উপসচিব হিসেবে পদোন্নতির পরপরই গাড়ি ঋণ নয়
জাতীয়

উপসচিব হিসেবে পদোন্নতির পরপরই গাড়ি ঋণ নয়

নিজস্ব প্রতিবেদক:

উপসচিব পদে পদোন্নতি পাওয়ার সঙ্গে সঙ্গেই গাড়ি কেনার জন্য সুদমুক্ত ঋণ সুবিধা পাওয়া যাবে না। এর জন্য অপেক্ষা করতে হবে কমপক্ষে তিন বছর। এখন থেকে উপসচিব হিসেবে পদোন্নতি পাওয়ার পর তিন বছর অতিক্রম করলেই তিনি গাড়ি কেনার জন্য সুদমুক্ত ঋণের জন্য আবেদন করার যোগ্য হবেন।

উপসচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এ সংক্রান্ত নীতিমালার সংশোধনীতে এই সুবিধাটি কমানো হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) ‘প্রাধিকারপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের সুদমুক্ত ঋণ ও গাড়ি সেবা নগদায়ন নীতিমালা ২০২০ (সংশোধিত)’ শীর্ষক নীতিমালা জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র বলছে, করোনাভাইরাস মহামারির কারণে অনাকাঙ্ক্ষিত ব্যয় কমাতে সরকার এই পদক্ষেপ নিয়েছে।

নীতিমালায় প্রাধিকারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এসএসবি) সুপারিশে সরকারের উপসচিব পদে পদোন্নতি প্রাপ্ত হয়ে এই পদে কমপক্ষে তিন বছর অতিক্রম করেছেন এমন কর্মকর্তা, সরকারের যুগ্ম সচিব, অতিরিক্ত সচিব, সচিব ও সিনিয়র সচিবদের বোঝানো হয়েছে।

সংশোধিত নীতিমালায় আরও বলা হয়েছে, সরকারি ঋণের টাকায় কেনা গাড়ি ভাড়া, লিজ বা অন্য কোনও ব্যক্তির কাছে হস্তান্তর বা বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না। এই নিয়ম ভাঙলে সেটা সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা ২০১৮ অনুযায়ী অসদাচরণ বলে গণ্য হবে। অন্যদিকে বিদেশে অধ্যয়নরত বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ও বিদেশে বাংলাদেশ সরকারের কোনও মিশন বা সংস্থায় কর্মরত থাকলে সেক্ষেত্রে গাড়ি রক্ষণাবেক্ষণ ব্যয় মিলবে ৫০ শতাংশ।

এর আগে প্রাধিকারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যুগ্ম সচিবরা এই সুবিধা পেতেন। ২০১৭ সাল থেকে উপসচিবদেরও প্রাধিকারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে অন্তর্ভুক্ত করে এই সুবিধা দেওয়া হয়। এবারে উপসচিবরা পদোন্নতি পাওয়ার পর তিন বছর পার না হলে তিনি প্রাধিকার কর্মকর্তা হিসেবে গণ্য হবেন না।

প্রাধিকারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে প্রশাসনের উপসচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ব্যক্তিগত গাড়ি কেনা, নিবন্ধন, ফিটনেস ও ট্যাক্সের জন্য সুদমুক্ত এককালীন ৩০ লাখ টাকা এবং গাড়ি রক্ষণাবেক্ষণের জন্য প্রতি মাসে তারা ৫০ হাজার টাকা গাড়ি ভাতা পান।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রস্তুতি ম্যাচের সূচি প্রকাশ

স্পোর্টস ডেস্ক : আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল আস...

টিভিতে আজকের খেলা

স্পোর্টস ডেস্ক: প্রতিদিনের মতো আজ শনিবার (১৮মে) বেশ কিছু খেল...

কর্মস্থলে না এসেও বেতন তোলেন শিক্ষক

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধি:

মেঘনা নদীতে পাঙ্গাশ রক্ষায় অবৈধ চাই ধ্বংস 

ভোলা প্রতিনিধি: ভোলায় মেঘনা নদী থ...

মুন্সীগঞ্জে ভাসমান মরদেহ উদ্ধার

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জ পৌরসভার মধ্য কোটগাঁ...

ওএমএস বিতরণে গাফলতি হলে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক: খাদ্যমন্ত্রী সা...

পটল কেন উপকারী?

লাইফস্টাইল ডেস্ক: পটল আমাদের দেশের পরিচিত একটি সবজি, যা খেতে...

মিডিয়া ট্রায়াল বন্ধে ব্যবস্থা নেয়া হবে

জেলা প্রতিনিধি: বিচারের আগে মিডিয...

হোয়াটসঅ্যাপে আসছে পরিবর্তন

টেকলাইফ ডেস্ক: জনপ্রিয় যোগাযোগ মা...

মঙ্গলবার ১৫৭ উপজেলায় সাধারণ ছুটি 

নিজস্ব প্রতিবেদক: ষষ্ঠ উপজেলা পরি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা