা চত্বরের গণহত্যার ঘটনা এমন মন্তব্য কর...

একীভূত হচ্ছে না গণঅধিকার পরিষদ ও এনসিপি

সম্প্রতি গুঞ্জন উঠে দেশের তরুণদের নিয়ে গঠিত দল দুইটি একীভূত হওয়ার বিষয়ে। তবে...

সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার, বিমানবন্দরে এনসিপির সংবাদ সম্মেলন বর্জন

রাজধানী ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্য...

ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে লন্ডনে চিকিৎসাধীন ইলিয়াস কাঞ্চন

নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের প্রতিষ্ঠাতা ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ব্রেন...

আ.লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নেবে জনগণ, সরকার নয়: এজেডএম জাহিদ হোসেন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, প্রধান উপদেষ্টার ব...

জামায়াত আমিরের সাথে সুইডেন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত সুইডেনে...

দেশে ভূমিধস-জলাবদ্ধতার শঙ্কা, ৮ বিভাগেই ভারী বৃষ্টির সতর্কতা

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী ৭২ ঘণ্টায় রা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা