খেলা

ভিদালের নতুন ঠিকানা ইন্টারমিলান

স্পোর্টস ডেস্ক :
এবার বার্সেলোনাকে গুডবাই জানিয়ে দিলেন বার্সার চিলিয়ান মিডফিল্ডার আরতুরো ভিদাল। যোগ দিয়েছেন ইতালিয়ান ক্লাব ইন্টারমিলানে।পরিবর্তনের ঢেউ অব্যাহত রয়েছে বার্সেলোনা ক্লাবে। লিওনেল মেসিকে আটকে রাখতে পারলেও, বেশ কিছু সিনিয়র ফুটবলারকে ছেড়ে দেয়ার লক্ষ্য আগেই ঠিক করে রেখেছিল কাতালানরা। সে হিসেবে আগেই বার্সা ছেড়েছেন ইভান রাকিটিচ। ক্লাব ছাড়ছি ছাড়ছি করছেন লুইস সুয়ারেজ ও।

ক্লাবের সঙ্গে রিলিজ ক্লজ ইস্যুতে আইনি লড়াইয়ে না জড়িয়ে চুক্তির আরও একবছর বার্সাতেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার; কিন্তু গত কয়েক মৌসুমে ক্লাবে তার দুই বিশ্বস্ত ছায়াসঙ্গীকে চলতি মৌসুমে আর পাচ্ছেন না লিও। লুইস সুয়ারেজের অ্যাটলেটিকোয় যোগদানের বিষয়টি এখনও অফিসিয়ালি ঘোষণা না হলেও বার্সা ছেড়ে ইন্টার মিলানে যোগ দেয়ার বিষয়টি নিশ্চিত হল আর্তুরো ভিদালের।

নতুন কোচ রোনাল্ড কোম্যান দলে আসার পরই সুয়ারেজের পাশাপাশি বাতিলের খাতায় চলে যান ভিদালও। সুযোগ পেয়ে বার্সা থেকে চিলির মিডফিল্ডারকে ১ মিলিয়ন ইউরোর বিনিময়ে দলে নিল ইতালির ক্লাবটি। ‘আর্তুরো ভিদালের ট্রান্সফারের বিষয়টি নিয়ে বার্সেলোনা এবং ইন্টার মিলান দু’পক্ষই চূড়ান্ত সম্মতি প্রদান করেছে’- এক বিবৃতিতে জানিয়েছে বার্সেলোনা।

২০১৮ সালে বায়ার্ন মিউনিখ থেকে ব্লুগরানা ক্লাবে যোগ দিয়েছিলেন চিলির জাতীয় দলের এই ফুটবলার। বার্সার হয়ে সবধরনের প্রতিযোগীতা মিলে দু’মৌসুমে ৯৬টি প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছেন ভিদাল। গোল করেছেন ১১টি।

প্রথম মৌসুমেই বার্সেলোনার লা-লিগা জয়ী দলের সদস্য ছিলেন তিনি; কিন্তু ২০১৯-২০ মৌসুম শেষেই বার্সার বোঝা হয়ে দেখা দেন চিলির এই ফুটবলার। ডাচ কোচ রোনাল্ড কোম্যানের পছন্দের তালিকায় না থাকায় তরুণদের জন্য ভিদালকে জায়গা ছেড়ে দেওয়ার ব্যাপারে কথা শুনিয়ে রেখেছিলেন বার্সা প্রেসিডেন্ট হোসে মারিয়া বার্তোম্যু।

ইন্টার মিলানে যোগ দেয়ায় ভিদাল পুনরায় খেলবেন কোচ অ্যান্তোনিও কন্তের সঙ্গে। ২০১১-১৫ জুভেন্টাসে থাকাকালীন কন্তের অধীনে খেলেছেন ভিদাল। অর্থাৎ, পাঁচ বছর পর নতুন ক্লাবে পুনরায় পুরনো কোচের সঙ্গে মিলিত হবেন ভিদাল।

চিলির মিডফিল্ডারকে দলে নিয়ে ইন্টার মিলান তাকে ‘যোদ্ধা’ হিসেবে সম্বোধন করেছে। ইতালিয়ান ক্লাবটি জানিয়েছে, ‘আজ থেকে আমাদের ক্লাবে ভিদাল একজন প্রথম সারির ফুটবলার হিসেবে বিবেচিত হবেন। বরাবরের মতো যার লক্ষ্য থাকবে লড়াই ছুঁড়ে দেওয়া, সবটুকু উজাড় করে দেওয়া এবং যুদ্ধ জয় করা।’

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সালমান শাহ হত্যার অভিযোগে সামীরাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা

প্রখ্যাত চিত্রনায়ক সালমান শাহকে পূর্বপরিকল্পিতভাবে...

‘সময় নষ্ট করতে চাই না’- পুতিনের সঙ্গে আলোচনায় না ট্রাম্প

ইউক্রেন যুদ্ধ নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতি...

শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি

শিক্ষা উপদেষ্টার বিরুদ্ধে ‘অসম্মানজনক আচরণের’ অভিযোগ তুলে তার পদত...

মাদক ব্যবসায়ীর ছেলে-স্ত্রীর বিরুদ্ধে মাকে হত্যাচেষ্টার অভিযোগ

বাগেরহাটের মোল্লাহাট উপজেলার আস্থাইল গ্রামে মাকে হত্যার চেষ্টা, বসতঘর ভাঙচুর...

যুদ্ধবিরতির আড়ালে ১৫৩ টন বোমা, গাজার নিস্তব্ধতা ভাঙলেন নেতানিয়াহু নিজেই

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধবিরতি লঙ্ঘনের...

টাইফয়েড টিকাদান কর্মসূচি ১০ দিনে, দেড় কোটির বেশি শিশু টিকার আওতায়

চলমান টাইফয়েড টিকাদান কর্মসূচির প্রথম ১০ দিনেই ১ কোটি ৫০ লাখেরও বেশি শিশুকে...

ঢাকায় ব্যস্ত বৃহস্পতিবার: বিএনপি-জাতীয় পার্টির একাধিক সভা ও বৈঠক

রাজধানী ঢাকায় আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) নানা রাজ...

অলিখিত ফাইনাল আজ: ট্রফি জয়ের মিশনে টাইগাররা

বাংলাদেশের সামনে জয়ের হাতছানি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে জ...

বিএনপি ছেড়ে আওয়ামী লীগে ফয়জুল করিম, ‘শেখ হাসিনাই একমাত্র আশ্রয়স্থল’

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান সরকারের সাবেক স্ব...

শেখ হাসিনার রায়ের তারিখ ঘোষণা আজ

২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মানব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা