ছবি: সংগৃহীত
খেলা

বাংলাদেশ-শ্রীলঙ্কার গল টেস্ট ড্র

স্পোর্টস ডেস্ক

বাংলাদেশ-শ্রীলঙ্কার গল টেস্ট ড্র হয়েছে। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি ড্র হল।

গলে বৃষ্টিবিঘ্নিত শেষ দিনে শ্রীলঙ্কাকে মাত্র ৩৭ ওভার ব্যাটিংয়ের সুযোগ দিয়ে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। লঙ্কানরা ৩২ ওভারে ৪ উইকেট হারিয়ে ৭২ রান তোলার পর ড্র মেনে নেয় দুই দল।

বাংলাদেশ দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ৬ উইকেটে ২৮৫ রান নিয়ে। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান নাজমুল হোসেন শান্ত দ্বিতীয় ইনিংসে অপরাজিত থাকেন ১২৫ রান করে।

তবে শান্ত ও মুশফিকুর রহিমের ব্যাটিং ছিল খুবই ধীরগতির। বাংলাদেশের ইনিংস ঘোষণার দেরি নিয়েও প্রশ্নের অবকাশ থাকে যথেষ্টই।

৩ উইকেটে ১৭৭ রান নিয়ে শনিবার দিন শুরু করে বাংলাদেশ। বৃষ্টির আগে ১৯ ওভার খেলে মাত্র ৬০ রান আসে শান্ত ও মুশফিকের জুটিতে। বাউন্ডারি ছিল কেবল পাঁচটি।

১০২ বলে ৪৯ রান করে রান আউট হন মুশফিক। এরপরই বৃষ্টি নেমে খেলা বন্ধ থাকে তিন ঘণ্টা।

দুপুরে যখন খেলা শুরু হয়, দিনের বাকি তখন ৫০ ওভার। বিস্ময় উপহার দিয়ে আবার ব্যাটিংয়ে নামে ২৪৭ রানে এগিয়ে থাকা বাংলাদেশ।

লিটন দাস (৩) ও জাকের আলি (২) বিদায় নেন দ্রুতই। নাঈম হাসানকে নিয়ে মন্থর গতিতে সেঞ্চুরির দিকে এগিয়ে যান শান্ত। বাউন্ডারিবিহীন টানা ১৩ ওভারের বেশি কাটিয়ে সেঞ্চুরি পূরণ করেন ১৯০ বলে।

এক টেস্টে দুই সেঞ্চুরি একাধিকবার করা বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান তিনি। অধিনায়ক হিসেবে এক টেস্টে জোড়া সেঞ্চুরি করা ষোড়শ ক্রিকেটার।

সেঞ্চুরির পর দুই ওভারে তিনটি ছক্কা মেরে ইনিংস ছেড়ে দেন তিনি।

শ্রীলঙ্কা ব্যাটিংয়ে নেমে প্রথম ছয় ওভারে ছয়টি বাউন্ডারি মারলেও দ্রুতই স্পিনাররা ছন্দ পেয়ে যাওয়ার পর ধুঁকতে থাকে। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান পাথুম নিসাঙ্কাকে ২৪ রানে থামান নাঈম হাসান। দারুণ বোলিংয়ে তিন উইকেট নেন তাইজুল।

অভিষিক্ত লাহিরু উদারা ফেরেন ৯ রানে। ক্যারিয়ারের শেষ ইনিংসে ৪৫ বলে ৮ রান করে আউট হন অ্যাঞ্জেলো ম্যাথিউস। সিলি পয়েন্টে চমৎকার রিফ্লেক্স ক্যাচ নেন মুমিনুল হক। আরেক অভিজ্ঞ দিনেশ চান্ডিশাল ৪৪ বলে ৬ রান করে আউট হন দুর্দান্ত ডেলিভারিতে।

শেষ দিকে তাইজুলের বলে মিড অফে কামিন্দু মেন্ডিসের ক্যাচ ছাড়েন মুশফিক।

সিরিজের শেষ টেস্ট কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে শুরু বুধবার।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ১ম ইনিংস: ৪৯৫

শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৪৮৫

বাংলাদেশ ২য় ইনিংস: ৮৭ ওভারে ২৮৫/৬ ডিক্লে. (আগের দিন ১৭৭/৩) (শান্ত ১২৫*, মুশফিক ৪৯, লিটন ৩, জাকের ২, নাঈম ৭*; আসিথা ৮-০-৩১-০, জয়াসুরিয়া ২৯-৩-৯২-১, থারিন্ডু ২৯-১-১০২-১, মিলান ১২-৪-২৬-১, ধানাঞ্জায়া ৮-০-২৭-০, কামিন্দু মেন্ডিস ১-০-২-০)।

শ্রীলঙ্কা ২য় ইনিংস (লক্ষ্য ২৯৬): ৩২ ওভারে ৭২/৪ (নিসাঙ্কা ২৪, উদারা ৯, চান্ডিমাল ৬, ম্যাথিউস ৮, কামিন্দু ১২*, ধানাঞ্জায়া ১২*; হাসান ৩-০-১৯-০, তাইজুল ১৬-৩-২৩-৩, নাঈম ১৩-৪-২৯-১)।

ফল: ম্যাচ ড্র

সিরিজ: দুই ম্যাচ সিরিজে ০-০ সমতা।

ম্যান অব দা ম্যাচ: নাজমুল হোসেন শান্ত।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

স্মরণকালের রেকর্ডসংখ্যক মানুষের অংশগ্রহণে খালেদা জিয়ার জানাজা সম্পন্ন

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম...

মরহুমা কারও থেকে ঋণ নিয়ে থাকেলে আমার সঙ্গে যোগাযোগ করবেন: তারেক রহমান

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম...

মুন্সীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ককটেলসহ ৩ জন আটক

মুন্সীগঞ্জ সদরের চরাঞ্চলের মোল্লাকান্দি ইউনিয়নের নতুন আমঘাটা গ্রামে সহিংসতা ও...

সাতবাড়িয়া প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ

যশোর জেলার কেশবপুরে সাতবাড়িয়া প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষার্থীদের বার্ষিক পরীক...

মুন্সীগঞ্জ-১ আসনে দুইজনের মনোনয়নপত্র বাতিল

মুন্সীগঞ্জ-১ (সিরাজদীখান-শ্রীনগর) আসনে দুই স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাত...

মোরেলগঞ্জ প্রেসক্লাবে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

বাংলাদেশের রাজনীতি ও গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম প্রধান ব্যক্তিত্ব, তিনবারের...

ইসলামী ব্যাংকে এক হাজার ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসারের ওরিয়েন্টেশন

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে এক হাজার নতুন ট্রেইনি অ্যাসিস্ট্যান্...

ফেনীতে প্রাথমিকে শতভাগ বই এলেও মাধ্যমিকে অর্ধেকেরও কম সরবরাহ

নতুন শিক্ষাবর্ষ শুরু হলেও এবারও বছরের প্রথম দিনে শতভাগ বই পাচ্ছে না শিক্ষার্থ...

এনইআইআর চালুর প্রতিবাদে বিটিআরসি ভবনে হামলা-ভাঙচুর

মোবাইল ফোন হ্যান্ডসেট নিবন্ধনের বাধ্যবাধকতার অংশ হিসেবে বৃহস্পতিবার (১ জানুয়া...

পানছড়িতে বিজিবি'র অভিযানে অবৈধ সেগুন কাঠ জব্দ

খাগড়াছড়ির পানছড়িতে অবৈধভাবে কর্তন করা ৬২.৪৬ ঘনফুট সেগুনকাঠ জব্দ করেছে বর্ডা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা