রমনা পার্ক
জাতীয়

বদলে যাচ্ছে ঐতিহ্যবাহী রমনা পার্ক

বিশেষ প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফল নেতৃত্বে বদলে যাচ্ছে দেশ। দেশের উন্নয়নের চাকা থামাতে পারেনি বিশ্ব মন্দা পরিস্থিতি ও বৈশ্বিক মহামারি করোনাভাইরাস।

আরও পড়ুন: সরকারকে দাম বৃদ্ধির ক্ষমতা দিয়ে বিল পাস

প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে কার্যকরী ভূমিকা রাখছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং গণপূর্ত অধিদপ্তরের দক্ষ কর্মকর্তা ও প্রকৌশলীরা। যার ফলে আধুনিকায়নে ও দৃষ্টি নন্দনে বদলে যাচ্ছে ৪০০ বছরের ঐতিহ্যবাহী রমনা পার্কের চেহারা।

উন্নতকরণে ও সংস্কারে আধুনিকতার ছোঁয়া লেগেছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার লাইব্রেরী ভবনেও। বিচারক ও সরকারি কর্মকর্তাদের আবাসন সংকট নিরসনে নির্মাণ কাজ শেষ হয়েছে কয়েকটি আবাসিক প্রকল্পের।

এসব প্রকল্প ৩০ জানুয়ারি সোমবার সকাল ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণপূর্ত অধিদপ্তরের অধীনে বাস্তবায়নকৃত ১১টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করবেন।

আরও পড়ুন: দায়িত্ব নিলেন বিজিবির নতুন মহাপরিচালক

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের এই উদ্বোধনী অনুষ্ঠানে রমনা বটমূল প্রান্তে উপস্থিত থাকবেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমদ, সচিব কাজী ওয়াছি উদ্দিন, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামীম আখতার। এছাড়া গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনসহ মন্ত্রণালয় ও গণপূর্ত অধিদপ্তরের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

সারাদেশের উন্নয়নের ধারাবাহিকতায় গণপূর্ত অধিদপ্তরের বাস্তবায়নকৃত রমনা পার্ক উন্নয়ন প্রকল্প এখন উদ্বোধনের অপেক্ষায়। ১৯৭২ সালের স্বাধীন বাংলাদেশের রাজধানী ঢাকার রেসকোর্স ময়দানের ঘোড়দৌড় বন্ধ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেখানে বৃক্ষরোপণ করেন।

রমনা পার্ক ঢাকার ৪০০ বছরের ঐতিহ্যবাহী একটি পার্ক। সকাল বিকাল মানুষের পদচারণায় মুখরিত, অতি প্রাচীন এই রমনা পার্ককে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ২০১৯ সালে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন গণপূর্ত অধিদপ্তর পার্কের উন্নয়ন কার্যক্রম শুরু করেন।

ঢাকার ফুসফুস খ্যাত রমনা পার্কের উন্নয়নের ধারাবাহিকতায় বর্তমানে পার্কের অভ্যন্তরে অবস্থিত পুরাতন লেক খনন করে তৈরি হয়েছে দুই লেন বিশিষ্ট আধুনিক ডেক, লাল সিরামিক ইটের রাস্তা, কালভার্ট, বিটুমিনাস কার্পেট এর তৈরি রাস্তা।

আরও পড়ুন: আওয়ামী লীগ কখনো পালায় না

আধুনিকায়ন করা হয়েছে টয়লেট, কফি কর্নার, বসার বেঞ্চ এবং পার্কের অভ্যন্তরে ভ্রমণকারীদের সুবিধার্থে স্থাপিত হয়েছে দিক নির্দেশনা। শিশুদের জন্য আধুনিক খেলাধুলা সামগ্রীসহ নতুনরূপে সাজানো হয়েছে শিশু চত্বর।

রমনা পার্কের ভ্রমণকারী ও দর্শনার্থীদের বিনোদনের জন্য স্থাপিত হয়েছে অত্যাধুনিক এলইডি ডিসপ্লে। রমনা পার্ককে সান্ধ্যকালীন আলোকিত করার জন্য স্থাপন করা হয়েছে ল্যাম্পপোস্ট ও আধুনিক লাইট। বাড়ানো হয়েছে পার্কের অভ্যন্তরের নিরাপত্তা ব্যবস্থা। গড়ে তোলা হয়েছে পরিস্কার পরিচ্ছন্ন পরিবেশ।

বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার লাইব্রেরী ভবন, এ্যানেক্স ভবন অডিটোরিয়াম নবায়নসহ আনুষঙ্গিক কাজের প্রকল্প ব্যয় ধরা হয়েছে ১৭ কোটি ৪৭ লক্ষ টাকা।

ঢাকায় কর্মরত বিচারকদের আবাসন সমস্যা সমাধানে ঢাকার আজিমপুরে ২০ তলা বিশিস্ট দুইটি আধুনিক আবাসিক ভবনও একই দিন উদ্বোধন করা হবে।

এছাড়া সরকারি কর্মকর্তাদের আবাসনের জন্য ঢাকার মিরপুরে ২৮৮টি ফ্ল্যাট, তেজগাঁয়ে ১৩ তলা বিশিষ্ট ২৮৮টি এ্যাপার্টমেন্ট, নোয়াখালী সদরে ৯টি ১০ তলা ভবনে ৩২৪টি ফ্ল্যাট নির্মাণ করা হয়েছে। যা একইদিন উদ্বোধন করা হবে।

আরও পড়ুন: এইচএসসির ফল ৮ ফেব্রুয়ারি

প্রসঙ্গত, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামীম আখতার দায়িত্ব নেয়ার পর তার উদ্ভাবনী উদ্যোগ ও আন্তরিক প্রচেষ্টায় বদলে গেছে সরকারি এই প্রতিষ্ঠানটির নেতিবাচক ভাবমূর্তি। এর ফলে সরকারি নির্মাণ কাজ ঘিরে দুর্নীতিবাজ সিন্ডিকেটের দৌরাত্ম অনেকটাই বন্ধ হয়েছে। নির্মাণ কাজ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয়েছে।

সরকারি অসংখ্য প্রতিষ্ঠান ও স্থাপনার নির্মাণকাজের যথাযথ মান নিশ্চিত করা হয়েছে এবং সরকারি অর্থের অপচয় রোধ করা সম্ভব হয়েছে। এছাড়া, বর্তমান প্রধান প্রকৌশলীর নেতৃত্বে গণপূর্ত অধিদপ্তর মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক সারাদেশে ১০০টি মডেল মসজিদ নির্মাণ করায় দেশে-বিদেশে সরকারের ভাবমূর্তি উজ্জল হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ছুটির দিনে মুখর সোহরাওয়ার্দী

নুসরাত জাহান ঐশী: আজ সপ্তাহিক ছুটির দিনে রাজধানীর প্রাণকেন্দ...

ভারত ছাড়লেন সালমান খান

বিনোদন ডেস্ক : বলিউডের ভাইজান খ্যাত সুপারস্টার সালমান খান। স...

বিটরুটের উপকারিতা

লাইফস্টাইল ডেস্ক : বিটরুট হচ্ছে এ...

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ৩

জেলা প্রতিনিধি : রাজশাহীতে ট্রাকের চাপায় মোটরসাইকেলের তিন আর...

শিব নারায়ণ দাস আর বেঁচে নেই

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের জাতী...

ট্রেনের ধাক্কায় রেল কর্মচারী নিহত

জেলা প্রতিনিধি : লালমনিরহাটের পাটগ্রামে ট্রেনের ধাক্কায় আব্দ...

সাপের কামড়ে কৃষকের মৃত্যু

জেলা প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে সাপের কামড়ে আযম আলী (৪...

রোহিতকে নিয়ে ভুয়া নিউজ হচ্ছে

স্পোর্টস ডেস্ক : চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৭ত...

চিন্তাও করিনি হারবো

বিনোদন ডেস্ক : বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক...

সরকার চোরাবালিতে দাঁড়িয়ে

নিজস্ব প্রতিবেদক : এই সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে আছে, যেক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা