রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীকে পুতিনের অভিনন্দন বার্তা
জাতীয়
মহান স্বাধীনতা দিবস

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীকে পুতিনের অভিনন্দন বার্তা

সান নিউজ ডেস্ক : বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

আরও পড়ুন : পুতিন ক্ষমতায় থাকতে পারেন না

শনিবার (২৬ মার্চ) ঢাকায় অবস্থিত রুশ দূতাবাসের এক বিবৃতিতে পুতিন বলেন, বন্ধুত্ব ও পারস্পরিক শ্রদ্ধার দৃঢ় ঐতিহ্যের ওপর ভিত্তি করে মস্কো ও ঢাকার সম্পর্ক গড়ে উঠেছে।

একইসঙ্গে রুশ প্রেসিডেন্ট দুদেশের মধ্যকার রাজনৈতিক, বাণিজ্যিক, অর্থনৈতিক ও মানবিক এবং অন্যান্য ক্ষেত্রে গঠনমূলক সহযোগিতা আরও বাড়ানোর ওপর জোর দেন।

তিনি আরও বলেন, আমাদের যৌথ প্রচেষ্টার মাধ্যমে আমরা আঞ্চলিক স্থিতিশীলতা, নিরাপত্তা ও উন্নয়নসহ উভয় দেশের জনগণের স্বার্থে সঙ্গতিপূর্ণ দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করতে পারবো বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।

আরও পড়ুন : ৫ দিনের সফরে কিশোরগঞ্জ যাচ্ছেন রাষ্ট্রপতি

অভিনন্দন বার্তায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য এবং সফলতার পাশাপাশি বাংলাদেশের সব নাগরিকের সুখ ও সমৃদ্ধি কামনা করেন।

এদিকে বাংলাদেশকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন রাশিয়ান ফেডারেশনের ফেডারেল অ্যাসেম্বলি অফ ফেডারেল কাউন্সিলের চেয়ারম্যান মাতভিয়েঙ্কো ভ্যালেন্টিনা।

আরও পড়ুন : ইউক্রেনের স্লাভুতিচ রাশিয়ার দখলে

স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীকে স্বাধীনতা দিবসের অভিনন্দন জানিয়ে একটি চিঠিতে তিনি শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

মিসেস মাতভিয়েঙ্কো উল্লেখ করেছন যে, রাশিয়া বন্ধুত্ব, আস্থা এবং পারস্পরিক শ্রদ্ধার নীতির উপর ভিত্তি করে বাংলাদেশের সঙ্গে বহুমুখী সহযোগিতার সম্পর্কে যুক্ত।

আরও পড়ুন : রোববার যেসব এলাকায় গ্যাস থাকবে না

তিনি আশা জানান, যৌথ প্রচেষ্টায় দুটি পক্ষ আন্ত-সংসদীয় সম্পর্কের সম্ভাবনা সম্পূর্ণরূপে আবিষ্কার করতে সক্ষম হবে।

এছাড়া বাণিজ্যিক, অর্থনৈতিক, বিনিয়োগ এবং শক্তির ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্কের গতিশীল উন্নয়ন সহজ হবে। দুটি দেশ তাদের দেশ ও জনগণের স্বার্থে সহযোগিতার সেতু হিসেবে নতুন কিছু খাত খুঁজে বের করবে ।

আরও পড়ুন : চলন্ত প্রাইভেটকারে আগুন!

মাতভিয়েঙ্কো স্পিকার ও সকল সংসদ সদস্যদের দায়িত্বশীল কাজে সফলতা কামনা করেন এবং বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ মানুষের উন্নতি ও মঙ্গল কামনা করেন।

এছাড়াও রাশিয়ান ফেডারেশনের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ভিয়াচেস্লাভ এম. লেবেদেভও বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিককে অভিনন্দন জানিয়েছেন।

আরও পড়ুন : পুরুষ ছাড়া ওমরাহ করতে পারবে সৌদি নারীরা

তিনি দুই দেশের শীর্ষ বিচার বিভাগীয় কর্তৃপক্ষের মধ্যে পেশাদার ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও উন্নত হবে বলে আশ্বাস দিয়েছেন।

একই সঙ্গে লেবেদেভ প্রধান বিচারপতির সুস্থতা, মঙ্গল ও সাফল্য কামনা করেন। একই সঙ্গে সকল দেশপ্রেমিকদের শান্তি ও সমৃদ্ধি কামনা করেছেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উত্তরায় প্রাইভেটকারে অপহরণ; ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ২

রাজধানীর উত্তরা এলাকায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় অপহরণে ব্যবহৃত একটি প্রাইভে...

আমাকে চেয়েছিলো যুদ্ধাপরাধী মামলার আসামী বানাতে: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, গত সরকারের সময় তিনবার...

ভালুকায় সৌন্দর্য বাড়াতে ইউএনও’র ‘নিজ খরচে’ সবুজ বিপ্লব

ভালুকা উপজেলার পরিবেশ সংরক্ষণ ও নগর সৌন্দর্য বৃদ্ধিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নি...

কালীগঞ্জে ফিল্মিস্টাইলে যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুরের কালীগঞ্জে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জে...

সড়কহীন ৩৪ কোটি টাকার সেতু

সেতু আছে কিন্তু সংযোগ সড়ক করা হয়নি এমন সেতু ফেনীতে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা