খেলা

টেস্ট খেলতে মরিয়া সাইফউদ্দিন

স্পোর্টস ডেস্ক:

পেস বোলিং অলরাউন্ডার হিসেবে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে নিজের জায়গা ইতিমধ্যেই পাকা করেছেন মোহাম্মদ সাইফউদ্দিন। পরীক্ষিত বোলার হিসেবে সীমিত ওভারের ক্রিকেটে বাংলাদেশ জাতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্যে পরিণত হয়েছেন। যদিও টেস্ট দলে এখনো জায়গাই করে নিতে পারেননি, হয়নি অভিষেকও। তবে তরুণ এই অলরাউন্ডার বাংলাদেশ টেস্ট দলের প্রাথমিক স্কোয়াডে ডাক পেয়েছে।

২২টি ওয়ানডে ও ১৫টি টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা নিয়ে সাইফউদ্দিন অবশ্যই টেস্ট অভিষেকের যোগ্যতা অর্জন করেছেন, অন্তত এদেশের ক্রিকেটীয় প্রেক্ষাপট বিচারে। তবে সেক্ষেত্রে বাঁধ সেধেছে চোট। পিঠের ইঞ্জুরির কারণে অতীতে লম্বা সময় মাঠের বাইরে থাকতে হয়েছে। সাইফউদ্দিনকে তাই টেস্টে মত অধিক ধকলের ফরম্যাটে নিতে গেলে অনেক ভাবতে হয় নির্বাচকদের। চোট পুরোপুরি না সারলেও নিজেকে অনেকটাই ফিট করে সাইফউদ্দিন এবার মাঠে ফিরেছেন টেস্ট সিরিজকে সামনে রেখেই।

গণমাধ্যমকে সাইফউদ্দিন জানিয়েছেন, সুযোগ পেলে টেস্টেও নিজেকে উজাড় করে দেবেন।

তিনি বলেন, ‘সব ক্রিকেটারেরই টেস্ট ক্রিকেটার হওয়ার স্বপ্ন থাকে। যেহেতু প্রথমবারের মত টেস্ট স্কোয়াডে ডাক পেয়েছি। সুযোগ পেলে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব।’

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের জন্য ঘোষিত প্রাথমিক স্কোয়াডের অংশ হিসেবে মিরপুরে স্কিল ক্যাম্প করছেন সাইফউদ্দিন। লকডাউনের বন্দীদশা কাটিয়ে আগের মত একত্রিত হতে পেরে খুশি এই তরুণ ক্রিকেটার।

তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, দীর্ঘ ৬-৭ মাস পর দলের সঙ্গে মিরপুরে অনুশীলন করছি। আমি খুবই আনন্দিত। উৎসাহ নিয়ে সেন্ট্রাল উইকেটে বোলিং করেছি। সামনে আরও কিছু দিন সময় পাবো। যতোটা উন্নতি করা যায়, সেই চেষ্টা করবো।’

সান নিউজ/ বিএম/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নীলফামারী ইপিজেডে শ্রমিক হত্যাকান্ডের বিচার কর - বাসদ

নীলফামারী ইপিজেডে শ্রমিক হত্যাকান্ডের বিচারের দাবি করেছেন বাংলাদেশের সমাজতান্...

নীলফামারী ইপিজেডে শ্রমিক হত্যাকান্ডের বিচার কর - বাসদ

নীলফামারী ইপিজেডে শ্রমিক হত্যাকান্ডের বিচারের দাবি করেছেন বাংলাদেশের সমাজতান্...

লক্ষীপুর পৌরসভায় মাসিক ৬৫ লাখ টাকা উদ্বৃত্তের পরও ঋণ ২৬ কোটি টাকা: প্রশাসক জসিম

লক্ষ্মীপুর পৌরসভা প্রশাসক মো. জসিম উদ্দিন বলেন, পৌরসভায় নিয়মের কোন বালাই ছিল...

বাকৃবি অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধ ঘোষণা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) চলমান অস্থিরতার জেরে বিশ্ববিদ্যালয় কর...

ডাকসু নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের হিড়িক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আর ৮ দিন বাকি আছে।...

বিএনপি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধের পক্ষে নয়

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশের চলমান রাজনৈতিক উত্তেজনার মধ্যে বিএনপি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা