ছবি: সংগৃহীত
খেলা

এখনই ক্যাবরেরার ছাঁটাই নয়- বাফুফে

স্পোর্টস ডেস্ক

বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচে হারের পর ক্যাবরেরাকে নিয়ে সমালোচনার ঝড় ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সিঙ্গাপুর যে মানের ফুটবল খেলেছে, তাদের কাছে বাংলাদেশের হার দেখে বিস্মিত হয়েছিলেন সবাই। ১০ জুন জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে ২-১ গোলের পরাজয়ে বেশির ভাগই কাঠগড়ায় তুলেছেন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরাকে। সামাজিক যোগাযোগমাধ্যমে যেমন ক্যাবরেরা হটাও রব উঠেছে, তেমনি বাফুফে নির্বাহী এক সদস্যও সেই সুরে প্রকাশ্যে কথা বলেছেন।

নানা দিকের সমালোচনায় ধারণা করা হয়েছিল, দ্রুতই কোচ ক্যাবরেরাকে বরখাস্ত করা হবে। এ মুহূর্তে সেই পথে হাঁটছে না বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ৯ ও ১৪ অক্টোবর হংকংয়ের বিপক্ষে দুটি ম্যাচ পর্যন্ত টিকে যাচ্ছেন এ স্প্যানিয়ার্ড। গতকাল এ বিষয়টি নিশ্চিত করেছে বাফুফের একটি সূত্র, ‘এখন ক্যাবরেরাকে ছাঁটাই করলে নতুন কোচ পাব কোথা থেকে? আগে তো আপনাকে নতুন কয়েকজনের সঙ্গে কথা বলতে হবে। একজনকে চূড়ান্ত করার পরে গিয়ে আপনি ক্যাবরেরাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন। আমি এটুকু বলতে পারি, হংকং ম্যাচ পর্যন্ত এই কোচ থাকবেন।’

ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা দেওয়ান চৌধুরী, কানাডাপ্রবাসী শমিত সোম, ইতালিয়ান ফাহমিদুল ইসলামের মতো উঁচুমানের ফুটবলার থাকা সত্ত্বেও সিঙ্গাপুরের সঙ্গে পেরে ওঠেনি বাংলাদেশ। এই ম্যাচ নিয়ে কাটাছেঁড়া করতে গিয়ে সাবেক ফুটবলাররা ক্যাবরেরার ট্যাকটিস নিয়ে প্রশ্ন তুলেছেন। বিশেষ করে উইঙ্গার রাকিব হোসেনকে নাম্বার নাইনে খেলানোয় কোচের কৌশলের সমালোচনা করেছেন অনেকে। ম্যাচের শেষ দিকে একের পর এক কর্নার আদায় করার পরও সেট পিস স্পেশালিস্ট নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়াকে মাঠে না নামানোর যুক্তি খুঁজে পাচ্ছিলেন না ফুটবলবোদ্ধারা।

সমালোচনায় জেরবার ক্যাবরেরা ম্যাচের পরদিন স্পেনে চলে যাওয়াটাও ভালোভাবে নেয়নি বাফুফের একটি অংশ। ক্যাবরেরার ছুটি নিয়ে দ্বিমত থাকলেও সিঙ্গাপুর ম্যাচে তাঁর দলকে খেলানোর কৌশল যে ভুল ছিল, তাতে একমত ফুটবল ফেডারেশনের কর্তারা। ক্যাবরেরার ওপর বলতে গেলে সবাই ক্ষুব্ধ। সবাই এতটুকু বুঝতে পেরেছেন, সিঙ্গাপুরের খেলার কৌশল ধরতে পারেননি ক্যাবরেরা। তাই বলে তাড়াহুড়া করে কোনো সিদ্ধান্ত নিতে চাচ্ছেন না তারা।

সিঙ্গাপুর ম্যাচে বাংলাদেশের ভুলগুলো নিয়ে কাজ করছে টেকনিক্যাল কমিটি। সেই ম্যাচে কোচ ক্যাবরেরার কৌশলে কী ভুল ছিল, বাংলাদেশের ফুটবলারদের পারফরম্যান্সের পরিসংখ্যান; সবকিছু কয়েক দিনের মধ্যেই তুলে ধরার কথা বাফুফে টেকনিক্যাল কমিটির। তখনই মূলত ক্যাবরেরার ব্যাপারে একটা ধারণা পাবে ফেডারেশন।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে হাতিয়াতে উঠান বৈঠক

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষ...

ইসলামী ব্যাংক কর্মকর্তাদের বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষার ফলাফল প্রকাশ

ইসলামী ব্যাংক কর্মকর্তাদের বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষার ফলাফল প্রকাশ ইসলাম...

বাগেরহাটের কলার বাম্পার ফলন

বাগেরহাটের মোরেলগঞ্জে কলার বাম্পার ফলন হয়েছে। জমিতে বসেই কলার দাম ভালো পাওয়ায়...

ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে শাপলা চত্বরের ঘটনা

ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে শাপলা চত্বরের গণহত্যার ঘটনা এমন মন্তব্য কর...

একীভূত হচ্ছে না গণঅধিকার পরিষদ ও এনসিপি

সম্প্রতি গুঞ্জন উঠে দেশের তরুণদের নিয়ে গঠিত দল দুইটি একীভূত হওয়ার বিষয়ে। তবে...

ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে লন্ডনে চিকিৎসাধীন ইলিয়াস কাঞ্চন

নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের প্রতিষ্ঠাতা ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ব্রেন...

আ.লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নেবে জনগণ, সরকার নয়: এজেডএম জাহিদ হোসেন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, প্রধান উপদেষ্টার ব...

জামায়াত আমিরের সাথে সুইডেন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত সুইডেনে...

দেশে ভূমিধস-জলাবদ্ধতার শঙ্কা, ৮ বিভাগেই ভারী বৃষ্টির সতর্কতা

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী ৭২ ঘণ্টায় রা...

আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো সম্ভাবনা নেই

রাজনৈতিক কার্যক্রমে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো সম্ভাবনা নেই বল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা